শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ২২ : ১৩Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: কোনও বিজ্ঞপ্তি নেই! রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলুবোঝাই গাড়ি। তাই আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে আলু সরহাবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন।
তাঁদের অভিযোগ, ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে কোনও প্রকারের বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলুবোঝাই গাড়ি। এই নিয়ে গত বৃহস্পতিবার এবং শনিবার তারকেশ্বরের আলু ব্যবসায়ী সমিতি ভবনে দু'দফায় বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠক শেষে এদিন সন্ধ্যায় সিদ্ধান্ত হয়, আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু সরহাবরাহ বন্ধ রাখা হবে। উল্লেখ্য আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন। হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা।
অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অথচ কোনও নির্দেশিকা ছাড়াই। এছাড়াও বেআইনিভাবে ফাইনও করা হচ্ছে, এমন অভিযোগ আলু ব্যবসায়ীদের।
চলতি সপ্তাহে দু'বার বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন বৈঠক শেষে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। না হলে আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু সরবরাহ বন্ধ থাকবে। ফলে স্বাভাবিক কারণেই বাজারে আলুর যোগান কমবে। ফলে আবারও নতুন করে রাজ্যের বিভিন্ন বাজারে আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রকট হবে।
আলু ব্যবসায়ীরা কর্মবিরতির হুঁশিয়ার দেওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন খুচরো ব্যবসায়ী থেকে সাধারণ মধ্যবিত্তরা। আবার কি তাহলে হেঁশেলে আলুর টান পড়বে? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি উত্তম পাল বলেন, শনিবার হুগলির তারকেশ্বরে মিটিং হয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সোমবার পর্যন্ত অপেক্ষা করা হবে। তারপরেও বর্ডার না খুললে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাঁরা কর্মবিরতিতে যাবেন।
উল্লেখ্য গত আগস্ট মাসে আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার নির্দেশিকা জারি করেন। বাংলা-বিহার ও বাংলা-ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। প্রতিবাদে ধর্মঘটে সামিল হন আলু ব্যবসায়ীরা।তবে শেষমেশ নবান্নে বৈঠকে জট কাটে।
বর্তমানে রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুত রয়েছে ১০ থেকে ১২ শতাংশ। নভেম্বর মাস পর্যন্ত হিমঘরে আলু মজুত রাখা যাবে। তারপর হিমঘর বন্ধ হয়ে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে এবার সময় বাড়ানো হল ডিসেম্বর মাস পর্যন্ত। উত্তম পাল বলেন, প্রতি কুইন্টালে ১৪ টাকা ৬৮ পয়সা বেশি ভাড়া দিতে হবে ব্যবসায়ীদের। এছাড়াও শ্রমিকদের খরচ সহ সব নিয়ে ২০ টাকা করে বেশি গুণতে হবে। বৃষ্টির জন্য এবছর আলু বসানোর সময় কম করে এক মাস পিছিয়ে গেছে। সবমিলিয়ে মজুত আলু দিয়ে এক মাস বেশি টানতে হবে।
#westbengal#pricehike#potatoesprice
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অতর্কিতে হামলা করল হাতির পাল, আলিপুরদুয়ারে মৃত্যু তিন মহিলার...
ট্রেন চালাতে গিয়ে হঠাৎই সামনে এসে পড়ল হাতি, কী করলেন চালক?...
একই পরিবারের তিনজনের চরম পদক্ষেপ, বন্ধ দরজা খুলতেই আঁতক উঠল সকলে, নরেন্দ্রপুরে চাঞ্চল্য...
শৈত্যপ্রবাহের কামড়ে কাঁপবে রাজ্য, হু হু করে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া...
জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ৫৯ দিনে দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত...
বস্তা থেকে উঁকি মারছে পচা গলা দেহ, হাড়হিম ঘটনার সাক্ষী রাতের কলকাতা ...
নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়...
এজলাসে ব্লেড চালিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বন্দি, হুলস্থুল হাওড়া সেশন কোর্টে...
শিলিগুড়িতে শুরু হল হস্তশিল্প মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ...
রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে...
উত্তর সিকিমে তুষারপাত, খুশির আবহাওয়া পর্যটক মহলে...
বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক...
কুয়াশা মাখা দিনে হাতে এক প্লেট বোরোলি মাছ ভাজা, এই শীতে গজলডোবার মজাই আলাদা...
চুরি করতে গিয়ে ক্লান্ত চোর, শেষমেশ অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, ডাল নিয়ে চম্পট দিল ...
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহতদের আর্তনাদে ভারী বাতাস...