শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ভয়ে আয়নায় নিজেকে দেখা বন্ধ করে দিয়েছিলেন অরিজিতা মুখোপাধ্যায়! কী ঘটেছিল অভিনেত্রীর জীবনে?

শ্যামশ্রী সাহা | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৬Snigdha Dey


শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন। ভেঙেছিল মনোবল! কীভাবে ফিরে পেলেন আত্মবিশ্বাস? এ যেন এক যুদ্ধ জয়ের কাহিনি। শোনালেন অরিজিতা মুখোপাধ্যায় শুনলেন শ্যামশ্রী সাহা

‘বাবুর মা’ কেমন আছেন?
ঠিকঠাক। 

‘নিমফুলের মধু’ সময়ের হাত ধরে অনেকটা এগিয়ে যাচ্ছে
হ্যাঁ লিপ আসছে। এটা নিয়ে বেশ চিন্তা হচ্ছে। লিপ মানে তো একটা বড় চেঞ্জ। দু’বছর ধরে একটা চরিত্র করছি এবার কী হবে, এইসব নিয়েই একটা হইচই চলছে। 

এই ধারাবাহিক অনেকদিন ‘বাংলাসেরা’ ছিল এখন টিআরপি তলানিতে 
স্লটটা চেঞ্জ হয়েছে। দর্শকের একটা নির্দিষ্ট সময়ে দেখার অভ্যাস ছিল, সেটা একটা কারণ হতে পারে। আর টিআরপি কমে যাওয়াটা অভিনয়ের ক্ষেত্রে খুব একটা চাপের নয়। থিয়েটার থেকে শিখেছি, মঞ্চে যদি একজন দর্শকও থাকেন, তাঁর জন্য একশো শতাংশই দিতে হবে। দু’বছর ধরে কটা সিরিয়াল টানা চলে বলুন, দর্শক এতদিন ভরসা রেখেছেন। আগামিদিনেও রাখবেন।

এই যে একটা ধারাবাহিক বছরের পর বছর চলছে, একই চরিত্রে অভিনয় করতে হচ্ছে, একঘেয়ে লাগে না?
দেখুন আমার মনে হয় যা শুরু হয়েছে, তার শেষ থাকাটা খুব জরুরি। যদি কিছু গল্প বলার থাকে, তাহলে গল্পটা তো বলতে হবে। মেগা সিরিয়াল যখন বলছি, তখন দর্শক জানেন এটা অনেকদিন ধরে চলবে, সবটা মিলিয়ে মনে হয় দর্শকের চাহিদায় পুরো গল্পটা শেষ হওয়া জরুরি। 

কীভাবে এলেন অভিনয়ের জগতে? জার্নিটা কেমন ছিল?
খুব সহজ নয়। অনেক চরাই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মনের মধ্যে একটা দ্বন্দ্বও ছিল। 

দ্বন্দ্ব কেন?
মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। অভিনয় প্যাশন। এই প্রফেশনটা তো অনিশ্চিত। চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় করব কিনা সেটা নিয়ে কনফিউশন ছিল। বাবা মা সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। প্রথমে আমাকে একটা চরিত্রের জন্য ডেকে পাঠানো হয়েছিল। চরিত্রটা করিনি। 

কেন?
তখনও ভাবিনি অভিনয়কে পেশা করব। পিএইচডি করছি, একটা স্কুলে পড়াচ্ছি। অন্য চাকরির অফারও ছিল। ঠিক ছিল কয়েকদিনের মধ্যে অন্য শহরে চলে যাব। টাকা রোজগার করতে হবে। অভিনয়ে এলে আগে তো নিজেকে প্রমাণ করতে হবে। তারপর টাকা রোজগার। আর ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। পেটে ভাত নেই প্যাশন নিয়ে পড়ে আছি সেটা তো হয় না। আবার এটাও মনে হয়েছে প্যাশন যদি প্রফেশন হয়ে যায়, তখন ভালবাসাটা নাও থাকতে পারে। 

তারপর?
তখন সাহানাদি (দত্ত) ডেকে পাঠান। ওঁর সঙ্গে কথা বলার পর মনে হয়েছিল অভিনয়কে পেশা হিসাবে নেওয়া যায়। বলতে পারেন রোলার কোস্টারে চেপে এই জগতে চলে এসেছি। ঠিক এরপরই শুরু হয় দুঃসময়।

কীরকম?
তখন সবে কাজ করা শুরু করেছি। ইন্ডাস্ট্রিতে কেউ চেনে না। প্যানডেমিক শুরু হয়ে গেল। তারপর লকডাউন।

ভেঙে পড়েছিলেন? 
ভয়ঙ্কর। সাংঘাতিক ডিপ্রেসড ছিলাম। চাকরি ছেড়ে দিয়েছি। হাতে টাকা নেই। তখন পার্থদা (পার্থসারথি দেব), সুদীপাদি (বসু), তুলিকাদি(বসু) খুব সাহায্য করেছিলেন। 

আপনার যা বয়স তার থেকে অনেক বেশি বয়সের চরিত্রে কাজ করতে হয়েছে
দেখুন, আমি যে চরিত্রে কাজ করেছি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার বয়সি যাঁরা ধারাবাহিকে কাজ করছেন, তাঁদের কতটা অভিনয় দেখানোর সুযোগ থাকে বলুন? সেদিক থেকে আমি লাকি। আজ আমার কোনও আফশোস নেই। এখন অভিনয় করতে পারি বলে কাজ পাই। আর চেহারা কথা যদি বলি...

বলুন না...
এমন অনেকবার হয়েছে লুকসেট হওয়ার পরেও কাজ চলে গিয়েছে।

কেন?
ওঁদের মনে হয়েছে আমাকে দেখতে খুব খারাপ।

কতটা সেটব্যাক হয়েছিল?
ইট ওয়াজ অ্যা হেল ফর মি। অনেস্টলি শ্যামশ্রী, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসার আগে অবধি নিজেকে নিয়ে কনফিডেন্ট ছিলাম। কখনও মনে হয়নি আই অ্যাম নট এনাফ। যাদবপুর, প্রেসিডেন্সি কোথাও বডিশেমিং-এর শিকার হতে হয়নি। সাজতে ভালবাসতাম। অনেকেই তার প্রশংসা করেছেন। আই ওয়াজ বিউটিফুল ইন মাই ওন ওয়ে। মোটা হওযার পর স্টেজে কাজ করতে কোনও অসুবিধা হয় নি। টেলিভিশনে আসার পর প্রথম জানতে পারলাম, আই অ্যাম নট এনাফ। আমাকে দেখতে ভাল না। 

বুঝতে পারছি খুব কঠিন ছিল... 
আপনি ভাবতে পারবেন না, আমি কোথায় গিয়ে দাঁড়িয়েছিলাম। লকডাউন, হাতে কাজ নেই। টাকাপয়সা নেই। কাজ পেয়ে লুক সেট হয়েও বাতিল হতে হয়েছিল। এই ধরনের রিজেকশন দু’বার হয়েছিল। বলা হয়েছিল দেখতে ভাল লাগছে না। আমার চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। এই ধরনের কথা আগে কখনও শুনিনি। নিজের চেহারা নিয়ে কোনও আক্ষেপও ছিল না। এই প্রথম আমাকে শুনতে হয়েছিল আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য উপযুক্ত নই। কেন এলাম! এটা এমন একটা জায়গায় পৌঁছেছিল ভয়ে আয়নায় নিজেকে দেখা বন্ধ করে দিয়েছিলাম। আয়নার দিকে তাকাতে ভয় পেতাম। এইসব ভাবতে ভাবতে ক্রমাগত নিজেকে আঘাত করে চলেছিলাম। অসহায় লাগত, কান্নাকাটি করতাম। ভয়ঙ্কর দিন ছিল।

কীভাবে বেরোলেন এই মানসিক যন্ত্রণা থেকে?
আমার পরিবার, বন্ধুরা পাশে ছিলেন। ওরাই কাউন্সেলিং করাতে বলেন। 

করিয়েছিলেন?
হ্যাঁ। করাতেই হয়েছিল। প্রফেশনাল হেল্প ছাড়া ওই সেটব্যাক থেকে বেরোতে পারতাম না। তখন তো কাউন্সেলিং করানোর টাকাও ছিল না। 

সম্পর্কের ক্ষেত্রেও কি একই সমস্যা হয়েছে?
দু’বার হয়েছে। কাছের মানুষদের থেকে অনেক কঠিন কথা শুনেছি। এখান থেকে একটা নতুন কথাও শিখেছি।

কী?
ফ্যাট ফোবিয়া।

কীভাবে জানলেন শব্দটা?
 দু’বারই সম্পর্ক হয়েছে, যেখানে আমার চেহারাটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে ভাল সময় কাটিয়েছি, কথা বলেছি, আমার ভাল লেগেছে, বুঝতে পারছিলাম তারও আমার সঙ্গে কথা বলতে ভাল লাগছে তুবও দু’জনের মাঝখানে একটা পাঁচিল রেখে দিয়েছে। যখনই সেই দূরত্বটা কমানোর চেষ্টা করেছি,শুনতে হয়েছে ‘‘তোমাকে ভাল লাগে, তোমার সঙ্গে কথা বলতেও ভাল লাগে, কিন্তু আমার ফ্যাট ফোবিয়া আছে।’’ খুব সাংঘাতিক শব্দটা। খুব কষ্ট পেয়েছিলাম। আমি বুঝতেই পারিনি কী বলব বা বলা উচিত। এরপরেও আমার সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি সরে এসেছি। 

এখন তো আপনি কনফিডেন্ট। কেরিয়ারের টার্নিং পয়েন্ট হিসাবে কাকে রাখবেন ‘ফাটাফাটি’ নাকি ‘এক্স=প্রেম’?

 সেদিক থেকে বলতে গেলে কনফিডেন্সটা ফিরে পেয়েছি, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স=প্রেম’ থেকে। একটাই সিন ছিল। সিনটা করার পর ডিওপি শুভঙ্করদা (ভড়) বলেছিলেন ‘‘কী ভাল কাজটা করলি রে।’’ সৃজিতদা বলেছিলেন, ‘‘তুই তো আমার রেভেলেশন রে।’’ আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। সেই জন্যই ‘ফাটাফাটি’ করতে পারলাম। 

‘নিমফুলের মধু’র পর কী?
 মেগাতে কাজ করছি। অন্য কিছু করার কথা ভাবছি না। খুব ভাল টিম। গল্পে নতুন মোড় এসেছে। এখন ‘বাবুর মা’ হয়েই থাকতে চাই।


#arijitamukherjee#exclusive#interview#neemphulermadhu#zeebangla#entertainment#tollywood



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ইব্রাহিম নয়, ৮ বছরের তৈমুরের হাত ধরেই হাসপাতালে আসেন ছুরিবিদ্ধ সইফ! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য...

সাত বছর পর ব্যোমকেশের অজিত হয়ে ফিরছেন ঋত্বিক? বড় ঘোষণা অভিনেতার!...

‘প্রথমে ভেবেছিলাম দর্শক আমাকে মেনে নেবেন না...’ বেঙ্গল টপার হয়ে আবেগপ্রবণ ঈশানী আর কী বললেন? ...

সামনে এল 'রূপা'র পরিচয়, এবার কী করবে 'সোনা'? 'মিশকা'র সঙ্গে কোন ষড়যন্ত্রে হাত মেলাবে!...

ধরা পড়ল যে, ছুরি মারেনি সে? সইফ-কাণ্ডে গ্রেফতারির পরেও বেড়েই চলেছে রহস্য! ...

বিনোদিনী দেখে মুগ্ধ 'লগান' পরিচালক, রুক্মিণীর সঙ্গে দেখা করে কী বললেন তিনি?...

'এখনও বিশ্বাস করতে পারছি না, কীভাবে দিনটা কাটল আমিই জানি'-সইফের উপর হামলার পর মুখ খুললেন করিনা, আর কী জানালেন ...

Exclusive: মঞ্চের পরিচালক থেকে অভিনেতা! দেবেশ-রজতাভ-দেবশঙ্কর, সবাই রয়েছেন সৃজিতের উইঙ্কল্ টুইঙ্কল্-এ...

স্বস্তিকাই শেষ কথা! কতটা প্রত্যাশা মেটাল ‘নিখোঁজ ২’?...

শুটিং ফ্লোর থেকে সোজা কারাগারে! কোন অপরাধে পুলিশের জালে টলি অভিনেত্রী?...

বলিউডকে বিদায় জানিয়ে টম ক্রুজের নতুন ছবিতে অনুরাগ কাশ্যপ? ...

একেন হাজির হতেই শুরু বিভ্রাট, ‘পুরো পুরী’তেই সিরিয়াল কিলারকে ধরার শুরু অভিযান...

পাঞ্জা লড়ে, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তুলে সেনা দিবস পালন সানি-বরুণের!...

একা রণবীরে রক্ষা নেই, ‘ধুম ৪’-এ তাঁর দোসর ভিকি কৌশল? ...

হাসির ফোয়ারা থেকে বুদ্ধিদীপ্ত রসিকতা, গুড়ের মতোই মিষ্টি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’...



সোশ্যাল মিডিয়া



12 24