সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অভিজিৎ দাস | Editor: Abhijit Das ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কৃষি বিপনণ মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি। সোমবার রাত থেকে ধর্মঘটে অনড় রয়েছেন আলু ব্যবসায়ীরা। কোনও হিমঘর থেকেই আলু বার হয়নি। এর ফলে মঙ্গলবার থেকেই খোলা বাজারে বাড়ল আলুর দাম। কোথাও দুটাকা বা তিন টাকা। কোথাও বেড়েছে তারও বেশি। সমস্যায় পড়েছেন গ্রাহকরা
মঙ্গলবার থেকে বাজারে চড়া দামে আলু বিক্রি হচ্ছে বর্ধমানের বাজারে। পুলিশ লাইন বাজার থেকে স্টেশন বাজার কিংবা নীলপুর বাজার সব জায়গাতেই খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলোদরে। খুচরো বিক্রেতারা জানান, সোমবার পর্যন্ত আমরা আলু বিক্রি করেছি ৩২ টাকায়। কিন্তু এদিন আলুর জোগান কম। বস্তায় ২০০ টাকা বেশী দামে আলু কিনতে হয়ছে। তাই দাম বেড়েছে।
পূর্ব বর্ধমানের সব হিমঘর থেকে কার্যত কোন আলু বের হয়নি। রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতিতে সহমত পোষণ করছে হিমঘর মালিক এ্যাসোশিয়েশন। ফলে হিমঘর থেকে আলু বের না হওয়ায় বাজারে জোগান কমেছে। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি উত্তম পাল বলেন, ''আজ দুপুরে রাজ্য ব্যবসায়ী সমিতির বৈঠক হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।''
দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন বাজারেও আলু বিক্রি হয়েছে চড়া দামে। জ্যোতি আলুর দাম ছিল ৩৬ টাকা। চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে ৪৪ টাকা কিলো দরে। আলু বিক্রেতাদের অভিযোগ, এক দিনে এক বস্তা আলুর দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। এর ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও চিত্রটি ছিল একই রকম। নাগেরবাজার এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৮ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু ৪৫ টাকায়। আলু বিক্রেতাদের আশঙ্কা, ধর্মঘট না উঠলে এই দাম আকাশ ছোঁবে। দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রিতেও ভাটা দেখা দিয়েছে।
আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর আলুর দামে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন। হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অথচ কোনও নির্দেশিকা ছাড়াই। এর পরেই ধর্মঘট ডাকেন আলু ব্যবসায়ীরা।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা