বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | কাম্বলির দিকে এগোচ্ছেন পৃথ্বী শ? নিলামে প্রত্যাখ্যানের পর প্রতিভাবান ওপেনারকে নিয়ে চিন্তিত ক্রিকেটমহল

Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ২৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: একসময় শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হত তাঁকে। উচ্চতায় মাস্টার ব্লাস্টারের সঙ্গে মিল ছিল। ছোটখাটো চেহারা। ওপেন করতে নামতেন। দারুণ প্রতিভাবান। ভাল টেকনিকের পাশাপশি হাতেও শট ছিল। ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের তারকা বলা হত। কিন্তু অকালেই ঝরে যাচ্ছেন পৃথ্বী শ। আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন ভারতীয় ওপেনার। দু'দিন আগে ইউ টিউব ব্লগে হাসিখুশি মেজাজে ধরা দেন। তাঁর আইডল শচীনের থেকে সেরা পরামর্শের উল্লেখ করেন। মাস্টার ব্লাস্টার বলেছিলেন, 'শৃঙ্খলা প্রতিভাকে ছাপিয়ে যায়।' কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে রাতারাতি অনেক কিছুই বদলে গেল। সোমবার আইপিএলের নিলামে দল পায়নি পৃথ্বী। 

ছয় বছর আগে টেস্ট অভিষেকে শতরান করার পর ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ঘিরে প্রত্যাশা বেড়ে যায়। কিন্তু বিশৃঙ্খল জীবনযাত্রার খেসারত দিতে হয় তাঁকে। পারফরমেন্স গ্রাফ পড়তে থাকে। দু'বার নিলামে তাঁর নাম ডাকা হয়। বেস প্রাইজ মাত্র ৭৫ লক্ষ হওয়া সত্ত্বেও তাঁর জন্য একটিও প্যাডেল উঠেনি। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেত্তোরিরা আগ্রহ দেখায়নি। আইপিএলে প্রত্যাখ্যান হওয়ার পর কেরিয়ারের ক্রসরোডে দাঁড়িয়ে একদা প্রতিভাবান ক্রিকেটার। মনে করিয়ে দিচ্ছেন বিনোদ কাম্বলিকে। প্রতিভা কীভাবে নষ্ট হয়ে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ শচীনের ছোটবেলার বন্ধু। সেদিকেই কি হাঁটছেন পৃথ্বী? 

ভারতের এক প্রাক্তন নির্বাচক বলেন, 'পৃথ্বী দিল্লিতে ছিল। সেখানে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলার সুযোগ ছিল। যে ওর অনূর্ধ্ব-১৯ দলের কোচও। এছাড়াও রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি ছিল। সবাই জানে তেন্ডুলকারও ওর সঙ্গে কথা বলেছে। এই কিংবদন্তিরা কি মূর্খ? আপনারা কি ওর মধ্যে কোনও পরিবর্তন দেখেছেন? যদি সেটা হয়ও, চোখে পড়ছে না।' আনফিট বলে মুম্বইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়েন। তাঁর কর্মসংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠেছে। সেই কারণেই পৃথ্বীকে দলে চায় না কেউই। তাঁর আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিকি পন্টিং, মহম্মদ কাইফ। দু'জনেই দিল্লির সঙ্গে যুক্ত ছিল। পৃথ্বীকে খুব কাছ থেকে দেখেছেন। কাম্বলির জীবনের চিত্রনাট্যের সঙ্গে কোথাও যেন মিলে যাচ্ছে। নম্র ব্যাকগ্রাউন্ড, রাতারাতি আন্তর্জাতিক স্টারডম, আচমকা পতন। একটাই পার্থক্য, নয়ের দশকে ভারতীয় ক্রিকেট সংস্কৃতি এতটা উন্নত ছিল না। কাম্বলির আশেপাশে এমন ব্যক্তিরা ছিলেন না, যারা তাঁকে ট্র্যাকে ফিরিয়ে আনতে পারত। পৃথ্বীর ক্ষেত্রে তেমনটা নয়। প্রয়োজনে সাহায্য নিতে পারবেন। প্রথমেই ওজন কমাতে হবে, রানে ফিরতে হবে। তবে সবার আগে ঠিক করতে হবে, জীবনে তিনি কী চান। ক্রিকেটজীবন শর্ট স্টোরি হিসেবে শেষ করতে চান, না মহাকাব্য লিখতে চান, সেটা নিজেকেই স্থির করতে হবে। সেটাই তাঁর পরবর্তী গতিবিধি নির্ধারণ করবে। ভারতীয় ক্রিকেট পৃথ্বী শ ২.০ দেখার অপেক্ষায়। 


Prithvi ShawVinod KambliDelhi CapitalsIPLAuction2025

নানান খবর

নানান খবর

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে?‌ শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া

সোশ্যাল মিডিয়া