শনিবার ০৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখে, পিঠে বিড়ির ছ্যাঁকা, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার নাবালকের নিথর দেহ

Pallabi Ghosh | ২৭ নভেম্বর ২০২৪ ১৩ : ৪০Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১২ ঘণ্টার বেশি নিখোঁজ থাকার পর ১১ বছরের এক নাবালকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।  

মৃতের পরিবারের অভিযোগ, সুরজিৎকে খুন করা হয়েছে। খুনের আগে কোনও অজ্ঞাত কারণে তার উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলেও মৃতের পরিবারের দাবি। মৃত ওই নাবালকের মুখে এবং পিঠে একাধিক জায়গায় বিড়ি বা সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষত চিহ্ন রয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। 

লালগোলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত নাবালকের মা বলেন, 'গতকালকে বিকেলে আমার দুই ছেলে বাড়ির কাছে একসঙ্গে খেলা করছিল।  বিকেল পাঁচটা নাগাদ আমার বড় ছেলের প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু ছেলে বাড়িতে না ফেরায় আমি তাকে খুঁজতে শুরু করি।' 
 
তিনি বলেন, 'পাড়া-প্রতিবেশীদের কাছে ছেলের খোঁজ করলেও কেউ আমার ছেলের সন্ধান দিতে পারেনি। এরপর পরিবারের লোকেরা বাড়ির কাছেই একটি পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। কিন্তু সেখানেও আমার ছেলের দেহ পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের পাশে পুকুরের ধার থেকে আমার ছেলের দেহ উদ্ধার হয়েছে।' 
 
তাঁর অভিযোগ, 'আমার ছেলেকে কেউ বা কারা খুন করে দেহটি ওই জঙ্গলের মধ্যে ফেলে গিয়েছে। গতকালও ওই এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু তখন সেখানে দেহটি ছিল না। আমার অনুমান আজ ভোরের দিকে দেহটি ওখানে রাখা হয়েছে। রাতে দেহটি ওখানে থাকলে শিয়াল কুকুরে দেহটি খেয়ে নিতে পারত। ছেলের দেহে বিড়ি এবং সিগারেটের ক্ষতচিহ্ন ছাড়া অন্য কোনও চিহ্ন নেই। আমার ছেলে জলে ডুবে  মারা যায়নি। জলে ডুবে মারা গেলে তার জামা কাপড় ভেজা থাকত।' 
 
মৃত নাবালকের বাবা বলেন, 'গতকাল খুব ঠান্ডার মধ্যে পুকুরে নেমে বেশ কয়েক ঘণ্টা আমি ছেলের খোঁজে তল্লাশি করেছি। কিন্তু পুকুরে দেহ ছিল না। আজ সকালে ওই পুকুরের ঠিক পাশেই জঙ্গলে আমার ছেলের দেহ কীভাবে এল তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার অনুমান আমার ছেলের উপর অত্যাচার চালিয়ে কেউ বা কারা তাকে খুন করেছে।'


#Murshidabad#crimenews#westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

জাল পাসপোর্ট কাণ্ডে অশোকনগর থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ...

আবার বিপর্যয় উত্তর সিকিমে! ভেঙে পড়ল বেইলি ব্রিজ, কাটাও ও লাচুংয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ...

ওঠেনি নিষেধাজ্ঞা, দোলাচলে বক্সা-জয়ন্তী, মুখ ফিরিয়ে পর্যটকরা চিলাপাতায়...

ভাড়া বাড়ির দরজা ভেঙে উদ্ধার নার্সের দেহ, কী রহস্য রয়েছে খুঁজছে পুলিশ...

শীত এলেই জমে যায় ভিড়, পিঠে পুলির চালের জন্য আজও ভরসা বিশ্বাস বাড়ির ঢেঁকি ...

সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ...

দেশি বোমা তৈরি করতে গিয়ে বিপত্তি, মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম বেশ কয়েকজন...

জমি নিয়ে বিবাদ, জয়নগরে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর...

সাধারণ মানুষ এখন আমায় অত্যাচার করে, কারও মনুষ্যত্ব নেই, আক্ষেপ রানু মণ্ডলের...

মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা পর্যালোচনার আর্জি কৃষ্ণেন্দুর, রক্ষীদের কাছ ছাড়া না হওয়ার নির্দেশ মন্ত্রী সাবিনার...

কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান...

ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...

ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা...

গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...

সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24