মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আগামী ৬ ডিসেম্বর থেকে টানা চার মাস বারাসতের ফ্লাইওভার বন্ধ থাকবে। ফ্লাইওভার সংস্কারের জন্য জেলা প্রশাসন, পূর্ত দপ্তর ও বারাসত পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি বন্ধ থাকবে না। শনি ও রবিবার, সপ্তাহের শেষে দু'দিন করে ফ্লাইওভার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে ফ্লাইওভারের ওপর দিয়ে যাতায়াতকারী সাধারণ যানবাহন চলাচল করতে পারবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের ফ্লাইওভার ব্যবহৃত হয়ে আসছে। চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে। সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা, বারাসত ও মধ্যমগ্রাম দুই পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে সংস্কারের কাজে ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শনিবার সংস্কারের কাজ বন্ধ রাখা হবে। পূর্ত দপ্তরের বারাসত ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতাপ পূরকায়েত বলেন, 'বারাসতের ফ্লাইওভার সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু হবে। তার জন্য সেতুর ওপর দিয়ে সপ্তাহান্তে যান চলাচল বন্ধ রাখা হবে।'
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাসত রেল স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের ওপর দিয়ে ফ্লাইওভারটি গিয়েছে। ৩২টি স্তম্ভের ওপরে তা নির্মিত হয়েছে। প্রত্যেকটি স্তম্ভের সঙ্গে বিয়ারিং রয়েছে। মূলত সেই বিয়ারিংগুলোই সংস্কার করা হবে। সংস্কারের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ফ্লাইওভারের নীচে দোকান করা হকারদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভারের ওপর দিয়ে ব্যারাকপুর, জাগুলিয়া ও নৈহাটি রুটের বাস চলাচল করে। সংস্কারের সময় ওই তিন রুটের বাস বারাসতের হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। পণ্যবাহী ট্রাকগুলিকে টাকি রোডের কাচকল মোড় থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। ফ্লাইওভার ব্যবহারকারী যশোর রোডের যানবাহনগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে অন্য রাস্তায় পাঠানো হবে। দমদম বিমানবন্দরের পণ্যবাহী ট্রাকগুলিকে সোদপুর রোড ধরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এদিনের বৈঠকে নেওয়া হয়েছে।
বারাসতের ডিএসপি অলোকরঞ্জন মুনশি বলেছেন, 'ফ্লাইওভার সংস্কারে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ, সবাইকে সচেতন করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে লিফলেট প্রচার করা হবে। পাশাপাশি মাইক প্রচারও করা হবে।' বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, 'ফ্লাইওভারের ওপর দিয়ে বহু যানবাহন যাতায়াত করে। স্বাভাবিকভাবে তার সংস্কার প্রয়োজন। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে সংস্কারের কাজ হবে। আনুমানিক চার মাস ধরে কাজ চলবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে সেই সময়সীমা একটু বাড়তেও পারে। ভালো কাজের জন্য সকলের সহযোগিতা চাইছি।'
নানান খবর

নানান খবর

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির দাপট চলবে উত্তর থেকে দক্ষিণে, আপনার জেলায় কবে দুর্যোগ জানুন ক্লিক করে

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে ৭ মে, কখন কোথায় দেখা যাবে রেজাল্ট, জানাল সংসদ

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে পুলিশের জালে বিল্লি আর মনি

'অশান্ত' সামশেরগঞ্জ থেকে উদ্ধার সাম্প্রতিক সময়ের সবথেকে বড় জাল নোটের 'কনসাইনমেন্ট', গ্রেপ্তার দুই

বীরভূমের নলহাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘিতে ডুবে মৃত্যু তিন শিশুর

আলিপুরদুয়ারে চা বাগানের জলাশয়ে পড়ে গেল লেপার্ড, উদ্ধার করতে কালঘাম ছুটল বনকর্মীদের

অষ্টম 'মেদিনীপুর শ্রী' হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দন জানা

থানার মধ্যেই তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, রামপুরহাটে আটক অভিযুক্ত ও তার পরিবার

'জলদি ঘর-আ-যায়েগা পূর্ণম', রিষড়া এসে জানালেন বিএসএফ আধিকারিকরা

যৌন কেলেঙ্কারিতে বহিষ্কৃত সিপিএম নেতা বংশগোপাল, লবিবাজির শিকার বলে দাবি তাঁর