শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৬ নভেম্বর ২০২৪ ১৬ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের টেবিলে কলকাতার তিন প্রধান বিপরীত মেরুতে। শীর্ষস্থান মোহনবাগানের দখলে। অন্যদিকে টেবিলের তলানিতে ইস্টবেঙ্গল। তার একধাপ ওপরে মহমেডান স্পোর্টিং। ৭ ম্যাচে ৫ পয়েন্ট। দেশের একনম্বর লিগে শুরুটা বেশ আশা জাগিয়ে করলেও, শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটে হার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক কাটিয়ে জোটে এক পয়েন্ট। তবে ন'জনের লাল হলুদের বিরুদ্ধে ছন্নছাড়াই দেখায় আন্দ্রে চের্নিশভের দলকে। এবার চাকা ঘোরানোর পালা। জয়ে ফেরার সময়। তবে সামনে কঠিন প্রতিপক্ষ। বুধবার কিশোর ভারতীতে বেঙ্গালুরু এফসির মুখোমুখি সাদা কালো ব্রিগেড। কিন্তু এবছর মহমেডানের ঘরের মাঠের পরিসংখ্যান খুব বেশি আশা জাগাচ্ছে না। প্রথম চার ম্যাচে একটি ড্র, তিনটে হার। এখনও পর্যন্ত কোনও দল ঘরের মাঠে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে একটাও জেতেনি হয়নি। এই রেকর্ড করতে চাইবেন না চের্নিশভ। তাই বেঙ্গালুরুকে হারিয়ে আবার জয়ে ফিরতে মরিয়া সাদা কালো ব্রিগেড।
মহমেডানের বর্তমান অবস্থার সঙ্গে মঙ্গলবার দুপুরের সাংবাদিক সম্মেলনের চিত্রের সাদৃশ্য ছিল। ভাঙা হাট। হাতেগোনা কয়েকজন সাংবাদিক। একটানা হারে আগ্রহ হারাচ্ছে অধিকাংশ। ক্লাবের অন্দরমহলের ছবিও খুব একটা আশানুরূপ নয়। মিনি ডার্বি ড্রয়ের পর 'গো ব্যাক' শুনতে হয় চের্নিশভকে। গদি টলমলে। এই অবস্থায় ফুটবলারদের মোটিভেশন কী? প্রশ্ন শুনে কিছুটা বিরক্তই হন মহমেডান কোচ। চের্নিশভ বলেন, 'আইএসএলে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেমন নর্থ ইস্ট ম্যাচ, তেমনই মোহনবাগান। আমরা ভাল ফুটবল খেলতে চাই। পজিটিভ রেজাল্ট চাই। আমাকে অনেকেই মোটিভেশনের কথা জিজ্ঞেস করছে। আমরা পেশাদার ফুটবল খেলছি। এটাই মোটিভেশন। প্রেয়াররা রোজ প্র্যাকটিস করছে। ম্যাচের জন্য তৈরি হওয়ার লক্ষ্যেই। এটা কিন্ডারগার্টেন নয়। চকলেট দিয়ে কাউকে মোটিভেট করা যাবে না।'
চলতি আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে বেঙ্গালুরু। মোহনবাগানের সমসংখ্যক পয়েন্ট হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে সুনীলরা। ফর্মে থাকা বেঙ্গালুরুর একমাত্র হার এফসি গোয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে। এই জায়গা থেকে আত্মবিশ্বাস পেতে পারে মহমেডানের ফুটবলাররা। তবে লড়াই যে খুব কঠিন হবে, জানিয়ে রাখলেন সাদা কালোর কোচ। চের্নিশভ বলেন, 'বেঙ্গালুরু শক্তিশালী দল। টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও, এই মুহূর্তে আইএসএলের সেরা দল। ওদের খেলার স্টাইল সুন্দর। দলে একাধিক অভিজ্ঞ প্লেয়ার আছে। আমাদের আরও সিরিয়াস হতে হবে। নিজেদের উজাড় করে দিতে হবে। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে আমরা যে ফুটবল খেলেছিলাম, সেটাই খেলতে চাই। নিজেদের স্টাইলে ফিরতে চাই। শক্তিশালী দলের বিরুদ্ধে আরও মনোযোগী হতে হবে। আশা করছি ফুটবলাররা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।' লিগের মাঝে দু'সপ্তাহ বা তারও বেশি বিরতির পক্ষে নয় রুশ কোচ। ৩-৪ দিন অন্তর খেলাই পছন্দ তাঁর। তবে জানালেন, এই বিরতিতে দল নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি কয়েকদিনের ছুটি কাটিয়ে সতেজ ফুটবলাররা। বেঙ্গালুরুতে সুনীল ছেত্রী, অ্যালবার্তো নোগুয়েরা, পেরেরা ডিয়াজের মতো ফুটবলার রয়েছে। তবে নির্দিষ্ট কাউকে নিয়ে ভাবছেন না চের্নিশভ। মহমেডান কোচ স্পষ্ট জানালেন, কোনও নির্দিষ্ট ফুটবলার তাঁর ভাবনায় নেই। এগারোজনের জন্যই পরিকল্পনা তৈরি রাখতে হবে। বেঙ্গালুরু ম্যাচে অনিশ্চিত জোসেফ। মঙ্গলবার বিকেলে প্র্যাকটিসের পর একটি টেস্ট হবে। তারপরই জানা যাবে তিনি বুধবার খেলতে পারবেন কিনা। দলের বাকি সবাইকে পাওয়া যাবে।
#Mohammedan Sporting#Andrey Chernyshov#Bengaluru FC#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...
দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...
পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...
ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...
দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...
দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...
'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...
সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...
লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...
চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...
নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...
'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...