শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় একটি বেসরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রীর নাম সোহানা মন্ডল (১৪)। তার বাড়ি নওদা থানার বাদশানগর গ্রামে। স্থানীয় আমতলার ভয়েস মিশনারি আবাসিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সোহানা।
মঙ্গলবার সকালে ওই আবাসিক স্কুলের শিক্ষকেরা সোহানাকে গুরুতর 'অসুস্থ' অবস্থায় আমতলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। পরে সেখানে মৃত্যু হয় সোহানার। তবে মৃতের পরিবারের অভিযোগ 'অসুস্থ' হওয়া থেকে শুরু করে তাকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত গোটা ঘটনা স্কুল কর্তৃপক্ষের তরফে পরিবারকে কিছু জানানো হয়নি। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে সোহানার দেহ রয়েছে বলে তারা জানতে পারেন।
সোহানার পরিবার অভিযোগ, সোমবার রাতে স্কুলের মধ্যেই 'মৃত্যু' হয়েছিল তার। কিন্তু নিজেদের গাফিলতি ঢাকতে মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ ঐ ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। যদিও ওই আবাসিক স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও ঘটনা প্রসঙ্গে কিছু জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, এক সহপাঠীর সঙ্গে বচসা হয় সোহানার। আত্মহত্যার চেষ্টা করে বলে জানান তিনি। বলেন, বিষয়টি জানতে পেরেই, তাকে 'সংজ্ঞাহীন' অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।
যদিও স্কুল কর্তৃপক্ষের এই দাবি মানতে রাজি হয়নি মৃত ছাত্রীর পরিবার। মনোজ খান নামে মৃত ছাত্রীর আত্মীয় জানান, সোমবার রাতেও পরিবারের লোকেদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল সোহানা। মঙ্গলবার সকালে আমাদের জানানো হয় সোহানা অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে স্কুলের তরফে আমাদেরকে ফের ফোন করে জানানো হয় সোহানার মৃত্যুর খবর.নওদা থেকে আমরা যখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে গিয়ে মেয়ের দেহ হাসপাতালে দেখতে পাননি বলেও অভিযোগ করেছেন তিনি।
মৃতার পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি ঢাক তে তড়িঘড়ি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষ হলে তারা পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সোহানার পরিবারের সদস্যরা। অন্যদিকে গোটা ঘটনা প্রসঙ্গে নওদা থানার একা আধিকারিক জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।
#unnaturaldeath#death#schoolstudentdeath
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অতর্কিতে হামলা করল হাতির পাল, আলিপুরদুয়ারে মৃত্যু তিন মহিলার...
ট্রেন চালাতে গিয়ে হঠাৎই সামনে এসে পড়ল হাতি, কী করলেন চালক?...
একই পরিবারের তিনজনের চরম পদক্ষেপ, বন্ধ দরজা খুলতেই আঁতক উঠল সকলে, নরেন্দ্রপুরে চাঞ্চল্য...
শৈত্যপ্রবাহের কামড়ে কাঁপবে রাজ্য, হু হু করে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া...
জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ৫৯ দিনে দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত...
বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...
নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...