রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | শিশুদের সুস্বাস্থ্য গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ, ত্রিপুরায় শতাধিক বিদ্যাজ্যোতি স্কুলে নয়া প্রকল্পের উদ্বোধন মানিক সাহার

Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ১৬ : ৫২Pallabi Ghosh


নিতাই দে, আগরতলা: আজকের শিশুরাই আগামীদিনের দিশারী। তাই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র সুস্বাস্থ্যের অধিকারী হলেই পড়াশোনার দিকেও বিশেষ নজর থাকবে ছেলেমেয়েদের। সেই লক্ষ্যে পাইলট প্রজেক্ট হিসেবে, নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ফ্ল্যাগশিপ প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান ভারত স্কুল হেল্থ মিশন প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আয়ুষ্মান ভারত স্কুল হেল্থ মিশনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে বিভিন্ন কার্যক্রম করা হয়। এর মধ্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (আরবিএসকে) অন্যতম। মেনুষ্ট্রেয়েল হাইজিন প্রোগ্রাম, সাপ্তাহিক আয়রন এন্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, জাতীয় কৃমিনাশক দিবস, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি ইত্যাদি কার্যক্রম করা হয়। শিশুরা হচ্ছে সমাজের অন্যতম মূল্যবান সম্পদ। তাদেরকে কীভাবে ভাল রাখা যায়, তাদের স্বাস্থ্য ও সুস্থতা যাতে বজায় থাকে, সেটাই অন্যতম লক্ষ্য। এই কারণে আয়ুষ্মান ভারত স্কুল হেল্থ মিশনের সূচনা হয়েছে। 

ত্রিপুরায় পাইলট প্রজেক্ট হিসেবে, নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ফ্ল্যাগশিপ প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প কার্যকর করা হবে। এতে সরাসরি প্রায় ৯০ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে। পরবর্তী সময়ে রাজ্যের সবকটি স্কুল (সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত) এই প্রকল্প কার্যকর করা হবে। মূলত, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার পাঠ্যক্রম সহ ৬টি স্তম্ভের উপর ভিত্তি করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ছাত্রছাত্রীরা দৈনিক অন্তত ৬/৭ ঘণ্টা স্কুলেই থাকে। কাজেই এই প্রকল্প কার্যকর হলে তাদের জন্য বেশ সহায়ক হবে। এতে অবশ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরেরও যথাযথ ভূমিকা রাখতে হবে। আর ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে খেলাধুলা থেকে শুরু করে যোগ ব্যায়াম অভ্যাস করতে হবে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আগে থেকে ছাত্রছাত্রীদের রোগ সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে তাদের সুস্বাস্থ্যের জন্য অনেক সহায়ক ভূমিকা নেবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে শিশুদের মানসিক সমস্যা হয়। সেজন্য তাদের বিষেশজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়। কোভিডের সময়ে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা নিয়ে আমরা অনেক কিছু শিখেছি।' 

মুখ্যমন্ত্রী বলেন, শরীর সুস্থ না থাকলে শিশুদের কোথাও মনসংযোগ থাকবে না। আর সুস্বাস্থ্যের অধিকারী হলে পড়াশোনার দিকেও নজর থাকবে তাদের। এনসিসি ও এনএসএস-এর সঙ্গেও শিশুদের যুক্ত করার কথা বলা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল, নীতি আয়োগের স্টেট নোডাল উপদেষ্টা রাজীব কুমার সেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।


#maniksaha#tripura#tripuranews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বৃদ্ধার শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, শোক ভুলে উদযাপনেই মাতল গোটা পরিবার! ...

শৌচাগার আচমকা বেজে উঠল ফোন, ঘুরে তাকাতেই মহিলা দেখলেন ভিডিও চলছে! তারপর......

প্রেমিকের প্রতিই বেশি টান! কাঁদতে কাঁদতে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, 'ভালবাসা'র নজিরে হতবাক সকলে ...

প্রেমিকাকে হোটেলের চার তলা ছুঁড়ে ফেললেন প্রেমিক, ধৃত যুবক, আশঙ্কজনক যুবক...

টাকা ফেরত চেয়ে পরিবারকে হুমকি, বন্ধুর হাতে নৃশংশভাবে খুন হতে হল যুবককে, গ্রেপ্তার তিন...

ভোপালে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার ৫২ কেজি সোনা, জঙ্গলে মিলল টাকার পাহাড়ও...

ব্যাগভর্তি কয়েনে স্ত্রীকে ২ লক্ষ টাকা খোরপোশ দিলেন ট্যাক্সি চালক! কী বললেন বিচারক?...

দেশে নারী ক্ষমতায়নে বিপ্লব, কত কোটি অ্যাকাউন্ট খুলল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক...

বিচ্ছেদে এক কোটি খোরপোশ দাবী স্ত্রীর, অতুলের মতো যন্ত্রণায় কাতর  অলোক!...

লক্ষ লক্ষ টাকা খরচ করেও আয় শূন্য! রাগের বশে সব ভিডিও মুছে ফেললেন ইউটিউবার...

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের, গ্রেপ্তাতার হবেন? ...

পাইলটের ভুলেই সিডিএস বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা, জানাল সংসদের স্থায়ী কমিটি ...

মাত্র ১৭০০ টাকায় ঘুরুন বৈষ্ণোদেবী, সঙ্গে ফাইভ-স্টারে থাকা-খাওয়া! উৎসবে দারুন অফার IRCTC-র ...

জঙ্গিদের নিশানায় আরএসএস-হিন্দুত্ববাদী সংগঠন! ধৃত বাংলাদেশিদের জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য...

বিড়ি খাওয়া নিয়ে বাসচালকের সঙ্গে কথা কাটাকাটি যাত্রীর, তারপর কী হল? ভাইরাল ভিডিও...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24