শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | দেশের এই আটটি ব্যাঙ্ক ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সবথেকে বেশি সুদ দিচ্ছে, জেনে নিন বিস্তারিত

Sumit | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪ : ২৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  ফিক্সড ডিপোজিটে টাকা রাখার আগে জেনে নিতে হবে কোন ব্যাঙ্কে কতটা সুদের হার রয়েছে। দেশের বিভিন্ন ব্যাঙ্ক তাদের হিসেব অনুসারে সুদের হারে নানা সময়ে পরিবর্তন করতে থাকে। সেইমতো যদি বিনিয়োগ করা হয় তাহলে সঠিক সময়ে লাভের মুখ দেখা যেতে পারে। তিন বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে এই আটটি ব্যাঙ্ক সেরা সুদের হার দিচ্ছে। একবার সেগুলি দেখে নিতে পারেন।


এইচডিএফসি ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ।


আইসিআইসিআই ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ।


কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬ শতাংশ।


ফেডেরাল ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ।


এসবিআই ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৬.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ।


ইউনিয়ন ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৬.৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২ শতাংশ।


কানাড়া ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৭.৪ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯ শতাংশ।


পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তিন বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার করেছে ৭ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ। 


#fixed deposits#interest rates#HDFC Bank    #ICICI Bank   #Kotak Mahindra Bank#Federal Bank#SBI#Union Bank of India#Canara Bank#Punjab National Bank



বিশেষ খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



12 24