সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

rain in bengal

কলকাতা | শনিবার ভোররাত থেকেই শুরু বৃষ্টি, রাজ্যের চার জেলা ভাসতে চলেছে আগামী তিন দিন

Rajat Bose | ৩০ নভেম্বর ২০২৪ ০৮ : ৪৪Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার দুপুরেই তামিলনাড়ু ও পুদুচেরির সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘুর্ণিঝড় ফেনগাল। তারই প্রভাবে শনিবার ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হল হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকালেও বৃষ্টি হয়ে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবারও রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা।


এদিকে আচমকা বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকরা। পরপর বৃষ্টির জেরে গত এক বছরে চাষের ক্ষতি হয়েছে অনেক। মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হয়েছে মধ্যবিত্তকে। শীতের শুরুতেই এভাবে বৃষ্টি হওয়ায়, আবারও বাড়ছে আশঙ্কা।


দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভোররাত থেকে চলছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি।


এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, ফেনগাল তামিলনাড়ুর উপকূলে কারিকল ও মহাবলীপুরমের মাঝের কোনও জায়গায় ও পুদুচেরির খুব কাছে ল্যান্ডফল করবে। শনিবার সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই কর্নাটক ও তামিলনাড়ুতে বিপুল বৃষ্টি শুরু হয়েছে।


এদিকে, শুক্রবার রাতেই দুই ২৪ পরগনা ও পুর্ব মেদিনীপুরের কোনও কোনও এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আর শনিবার সকালেও তা অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।


এদিকে, এক ধাক্কায় বেড়েছে কলকাতা–সহ গোটা বাংলার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ বাধাপ্রাপ্ত হয়েছে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪.৫ ডিগ্রি বেশি। আগামী দু’দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।


Aajkaalonlineweatherupdateraininbengal

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

সোশ্যাল মিডিয়া