বুধবার ২৭ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখে, পিঠে বিড়ির ছ্যাঁকা, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার নাবালকের নিথর দেহ

Pallabi Ghosh | ২৭ নভেম্বর ২০২৪ ১৩ : ৪০Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১২ ঘণ্টার বেশি নিখোঁজ থাকার পর ১১ বছরের এক নাবালকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।  

মৃতের পরিবারের অভিযোগ, সুরজিৎকে খুন করা হয়েছে। খুনের আগে কোনও অজ্ঞাত কারণে তার উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলেও মৃতের পরিবারের দাবি। মৃত ওই নাবালকের মুখে এবং পিঠে একাধিক জায়গায় বিড়ি বা সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষত চিহ্ন রয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। 

লালগোলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত নাবালকের মা বলেন, 'গতকালকে বিকেলে আমার দুই ছেলে বাড়ির কাছে একসঙ্গে খেলা করছিল।  বিকেল পাঁচটা নাগাদ আমার বড় ছেলের প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু ছেলে বাড়িতে না ফেরায় আমি তাকে খুঁজতে শুরু করি।' 
 
তিনি বলেন, 'পাড়া-প্রতিবেশীদের কাছে ছেলের খোঁজ করলেও কেউ আমার ছেলের সন্ধান দিতে পারেনি। এরপর পরিবারের লোকেরা বাড়ির কাছেই একটি পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। কিন্তু সেখানেও আমার ছেলের দেহ পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের পাশে পুকুরের ধার থেকে আমার ছেলের দেহ উদ্ধার হয়েছে।' 
 
তাঁর অভিযোগ, 'আমার ছেলেকে কেউ বা কারা খুন করে দেহটি ওই জঙ্গলের মধ্যে ফেলে গিয়েছে। গতকালও ওই এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু তখন সেখানে দেহটি ছিল না। আমার অনুমান আজ ভোরের দিকে দেহটি ওখানে রাখা হয়েছে। রাতে দেহটি ওখানে থাকলে শিয়াল কুকুরে দেহটি খেয়ে নিতে পারত। ছেলের দেহে বিড়ি এবং সিগারেটের ক্ষতচিহ্ন ছাড়া অন্য কোনও চিহ্ন নেই। আমার ছেলে জলে ডুবে  মারা যায়নি। জলে ডুবে মারা গেলে তার জামা কাপড় ভেজা থাকত।' 
 
মৃত নাবালকের বাবা বলেন, 'গতকাল খুব ঠান্ডার মধ্যে পুকুরে নেমে বেশ কয়েক ঘণ্টা আমি ছেলের খোঁজে তল্লাশি করেছি। কিন্তু পুকুরে দেহ ছিল না। আজ সকালে ওই পুকুরের ঠিক পাশেই জঙ্গলে আমার ছেলের দেহ কীভাবে এল তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার অনুমান আমার ছেলের উপর অত্যাচার চালিয়ে কেউ বা কারা তাকে খুন করেছে।'


#Murshidabad#crimenews#westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আবারও খসে পড়ল চাঙর, প্রশ্নের মুখে চন্দননগরের প্রাচীন সৌধের ভবিষ্যৎ...

দল বিরোধী মন্তব্য, নতুন শৃঙ্খলারক্ষা কমিটির প্রথম শোকজ নোটিশ হুমায়ুন কবিরকে!...

গভীর নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, মাসের শেষে বাড়বে আরও ঠান্ডা? রইল আবহাওয়ার বড় আপডেট ...

স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা,আটক স্বামী! 

কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক ...

কল্যাণী মেডিক্যালের ৪১ জন পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের, ঢুকতে পারবেন কলেজেও...

সূর্য ডুবলেই গা ঝাড়া অপরাধীদের, মঙ্গলের সন্ধ্যায় মুর্শিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট ...

'তোর বউ তো খুব সুন্দর', স্ত্রীর উদ্দেশে কুমন্তব্য শুনেই দত্তপুকুরে বন্ধুকে বঁটি দিয়ে কোপ ...

বিষ্ণু মাল হত্যাকাণ্ডের রায় ঘোষণা, কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাত সঙ্গীকে দোষী সাব্যস্ত করল আদালত ...

যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, ঘর থেকে উদ্ধার হল দেহ...

গুপ্তিপাড়ায় শিশুকে খুন করেছে দাদু! হাড়হিম করা তথ্য সামনে এল তদন্তে...

মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা, জানাবেন উপনির্বাচনে জয়ের শুভেচ্ছাও...

আর চাইবি? বকেয়া টাকা চাওয়ায় মুর্শিদাবাদে শ্রমিককে ছুরির কোপ, আটক দুই...

'কাউকে কিছু বোলো না মা, ভালো থেকো', অভিনব কায়দায় ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ...

দাউদাউ করে জ্বলছে আগুন, সিঙ্গুরের কারখানায় পুড়ে ছাই সব...

ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে আনা উচিত : কল্যাণ...

রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক ...

টিউশন পরতে বেরিয়ে দুই বান্ধবীতে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি শুনে চমকে উঠবেন...



সোশ্যাল মিডিয়া



11 24