রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ নভেম্বর ২০২৪ ১৩ : ৪০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১২ ঘণ্টার বেশি নিখোঁজ থাকার পর ১১ বছরের এক নাবালকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।
মৃতের পরিবারের অভিযোগ, সুরজিৎকে খুন করা হয়েছে। খুনের আগে কোনও অজ্ঞাত কারণে তার উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলেও মৃতের পরিবারের দাবি। মৃত ওই নাবালকের মুখে এবং পিঠে একাধিক জায়গায় বিড়ি বা সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষত চিহ্ন রয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
লালগোলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত নাবালকের মা বলেন, 'গতকালকে বিকেলে আমার দুই ছেলে বাড়ির কাছে একসঙ্গে খেলা করছিল। বিকেল পাঁচটা নাগাদ আমার বড় ছেলের প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু ছেলে বাড়িতে না ফেরায় আমি তাকে খুঁজতে শুরু করি।'
তিনি বলেন, 'পাড়া-প্রতিবেশীদের কাছে ছেলের খোঁজ করলেও কেউ আমার ছেলের সন্ধান দিতে পারেনি। এরপর পরিবারের লোকেরা বাড়ির কাছেই একটি পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। কিন্তু সেখানেও আমার ছেলের দেহ পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের পাশে পুকুরের ধার থেকে আমার ছেলের দেহ উদ্ধার হয়েছে।'
তাঁর অভিযোগ, 'আমার ছেলেকে কেউ বা কারা খুন করে দেহটি ওই জঙ্গলের মধ্যে ফেলে গিয়েছে। গতকালও ওই এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু তখন সেখানে দেহটি ছিল না। আমার অনুমান আজ ভোরের দিকে দেহটি ওখানে রাখা হয়েছে। রাতে দেহটি ওখানে থাকলে শিয়াল কুকুরে দেহটি খেয়ে নিতে পারত। ছেলের দেহে বিড়ি এবং সিগারেটের ক্ষতচিহ্ন ছাড়া অন্য কোনও চিহ্ন নেই। আমার ছেলে জলে ডুবে মারা যায়নি। জলে ডুবে মারা গেলে তার জামা কাপড় ভেজা থাকত।'
মৃত নাবালকের বাবা বলেন, 'গতকাল খুব ঠান্ডার মধ্যে পুকুরে নেমে বেশ কয়েক ঘণ্টা আমি ছেলের খোঁজে তল্লাশি করেছি। কিন্তু পুকুরে দেহ ছিল না। আজ সকালে ওই পুকুরের ঠিক পাশেই জঙ্গলে আমার ছেলের দেহ কীভাবে এল তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার অনুমান আমার ছেলের উপর অত্যাচার চালিয়ে কেউ বা কারা তাকে খুন করেছে।'
#Murshidabad#crimenews#westbengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পুর এলাকায় জলের ঘাটতি খুঁজতে গিয়ে, হাতেনাতে অবৈধ জলের কারবার ধরলেন স্বয়ং পুরপ্রধান...
শনিবার শেষ হচ্ছে পৌষ মেলা, মেলায় কতজন গ্রেপ্তার হল জানেন? ...
বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে...
কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...
জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...