বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার ঘর, ফেরত চাইতে গিয়ে খুন হলেন প্রৌঢ়

Pallabi Ghosh | ০১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার ঘর পাওয়ার জন্য একটি বেসরকারি স্কুলের শিক্ষককে টাকা দেওয়ার পরও সেই তালিকাতে নাম না ওঠায় টাকা ফেরত চাইতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কালু শেখ (৫০)। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'ইতিমধ্যেই আমরা একটি খুনের মামলার রুজু করেছি। অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।' স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর কালু শেখ আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য কয়েক বছর আগে স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক মিঠুন শেখকে ২০০০ টাকা দিয়েছিলেন। সম্প্রতি জেলা প্রশাসনের তরফ থেকে নতুন করে আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কালু শেখের নাম নেই। 

গত কয়েকদিন ধরে রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কালু, মিঠুন শেখকে ঘর পাওয়ার জন্য যে টাকা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অভিযোগ, বারবার বলা সত্বেও মিঠুন সেই টাকা ফেরত দেননি। মৃতের পরিবারের এক সদস্য মুজিবর রহমান বলেন, 'মিঠুন স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছেন। যখন যে দল ক্ষমতায় থাকে মিঠুন সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যান।' 
 
তিনি জানান, 'গ্রামের আরও অনেকের মতো কালুও আবাস যোজনায় ঘরের টাকা পাওয়ার জন্য মিঠুনকে  দু'হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু নতুন তালিকায় নাম না ওঠায় কালু সেই টাকা মিঠুনের কাছ থেকে ফেরত চেয়েছিলেন।' মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই টাকা ফেরত দেওয়ার নাম করে কালুকে মুকুন্দপুর মোড়ের কাছে ডেকে নিয়ে যান মিঠুন। এরপর সেখানেই তাঁকে ব্যাপক মারধর করা হয় ।
 
মাথায় এবং নাকে গুরুতর চোট নিয়ে শনিবার রাতে কালুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।  সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গভীর রাতে কালুকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কালু শেখের। 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য যখন ২০১৮ সালে সার্ভে হয় তখন কয়েকজন দালাল সেই তালিকায় নাম তুলে দেওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছিলেন। কালুর কাছ থেকেও টাকা তোলা হয়েছিল বলে আমি জানতে পেরেছি। কিন্তু রাজ্য সরকার এখন স্বচ্ছ ভাবে সার্ভে করার পর যে তালিকা প্রকাশ করেছে তাতে কালুর নাম নেই। সেই কারণেই কালু ওই ব্যক্তির কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন।' 

তিনি বলেন, 'অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই তোলাবাজি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তোলার কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।'


#murshidabad#crimenews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...

সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...

শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...

বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?‌...

বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...

লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...

দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...

উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...

হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...

গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...



সোশ্যাল মিডিয়া



12 24