বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০২ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সন্ধে নামতেই গ্রামীণ মেলাতে রমরমিয়া বসছে জুয়া-সহ অশ্লীল নাচের আসর। এমনই অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায়। গত কয়েকদিন ধরে সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের নাককাটিতলা এবং দীঘা এলাকায় দু'টি গ্রামীণ মেলা চলছে। দুপুরের পর থেকে এই মেলাগুলো শুরু হলেও, সন্ধে নামতেই মেলাতে বসছে জুয়ার ও মহিলাদের নিয়ে অশ্লীল নাচের আসর। যা চলছে গভীর রাত পর্যন্ত।
গ্রামীণ মেলায় জুয়া খেলে দ্রুত টাকা রোজগারের আশায় বিপুল টাকা লাগিয়ে সর্বস্বান্ত হচ্ছেন গরিব মানুষেরা। সেই সঙ্গে অশ্লীল নাচের আসরে উড়ছে মুঠো মুঠো টাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘার মোড়ে মিলনমেলার আয়োজক স্থানীয় একটি ক্লাব। অন্যদিকে, নাককাটিতলাতে বিবেকানন্দ মেলার মূল উদ্যোক্তা কলিমুদ্দিন শেখ নামে স্থানীয় এক ব্যক্তি। নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন , দু'টি মেলাতেই গত কয়েকদিন ধরে সন্ধের পর জুয়া ও অশ্লীল নাচের আসর বসছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, এখন গ্রামাঞ্চলে ধান কাটা এবং গোলাতে নিয়ে যাওয়ার মরশুম। অনেক শ্রমিক মাঠে ধান কেটে কিছু বাড়তি রোজগার করছেন। সন্ধে হলেই সেই টাকা নিয়ে তাঁরা মেলাতে জুয়ার আসরে পৌঁছে যাচ্ছেন। প্রথমে ছোটরা জুয়ার আসরে কম টাকার বাজি ধরছেন, আর রাত হলেই এলাকার বড়রা পৌঁছে যাচ্ছেন ওই মেলাগুলোতে লক্ষ লক্ষ টাকার লেনদেন করতে। ইতিমধ্যেই সেই জুয়ার আসরের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন)।
গোটা ঘটনাটি নিয়ে সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাইফুল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার এলাকায় দু'টো গ্রামীণ মেলা চলছে জানি। কিন্তু সেই মেলাতে কী হচ্ছে তা আমার জানা নেই। মেলাতে জুয়ার আসর বসছে কি না তা পুলিশ প্রশাসনই বলতে পারবে।'
সাগরদিঘি নাককাটিতলাতে বিবেকানন্দ মেলার অন্যতম উদ্যোক্তা কলিমুদ্দিন শেখ যদিও দাবি করেছেন, 'আমার মেলাতে কোনও জুয়ার আসর বসছে না। মিলন মেলাতে কী হচ্ছে আমার জানা নেই। আমার মেলায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার ছাড়াও ক্লাবের সদস্যরা থাকছেন। এর পাশাপাশি সিভিক পুলিশেরও পাহারাও রয়েছে।' জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, এই ধরণের অভিযোগ পাওয়ার পরই সব বন্ধ করে দেওয়া হয়েছে।
#murshidabad#westbengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...
নকল নথি দিয়ে তৈরি হচ্ছিল জাল পাসপোর্ট, পুলিশের জালে তিন অভিযুক্ত...
গাড়ি দাঁড় করিয়ে এমভিআই অফিসার পরিচয় দিয়ে তোলাবাজি, বলাগড় পুলিশের হাতে গ্রেপ্তার তিন...
আরজি কর-কাণ্ডে বিচারপ্রক্রিয়া শেষ, ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালতে সাজা ঘোষণা...
সাংসদের ফোন জেলাশাসককে, তিনি জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে, অবশেষে ২০ কেজির যন্ত্রণার অবসান...
গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...
চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...
অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী ...
কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...
বাম নেতৃত্বের ‘গুন্ডামি’, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...
আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...