রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৫Rajit Das
ওয়েবডেস্ক বাংলাদেশ: বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের নিশানায় ইসকন সন্ন্যাসীরা। প্রাণনাশের ভয় আরও গভীর হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের সন্ন্যাসীদের জনসমক্ষে গেরুয়া পোশাক না পরতে, তিলক না কাটার পরামর্শ দিলেন কলকাতার ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। ওপার বাংলায় সন্ন্যাসীদের প্রাণ রক্ষার্থেই তাঁর এই পরামর্শ বলে জানানো হয়েছে।
ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সুরক্ষিত থাকাই মূল লক্ষ্য। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তদের গেরুয়া পোশাক এড়িয়ে যাওয়ার মতো পরামর্শ দিয়েছেন। যাতে বোঝা না যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি হিন্দু বা ইসকনের ভক্ত।
মঙ্গলবার ইসকন কলকাতার সহ-সভাপতি তথা মুখপাত্র রাধারমণ দাস সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। সন্ন্যাসী এবং ভক্ত, যাঁরা আমাদেরকে ডেকেছেন, আমরা তাঁদের ইসকনের অনুসারী বা সন্ন্যাসী হিসাবে তাদের পরিচয় প্রকাশ্যে লুকিয়ে রাখতে বলেছি। আমরা তাঁদের সুরক্ষিত কোনও স্থানে যেমন, বাড়িতে বা মন্দিরের ভিতরে বিচক্ষণতার সঙ্গে ধর্মীয় বিশ্বাস অনুশীলন করতে বলেছি। আমরা তাঁদের এমনভাবে পোশাক পরার পরামর্শ দিয়েছি যাতে কারোর মনোযোগ আকর্ষণ না হয়।'
রাধারমণ দাসের দাবি, পরিস্থিতি বিচার করে অস্থায়ী ভিত্তিতে সন্ন্যাসী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁর এই পরামর্শ। তিনি বলেছেন, "এটা কোন উপদেশ বা সাধারণ নির্দেশিকা নয়, তবে সন্ন্যাসী এবং ভক্তদের প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ- যাঁরা গত কয়েকদিন ধরে আক্রান্ত ও আমাদের থেকে সহায়তা চাইছেন।" বাংলাদেশে মন্দির ভাঙচুর এবং সংখ্যালঘুদের ধর্মীয় সমাবেশে হামলার ঘটনা উল্লেখ করে রাধারমণ দাসের সংযোজন, "আমাদের অনেক ভক্ত এবং তাঁদের পরিবার হুমকি এবং ভীতির সম্মুখীন হচ্ছেন।"
গত ৫ অগস্ট হাসিনার দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে মৌলবাদীদের দাপট চরমে। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলেও মৌলবাদীদের রমরমা বেড়েছে বলে অভিযোগ। সেদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভাঙা হচ্ছে তাদের ধর্মীয়স্থান। প্রতিবাদে সমাবেশ থেকে গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। তাঁর হয়ে কোনও আইজীবীও সওয়ালে নারাজ। মঙ্গলবারও খারজি হয়েছে তাঁর জামিনের আবেদন। ফলে আরও একমাসও চিন্ময়প্রভূকে জেলে কাটাতে হবে। পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় সেদেশের ইসকনের সন্ন্যাসীদের রাধারমণ দাসের পরামর্শ বেশ তাৎপর্যবাহী।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ তৈরির সময় সেদেশে সংখ্যালঘু হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ। যা বিগত অর্ধশতাব্দীতে ক্রমশ কমেছে। কমতে কমতে বাংলাদেশে বর্তমানে হিন্দুরা মাত্র ৮ শতাংশ।
নানান খবর
নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম