রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বরাবরই নিয়ম করে ভোরে একপ্রস্থ যোগাসন সেরে নিত ফেলুদা। শরীরচর্চা তাঁর কাছে মগজাস্ত্রতে শান দেওয়ার মতোই গুরুত্বপূর্ণ ব্যাপার। তোপসে পর্যন্ত একাধিকবার স্বীকার করেছিল, সুস্থ থাকলে শরীরচর্চায় কোনওদিন ছেদ টানেনি ফেলুদা। সে দেশে-বিদেশে তদন্তের জন্য যেখানেই যাক না কেন। যদিও চট করে অসুস্থ হতে ও দেখেনি ফেলুদাকে। ওদিকে, ফিটনেসে টোটা বরাবরই টলিপাড়ার ‘টেক্কা’। আর ‘ফেলুদা’ হয়ে ওঠার জন্য প্রথম দিন থেকেই কোনওরকম ফাঁক রাখতে তিনি নারাজ। অন্যদিকে, সৃজিতও মোস্ট বড় ফেলু-ভক্ত। আর ফেলুদার এক উপন্যাসে তো তোপসে জানিয়েছিল, শীর্ষাসন করাটা ফেলুদার কাছে কোনও ব্যাপার-ই নয়। তাই ক্যামেরার সামনে ‘ফেলুদা’ হতেই টোটাও করে করে ফেললেন শীর্ষাসন। আর সে ছবি-ই এবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়।
এই ছবি যে সম্পাদনার টেবিল থেকে তুলে সরাসরি সমাজমাধ্যমে বসিয়ে দিয়েছেন সৃজিত, তা স্পষ্ট। ছবিতে দেখা যাচ্ছে, নকশা করা কাশ্মীরি গালিচার উপর শীর্ষাসনে মগ্ন ফেলুদারূপী টোটা। তবে ব্যাকরণ মেনে হেঁটমুন্ডু হয়ে পা দু’টো জোড়া করে উপরের দিকে একেবারে তুলে ধরার বদলে দু'দিকে ফাঁক করে রেখেছেন! এবং দু’হাত গালিচার উপর সামান্য ছড়িয়ে ভারসাম্য বজায় রেখেছেন। স্বভাবতই তা দেখে একেবারে ‘চমকে চোদ্দো’ পাশে বসা জটায়ু। এই ছবি পোস্ট করার পাশে ওটিটিতে এই সিরিজের মুক্তি পাওয়ার দিন ঘোষণা করেছেন সৃজিত। চলতি মাসে বড়দিনে মুক্তি পাবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।
দার্জিলিং-এর পর এবার ফেলুদার গন্তব্য কাশ্মীর। সত্যজিৎ রায়ের লেখা ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। দু-বছর পর ‘ফেলুদা’কে নিয়ে ফিরছেন চলতি বছরের প্রথম থেকেই ফেলুদার সিরিজের কাজ জোরকদমে শুরু করে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। এরপর অতি উত্তম’ ছবির প্রচারের কাজ সামলে শুটিংয়ের দলবল নিয়ে কাশ্মীরে হাজির হন তিনি। উদ্দেশ্যে, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিং।
২০২০ সালে প্রথম ‘ফেলুদা ফেরত’ তৈরি করেন তিনি। দর্শকদের প্রশংসা পায় ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে মতানৈক্যের কারণে মুক্তি পায়নি ‘যত কাণ্ড কাঠমাণ্ডু’তে। তার পর হইচই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। প্রথম গল্প ছিল ‘দার্জিলিং জমজমাট।’ ২০২২ সালে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হয় যে, ফেলুদার পরবর্তী অভিযান তৈরি হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ গল্প অলম্বনে। গত বছর জানুয়ারি মাসে এই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বছর ঘুরলেও সিরিজের কাজ এগোয়নি। বরং সৃজিত তাঁর ব্যোমকেশ সিরিজের শুটিং শুরু করেন। তবে চলতি বছরে ওটিটিতে যে ফেলুদা তাঁর তরুপের তাস হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সৃজিতের ফেলুদা টিমে আগের মতোই টোটা রায়চৌধুরী (ফেলুদা), অনির্বাণ চক্রবর্তী (জটায়ু) এবং কল্পন মিত্র (তোপসে) থাকছেন। মূল গল্প কাশ্মীরের প্রেক্ষাপটে। আপাতত সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
নানান খবর
নানান খবর

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

শ্বাসকষ্টে গিয়েছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ‘ভালবাসায় ডুবে’ — এখন কেমন আছেন সৃজিত?

সিরিয়ালের ভবিষ্যৎ এখন টিআরপি-র হিসেবনিকেশের দখলে, তার রেশ কতটা পড়ছে চিত্রনাট্যকারদের উপরে?

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?