সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৫ ডিসেম্বর ২০২৪ ১২ : ৪৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আগেই ঘোষণা হয়েছিল প্রথমবার বড়পর্দায় আসছে জনপ্রিয় কমিক চরিত্র রাপ্পা রায়। জনপ্রিয় কার্টুনিস্ট সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট এই চরিত্র। সম্প্রতি শুরু হয়েছে ছবির শুটিং। ছবির নাম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। ধীমান বর্মনের পরিচালনায় এই ছবিতে ‘রাপ্পা’র চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে এবং বিখ্যাত অভিনেত্রী 'ডলফিন'-এর ভূমিকায় থাকছেন অলিভিয়া সরকার। রাপ্পার বন্ধু টোনির চরিত্রে থাকছেন দেবাশীষ দে।
এইমুহুর্তে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলে চলছে ছবির শুট। গোটা ডিসেম্বর জুড়ে চলবে ছবির প্রথম দফার শুটিং। দ্বিতীয় ও শেষ দফার শুটিংয়ে রাখা হয়েছে ছবির অ্যাকশন দৃশ্যগুলোর কাজ। ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকেই আজকাল ডট ইন-এর সঙ্গে আড্ডায় বসলেন 'রাপ্পা'। জানালেন, শুটিং লোকেশন থেকে যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেটা তাঁর ফাইনাল লুক নয়। এখনও সেটা ফাঁস করতে নারাজ নির্মাতারা। অভিনেতার কথায়, “এটুকু বলতে পারি, কমিক্সে যেভাবে আঁকা হয়েছে রাপ্পাকে, তাঁর সঙ্গে ছবিতে আমার লুকের মিল পাবেন দর্শক।” অল্প হেসে অভিনেতার সংযোজন, “তবে রাপ্পার থেকে সামান্য লম্বা আমি। এইটে তো কমানো যাবে না।” আর প্রস্থেটিক্স কি ব্যবহার করা হয়েছে? শোনামাত্রই সৌম্যর সটান জবাব, “একেবারেই নয়।” কথায় কথায় তিনি আরও জানান, রাপ্পার সঙ্গে তাঁর নিজের বেশ কিছু বিষয়ে মিল রয়েছে। অভিনেতা তো তিনি পাকচক্রে, আদতে সাংবাদিকতাকেই পেশা করতে চেয়েছিলেন তিনি। সেইজন্য প্রশিক্ষণও নিয়ে রেখেছিলেন। শেষমেশ তাঁর সেই সাধপূরণ হল ‘রাপ্পা রায়’ সেজে।
এরই মাঝে শটের ডাক আসে। চটজলদি সেসব সেরে শুটিংয়ের পোশাকেই ফের চেয়ার টেনে আড্ডায় বসে পড়লেন সৌম্য। চুলে সামান্য হাত বুলিয়ে বলে উঠলেন, “এই ছবির প্রেক্ষাপট কিন্তু বর্তমান সময়। ছবির গল্প ছুঁয়ে যাবে বর্তমান সময়ের আর্থ-সামাজিক পরিস্থিতি থেকে রাজনৈতিক পরিস্থিতিও। আসলে, বহু আগে বহুবার পড়া সত্বেও রাপ্পা রায়ের যে কোনও কমিক্স হাতে তুলে নিয়ে উলটে পালটে দেখলে যেমন মনে হয় এই গল্প এখনকার। এই ছবির মধ্যেও সেই সমকালীন ফ্লেভারটা রাখার চেষ্টা করা হয়েছে।” প্রশ্ন ছিল, কোনও জনপ্রিয় কিশোর গল্প-উপন্যাস থেকে যখন ছবি তৈরি হয়, সিনেম্যাটিক কারণে অথবা ‘ডিরেকটর্স লিবার্টি’র আওতায় ছবিতে এমন কিছু সিকোয়েন্স অথবা সংলাপ যোগ করা হয় যা কোনওভাবেই কিশোরদের জন্য নয়। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-ও কি সেই তালিকায় পড়বে? এবারে সময় নিয়ে খানিক ভেবেচিন্তে জবাব আসে, “এখন এই বিষয়টা নিয়ে কিছু বলতে চাই না। ছবির প্রথম ঝলকটা অন্তত মুক্তি পাক। দর্শক একটা ধারণা পাবেন। তারপর এই বিষয়ের গভীরে গিয়ে বিশদে আলোচনা করব। তবে হ্যাঁ, ছবিতে গান রয়েছে।” রাপ্পার ছবিতে গান? রাপ্পা রায় তো মজাদার-অ্যাডভেঞ্চারের ছবি। সেখানে গান...তাহলে কি রাপ্পা প্রেমে পড়ছে অভিনেত্রীর ডলফিনের? শোনামাত্রই হাত নাড়িয়ে হাঁ-হাঁ করে ওঠেন সৌম্য-“না, না। প্রেম নয়। বন্ধুত্ব। নিখাদ বন্ধুত্ব। রাপ্পা আর ডলফিন বেশ ভাল বন্ধু পরস্পরের। তাদের বন্ধুত্বের প্রেক্ষাপটও দেখানো হবে গুছিয়ে। তবে ভবিষ্যতে কী হবে সেটা বলতে পারছি না...”
আর অ্যানিমেশন? রাপ্পা রায়ের গল্প নিয়ে ছবি আর অ্যানিমেশন নেই? গরম কফিতে চুমুক দিয়ে, মুচকি হেসে সৌম্যর জবাব, “না, না আছে তো। তবে একটু অন্যরকমভাবে। মানে বলতে চাইছি, যেভাবে আমরা বাংলা ছবিতে অ্যানিমেশন দেখেছি, তার থেকে সম্পূর্ণ আলাদা। অন্যরকম একটা ব্যাপার করার চেষ্টা করা হচ্ছে।” খানিকটা ‘হম-তুম’ ছবির মতো কি? মানে সইফ-রানির জীবনের টুকরো টুকরো ঘটনা ছোট্ট ছোট্ট অ্যানিমেশনের মাধ্যমে যেমন দেখানো হয়েছিল? হাসতে হাসতে'রাপ্পা'র জবাব, “আন্দাজ অনেকটাই কাছাকাছি করা হয়েছে। কিন্তু পুরোটা হল না। বলছি না, একটু অন্যরকম। এখন এই বিষয়ে বলা মানা।”
আড্ডার ভাঙার ঠিক আগে সৌম্য বলেন, “আমি শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায়কে এই ফাঁকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই এরকম একটা চরিত্র সৃষ্টি করার জন্য। ছোটবেলাতেই রাপ্পা পড়েছিলাম। তারপর পরে আরও। এহেন ভঙ্গুর সময়েও রাপ্পা আদর্শবাদী। অন্যায় দেখলে প্রতিবাদ করে, রসবোধ রয়েছে। আঁকাআঁকি করে সাংবাদিকতার পাশাপাশি... বিশেষ করে বাবার সঙ্গে রাপ্পার যে সম্পর্ক, সেটা এত স্পেশ্যাল। তার অন্যতম কারণ রাপ্পার মা নেই। সব মিলিয়ে রাপ্পা খুব স্পেশ্যাল আমার কাছে। সুযোগ বন্দ্যোপাধ্যায়কে সমাজমাধ্যমে আগেই ধন্যবাদ জানিয়েছিলাম। এখন আরও একবার জানাতে চাই।”
প্রসঙ্গত, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস রায়, চান্দ্রেয়ী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, অলিভিয়া সরকার-সহ একাধিক খ্যাতনামী অভিনেতার দেখা মিলবে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবিতে।‘ধীমান বর্মন প্রোডাকশনস’ সংস্থার প্রযোজনায় ২০২৫-এ মুক্তি পাবে এই ছবি।
নানান খবর
নানান খবর

ত্রিকোণ প্রেমের জটে বিশ্বনাথ-ভাস্বর! কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন দুই অভিনেতা?

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?