রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | ইতালির ঐতিহ্যবাহী সম্মানে ভূষিত সত্যম রায়চৌধুরী, প্রথম ভারতীয় প্রাপক তিনি

Sumit | ০৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: তিনি শিক্ষার দিশারী। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীকে বিশেষ সম্মানে ভূষিত করল আলবার্টিনা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অফ তুরিন। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের তরফে অনারারি অ্যাকাডেমিশিয়ান হিসেবে সম্মান দেওয়া হল তাঁকে। ভূষিত করা হল প্যাট্রন অফ আর্টস উপাধিতে। শিক্ষাক্ষেত্রে ভূমিকার জন্য তাঁকে সম্মানিত করা হয়।

 

 মঙ্গলবার কলকাতায় এই মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তাঁকে প্রদান করা হয়। পাশাপাশি এদিন আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানও। 

 

১৯৮৪ সালে যাত্রা শুরু করে টেকনো ইন্ডিয়া গ্রুপ। চার দশকেরও বেশি সময় ধরে এই সংস্থার কর্ণধার সত্যম রায়চৌধুরীর সুদক্ষ এবং দূরদর্শী নেতৃত্ব শিক্ষা-সহ অন্যান্য ক্ষেত্রকেও সমৃদ্ধ করেছে। ১০৩টি নলেজ ক্যাম্পাস, ৬টি বিশ্ববিদ্যালয়, ২০টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৩৫টিরও বেশি পাবলিক স্কুল, ১০টি বি-স্কুল, ১৬টি টিআইজি-আইটিআই কেন্দ্র, ১টি মেডিক্যাল কলেজ-সহ টেকনো গ্রুপের একাধিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, ক্রিড়া, পর্যটন, হসপিটালিটি, চলচ্চিত্র, সাংবাদ মাধ্যম-সহ বহু ক্ষেত্রে নতুন দিগন্তের দিশা দেখাচ্ছে।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় ইতালির রাষ্ট্রদূত রিকার্ডো ডাললা কোস্তা। তাঁর বক্তব্যের শুরুতেই তিনি সত্যম রায়চৌধুরীকে শুভেচ্ছা জানান। তিনি এদিনের অনুষ্ঠানে এসএনইউ এবং ইতালির সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। ইতালি ও ভারতের দুই শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ ও দীর্ঘকালীন সম্পর্কের কথা তিনি তুলে ধরেন। কীভাবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি পড়ুয়াদের ইতালির অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে যোগাযোগ তৈরি হয়ে এসেছে এতদিন ধরে, সে কথা উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনও। 

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে ইতালি ও ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইতালির শিল্পকলা এবং সংস্কৃতির গুণমুগ্ধ। স্বামী বিবেকানন্দের সঙ্গেও ছিল ইতালির দীর্ঘযোগ। বিবেকানন্দ বলেছিলেন, ইতালি সঙ্গীত, আধ্যাত্মিকতার দেশ। আমি ইতালির মানুষ ও আলবার্টিনা অ্যাকাডেমিকে এই সম্মানের জন্য অন্তর থেকে ধন্যবাদ ও শুভকামনা জানাই। '


Snusatyam Roy choudhury hounred

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া