বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | নর্থ ইস্টের বিরুদ্ধে আগ্রাসী ফুটবলের অঙ্গীকার, ঘরের মাঠে চার ম্যাচ হাতিয়ার ব্রুজোর

Sampurna Chakraborty | ২৮ নভেম্বর ২০২৪ ১৬ : ৩৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ২০ দিন পর আবার আইএসএলের মঞ্চে ফিরছে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। প্রায় তিন সপ্তাহ আগে মহমেডানের বিরুদ্ধে যুবভারতীতে তুল্যমূল্য লড়াই করে অস্কার ব্রুজোর দল। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ন'জনের ইস্টবেঙ্গল। ৩০ হাজার সমর্থকের সামনে চলতি আইএসএলে সেটাই ছিল লাল হলুদের প্রথম পয়েন্ট। তবে বাস্তবের মাটিতে পা স্প্যানিশ কোচের। স্পষ্ট জানিয়ে দিলেন, আগের দিনের এক পয়েন্টে ফ্যানরা খুশি হলেও, তিনি নন। বরং, নিজেদের ভুলে দুটো লাল কার্ড দেখার আক্ষেপ করলেন। পাশাপাশি জানিয়ে রাখলেন, ইস্টবেঙ্গল এখন যেই জায়গায় আছে, সুপার সিক্সে যেতে হলে এক পয়েন্টে চলবে না, তিন পয়েন্ট লাগবে। চলতি বছর ঘরের মাঠে বাকি আরও চারটি ম্যাচ। সেগুলোকেই হাতিয়ার করছেন লাল হলুদ কোচ। অস্কার বলেন, '৩০ হাজার দর্শকের সামনে সাহসী ফুটবল খেলে এক পয়েন্ট সংগ্রহ ফ্যানদের খুশি করতে পারে। কিন্তু কোচ হিসেবে আমি সন্তুষ্ট নই। কিন্তু সুপার সিক্সে যেতে হলে আমাদের পয়েন্ট সংগ্রহ করতে হবে। এক পয়েন্টে হবে না। বছর শেষের আগে আমাদের ঘরের মাঠে চারটে ম্যাচ আছে। সেগুলো কাজে লাগাতে হবে।'

চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল নর্থ ইস্টের। ২১টি গোল করেছে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে রয়েছে। ওপেন ফুটবল খেলে জুয়ান পেদ্রো বেনালির দল। দলে আলাদিন আজারাইয়ের মতো স্ট্রাইকার আছে। অন্যদিকে কার্ডের জন্য ইস্টবেঙ্গল পাবে না দলের দুই প্রধান প্লে মেকার নাওরেম মহেশ এবং নন্দকুমারকে। তবে স্ট্রাটেজিতে কোনও পরিবর্তন করতে চান না অস্কার। বিষ্ণু এবং সায়নকেই পরিবর্ত হিসেবে ভেবেছেন। আগ্রাসী ফুটবল দিয়েই নর্থ ইস্টকে টক্কর দিতে চান। অস্কার বলেন, 'নর্থ ইস্টের আক্রমণভাগ শক্তিশালী। ওরা অ্যাটাকিং ফুটবল খেলে। গোল সংখ্যা বাড়াতে চায়। আমার মনে হয় আমাদের বিরুদ্ধেও একই লক্ষ্যে খেলবে ওরা। ওপেন ফুটবল হবে। আশা করছি অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে। আমার মনে হয় না আমাদের রক্ষণে কোনও সমস্যা আছে। আইএসএলে ৬-৭টা দল আছে যারা আমাদের থেকে বেশি গোল হজম করেছে। আমাদেরও আগ্রাসী ফুটবল খেলতে হবে। কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়ার চেষ্টা করতে হবে। আশা করব খেলা শেষে মহেশ এবং নন্দকে মিস করার অবকাশ থাকবে না।'

দুর্দান্ত ফর্মে আছে আলাদিন। মরশুমের শুরুতে টানা সাত ম্যাচে গোল করেন। তবে মরক্কোন‌ স্ট্রাইকারকে নিয়ে আলাদাভাবে ভাবছেন না ব্রুজো। দল হিসেবে নর্থ ইস্টকে রোখাই লক্ষ্য। তবে আলাদিনের সাপ্লাই লাইন কেটে দিতে চান। এই প্রসঙ্গে অস্কার বলেন, 'সামগ্রিকভাবে নর্থ ইস্টকে রুখতে চাই। আমি নির্দিষ্ট একজনকে নিয়ে ভাবতে চাই না। তবে আলাদিনকে খেলা তৈরি করার জায়গা দেওয়া যাবে না। ওর সাপ্লাই লাইন কেটে দিতে হবে। সাপোর্ট না পেলে গোল করতে পারবে না। সবটাই টিম গেম।' একেবারেই ছন্দে নেই ক্লেইটন সিলভা। তাই বাড়তি দায়িত্ব নিতে হবে ডিয়ামানটাকোস, মাদি তালাল, সল ক্রেসপোদের। তবে ব্রাজিলীয় স্ট্রাইকারকে নিয়ে এখনও আশাবাদী অস্কার। মরশুমের শুরুতে দলের দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির সময় পাননি। পরপর ম্যাচ খেলতে হয়েছে। মাঝে ছিল এএফসির ম্যাচ। এবার প্রায় ২০ দিনের বিরতিতে দলটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচের প্রস্তুতি সারে ইস্টবেঙ্গল। মহেশ, নন্দকুমার ছাড়া নেই নিশু কুমারও। পেশিতে চোট রয়েছে তাঁর। তবে চোট সারিয়ে নর্থ ইস্ট ম্যাচে ফিরবেন হেক্টর ইউস্তে। ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে নামবে ইস্টবেঙ্গল। 


#East Bengal #Oscar Bruzon#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শিশিরের জন্য বিশেষ প্রস্তুতি সূর্যদের, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?...

আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...

আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...

'প্লেয়ারদের মন পড়তে পারে', ইংল্যান্ড সিরিজের আগে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ সূর্য ...

বৃদ্ধ সিংহের কাছে থামলেন আলকারাজ, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জোকার ...

দশবার চোট পেলেও ফেরার জন্য তৈরি, ইডেনে প্রত্যাবর্তনের আগে আবেগতাড়িত সামি...

দু'জন কোচের পক্ষে নয়, গম্ভীরকেই সময় দেওয়ার আর্জি প্রাক্তন নির্বাচক প্রধানের...

কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি ঘোষণা, কবে মুখোমুখি ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার? ...

বেতন সমস্যায় প্র্যাকটিসে গরহাজির ফুটবলাররা, সমস্যা বাড়ছে মহমেডানে...

১২ বছর পর রনজিতে দেখা যাবে বিরাটকে?‌ রেলওয়েজের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কোহলির ...

সাতপাকে বাঁধা পড়লেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া, পাত্রী কে?...

সুযোগ নষ্টের বন্যা, রিচার্ড সেলিসের অভিষেক ম্যাচে গোয়ার কাছে হার ইস্টবেঙ্গলের...

বিপদ যেন পিছু ছাড়তেই না, এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হল শাকিব আল হাসানের বিরুদ্ধে...

বুমরা, কোহলির সই করা ব্যাট ছিল তাঁর কাছে, সেই ব্যাটই এবার অন্য কাজে লাগালেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার...

খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন, নেপালকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত...



সোশ্যাল মিডিয়া



11 24