বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার ঘর পাওয়ার জন্য একটি বেসরকারি স্কুলের শিক্ষককে টাকা দেওয়ার পরও সেই তালিকাতে নাম না ওঠায় টাকা ফেরত চাইতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কালু শেখ (৫০)।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'ইতিমধ্যেই আমরা একটি খুনের মামলার রুজু করেছি। অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।' স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর কালু শেখ আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য কয়েক বছর আগে স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক মিঠুন শেখকে ২০০০ টাকা দিয়েছিলেন। সম্প্রতি জেলা প্রশাসনের তরফ থেকে নতুন করে আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কালু শেখের নাম নেই।
গত কয়েকদিন ধরে রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কালু, মিঠুন শেখকে ঘর পাওয়ার জন্য যে টাকা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অভিযোগ, বারবার বলা সত্বেও মিঠুন সেই টাকা ফেরত দেননি। মৃতের পরিবারের এক সদস্য মুজিবর রহমান বলেন, 'মিঠুন স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছেন। যখন যে দল ক্ষমতায় থাকে মিঠুন সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যান।'
তিনি জানান, 'গ্রামের আরও অনেকের মতো কালুও আবাস যোজনায় ঘরের টাকা পাওয়ার জন্য মিঠুনকে দু'হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু নতুন তালিকায় নাম না ওঠায় কালু সেই টাকা মিঠুনের কাছ থেকে ফেরত চেয়েছিলেন।' মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই টাকা ফেরত দেওয়ার নাম করে কালুকে মুকুন্দপুর মোড়ের কাছে ডেকে নিয়ে যান মিঠুন। এরপর সেখানেই তাঁকে ব্যাপক মারধর করা হয় ।
মাথায় এবং নাকে গুরুতর চোট নিয়ে শনিবার রাতে কালুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গভীর রাতে কালুকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কালু শেখের।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য যখন ২০১৮ সালে সার্ভে হয় তখন কয়েকজন দালাল সেই তালিকায় নাম তুলে দেওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছিলেন। কালুর কাছ থেকেও টাকা তোলা হয়েছিল বলে আমি জানতে পেরেছি। কিন্তু রাজ্য সরকার এখন স্বচ্ছ ভাবে সার্ভে করার পর যে তালিকা প্রকাশ করেছে তাতে কালুর নাম নেই। সেই কারণেই কালু ওই ব্যক্তির কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন।'
তিনি বলেন, 'অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই তোলাবাজি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তোলার কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।'
#murshidabad#crimenews
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
একই পরিবারের তিনজনের চরম পদক্ষেপ, বন্ধ দরজা খুলতেই আঁতক উঠল সকলে, নরেন্দ্রপুরে চাঞ্চল্য...
শৈত্যপ্রবাহের কামড়ে কাঁপবে রাজ্য, হু হু করে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া...
জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ৫৯ দিনে দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত...
আর ড্রেনেজ ক্যানেল রোড নয়, আজ থেকে শৈলেন মান্না সরণি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ...
একের পর এক খুন, গুজরাট থেকে 'সিরিয়াল কিলার'কে এরাজ্যে নিয়ে এল পুলিশ ...
বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...
নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...