শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | নর্থ ইস্টের বিরুদ্ধে আগ্রাসী ফুটবলের অঙ্গীকার, ঘরের মাঠে চার ম্যাচ হাতিয়ার ব্রুজোর

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ১৬ : ৪৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ২০ দিন পর আবার আইএসএলের মঞ্চে ফিরছে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রায় তিন সপ্তাহ আগে মহমেডানের বিরুদ্ধে যুবভারতীতে তুল্যমূল্য লড়াই করে অস্কার ব্রুজোর দল। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ন'জনের ইস্টবেঙ্গল। ৩০ হাজার সমর্থকের সামনে চলতি আইএসএলে সেটাই ছিল লাল হলুদের প্রথম পয়েন্ট। তবে বাস্তবের মাটিতে পা স্প্যানিশ কোচের। স্পষ্ট জানিয়ে দিলেন, আগের দিনের এক পয়েন্টে ফ্যানরা খুশি হলেও, তিনি নন। বরং, নিজেদের ভুলে দুটো লাল কার্ড দেখার আক্ষেপ করলেন। পাশাপাশি জানিয়ে রাখলেন, ইস্টবেঙ্গল এখন যেই জায়গায় আছে, সুপার সিক্সে যেতে হলে এক পয়েন্টে চলবে না, তিন পয়েন্ট লাগবে। চলতি বছর ঘরের মাঠে বাকি আরও চারটি ম্যাচ। সেগুলোকেই হাতিয়ার করছেন লাল হলুদ কোচ। অস্কার বলেন, '৩০ হাজার দর্শকের সামনে সাহসী ফুটবল খেলে এক পয়েন্ট সংগ্রহ ফ্যানদের খুশি করতে পারে। কিন্তু কোচ হিসেবে আমি সন্তুষ্ট নই। কিন্তু সুপার সিক্সে যেতে হলে আমাদের পয়েন্ট সংগ্রহ করতে হবে। এক পয়েন্টে হবে না। বছর শেষের আগে আমাদের ঘরের মাঠে চারটে ম্যাচ আছে। সেগুলো কাজে লাগাতে হবে।'

চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল নর্থ ইস্টের। ২১টি গোল করেছে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে রয়েছে। ওপেন ফুটবল খেলে জুয়ান পেদ্রো বেনালির দল। দলে আলাদিন আজারাইয়ের মতো স্ট্রাইকার আছে। অন্যদিকে কার্ডের জন্য ইস্টবেঙ্গল পাবে না দলের দুই প্রধান প্লে মেকার নাওরেম মহেশ এবং নন্দকুমারকে। তবে স্ট্রাটেজিতে কোনও পরিবর্তন করতে চান না অস্কার। বিষ্ণু এবং সায়নকেই পরিবর্ত হিসেবে ভেবেছেন। আগ্রাসী ফুটবল দিয়েই নর্থ ইস্টকে টক্কর দিতে চান। অস্কার বলেন, 'নর্থ ইস্টের আক্রমণভাগ শক্তিশালী। ওরা অ্যাটাকিং ফুটবল খেলে। গোল সংখ্যা বাড়াতে চায়। আমার মনে হয় আমাদের বিরুদ্ধেও একই লক্ষ্যে খেলবে ওরা। ওপেন ফুটবল হবে। আশা করছি অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে। আমার মনে হয় না আমাদের রক্ষণে কোনও সমস্যা আছে। আইএসএলে ৬-৭টা দল আছে যারা আমাদের থেকে বেশি গোল হজম করেছে। আমাদেরও আগ্রাসী ফুটবল খেলতে হবে। কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। আশা করব খেলা শেষে মহেশ এবং নন্দকে মিস করার অবকাশ থাকবে না।'

দুর্দান্ত ফর্মে আছে আলাদিন। মরশুমের শুরুতে টানা সাত ম্যাচে গোল করেন। তবে মরক্কোন‌ স্ট্রাইকারকে নিয়ে আলাদাভাবে ভাবছেন না ব্রুজো। দল হিসেবে নর্থ ইস্টকে রোখাই লক্ষ্য। তবে আলাদিনের সাপ্লাই লাইন কেটে দিতে চান। এই প্রসঙ্গে অস্কার বলেন, 'সামগ্রিকভাবে নর্থ ইস্টকে রুখতে চাই। আমি নির্দিষ্ট একজনকে নিয়ে ভাবতে চাই না। তবে আলাদিনকে খেলা তৈরি করার জায়গা দেওয়া যাবে না। ওর সাপ্লাই লাইন কেটে দিতে হবে। সাপোর্ট না পেলে গোল করতে পারবে না। সবটাই টিম গেম।' একেবারেই ছন্দে নেই ক্লেইটন সিলভা। তাই বাড়তি দায়িত্ব নিতে হবে ডিয়ামানটাকোস, মাদি তালাল, সল ক্রেসপোদের। তবে ব্রাজিলীয় স্ট্রাইকারকে নিয়ে এখনও আশাবাদী অস্কার। মরশুমের শুরুতে দলের দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির সময় পাননি। পরপর ম্যাচ খেলতে হয়েছে। মাঝে ছিল এএফসির ম্যাচ। এবার প্রায় ২০ দিনের বিরতিতে দলটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচের প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল। মহেশ, নন্দকুমার ছাড়া নেই নিশু কুমারও। পেশিতে চোট রয়েছে তাঁর। তবে চোট সারিয়ে নর্থ ইস্ট ম্যাচে ফিরবেন হেক্টর ইউস্তে। ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে নামবে ইস্টবেঙ্গল। 




বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে শেষ শ্রদ্ধা, কালো আর্ম ব্যান্ডে মেলবোর্নে রোহিতরা...

ফের ব্যর্থ টপ অর্ডার, রোহিত ও রাহুলকে হারিয়ে মেলবোর্নে কাঁপছে ভারত...

রোহিতের নেতৃত্ব ফের প্রশ্নের মুখে, প্রাক্তনরা দাগলেন তোপ...

টানা দুই টেস্টে শতরান, মেলবোর্নে একাধিক নজির গড়ে ফেললেন স্মিথ...

মেলবোর্নে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত...

আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...

তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...



সোশ্যাল মিডিয়া



11 24