শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | সংস্কার হওয়া রাস্তার পাথর উঠে মরণফাঁদ, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সভাধিপতির

Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৩২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন মাস আগে রাস্তা সংস্কার হয়েছে। সরকারি তহবিল থেকে বরাদ্দও নেহাত কম হয়নি। খাতাকলমে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ৫১ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা সংস্কার হয়েছে। তিন মাস ঘুরতেই পিচ উঠে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত।

 

 

সরকারি প্রকল্পের কাজ নিয়ে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানির বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি হালকা ভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ব্ল্যাক লিস্টেড করা হতে পারে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে।

 

হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের আমদানি হাটখোলা মোড় থেকে পালপাড়া স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্যস্ত রাস্তা রয়েছে। ওই রাস্তাটি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে। মাত্র তিন মাস আগে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তাটিতে সংস্কারের কাজ হয়। তাতে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল।

 

 

কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে বরাদ্দ টাকা পেয়েও গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তিন মাসের মধ্যে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সেই ইট-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। ছোট ও মাঝারি যানবহনও চলাচল করে। যাতায়াত করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও।

 

 

 

সংস্কার হওয়ার তিন মাসের মধ্যেই সেই রাস্তার পিচ উঠে গিয়েছে। তৈরি হয়েছে মরণফাঁদ। বেহাল রাস্তায় রাতের দিকে ছোট বড় দুর্ঘটনাও ঘটে চলেছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ঠিকাদারি সংস্থা ঠিকমতো কাজ না-করে টাকা নিয়ে চলে গিয়েছে। তাই,‌ তিন মাসের মধ্যে সংস্কার হওয়ার রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে।

 

 

স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল, সমরেশ সরকার, বাবু গাজি ও দুলাল মণ্ডল বলেন, 'রাস্তা সংস্কারের জন্য সরকার বহু টাকা বরাদ্দ করেছে। ঠিকাদারি সংস্থা সেই কাজ ঠিকভাবে করেনি। কিন্তু বরাদ্দ টাকা তারা তুলে নিয়েছে। আমরা চাই, ঘটনা তদন্ত হোক। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। রাস্তা আবার নতুন করে সংস্কার করা হোক। না-হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে।'

 

 

রাস্তা খারাপের কাজ যে ঠিকমতো হয়নি তা মেনে নিয়েছেন আমলানি পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডলও। তিনি বলেন, 'রাস্তার সংস্কারের কাজ হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখে এসেছিলাম। আমি ইঞ্জিনিয়ার নই। খোলা চোখে ভালো-মন্দ কিছু বুঝতে পারিনি। তিন মাসের মধ্যে দেখছি, রাস্তার পিচ উঠে থানাখন্দ তৈরি হয়ে গিয়েছে। জেলা পরিষদের পদাধিকারীদের কাছে আমি বিষয়টি জানিয়েছি।' 

 

 

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি হালকাভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, 'বিডিওকে ওই রাস্তা পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেছি। অভিযোগ সত্যি হলে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ওই ঠিকাদারি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে।'




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ঘরে স্যান্ডউইচ, কেক, পিৎজা বানাবেন? বেকারি সামগ্রী কিনতেই এবার হিমশিম খেতে হবে, জেনে নিন নতুন দামের তালিকা...

একসঙ্গে সমস্ত থানার ওসি বদল! ব্যাপারটা কী? সত্যি সামনে আসতেই পুলিশ মহলে চাঞ্চল্য...

বাড়ির খাটে বসে টিভি দেখছিল বছর ছয়েকের শিশু, হঠাৎই মৃত্যু, চাঞ্চল্য চন্দননগরে...

অশান্ত বাংলাদেশ, এর মধ্যেই চুক্তি মেনে ভারত থেকে পাঠানো হল মালগাড়ি...

১৫ মাস বয়সে পোলিও আক্রান্ত হন, প্রতিবন্ধকতাকে জয় করে এখন কলেজে পড়ান হাওড়ার বুবাই...

হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...

ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...

মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...

কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...

ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...

বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...

আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...

'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...

আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...

ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...



সোশ্যাল মিডিয়া



11 24