শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মোষের লেজ ধরে নদীতে ভাসতে ভাসতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা, ডুবে মৃত্যু যুবকের

Pallabi Ghosh | ২৬ নভেম্বর ২০২৪ ১৪ : ১৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: গঙ্গা নদী পার করে মুর্শিদাবাদ জেলা থেকে বাংলাদেশে গরু এবং মোষ পাচার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় পাচারকারীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রায়পুর-কুপিলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে -মৃত ওই যুবকের নাম ওয়াজেদ আলি হালসানা। তার বাড়ি ডোমকলের কুপিলা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে- প্রতি বছরই  শীতের মরশুম শুরু হলেই কুয়াশার চাদরের আড়ালের আশ্রয় নিয়ে মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ডোমকল, রানিনগর, জলঙ্গি এলাকায় গরু এবং মোষের চোরাচালান বেড়ে যায়। গতকাল রাতেও কুয়াশার চাদরের আশ্রয় নিয়ে ডোমকলের কুপিলা এলাকার কয়েকজন যুবক নদীর  ঘাট পার করে বাংলাদেশে গরু এবং মোষ পাচার করার চেষ্টা করছিল। 

সূত্রের খবর- ওয়াজেদ ভাল সাঁতার না জানলেও গরু এবং মহিষের লেজ ধরে নদী পার করার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় তার জলে ডুবে মৃত্যু হয়। এরপর অন্য কয়েকজন যুবক ওয়াজেদকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ডোমকল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুপিলা এলাকার দুই যুবক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানোর সঙ্গে জড়িত। তারা স্থানীয় বেশ কিছু যুবককে 'রাখাল' হিসেবে ব্যবহার করে বাংলাদেশে গরু এবং মোষ চোরাচালান করে। সমাজি শেখ নামে মৃত ওই যুবকের এক ভাই জানান, 'আমরা জানতে পেরেছি স্থানীয় দুই ব্যক্তি আমার ভাইকে গরু এবং মোষ বাংলাদেশে পাচার করার জন্য টাকার বিনিময়ে ভাড়া করেছিল। কিন্তু আমার ভাই ভাল সাঁতার জানত না। আরও কয়েকজনের সঙ্গে নদী পার করতে গিয়ে তার জলে ডুবে মৃত্যু হয়েছে।' 
 
ওই ব্যক্তি জানান, 'ভাইয়ের ময়নাতদন্ত শেষ হওয়ার পরই আমরা চোরাচালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডোমকল থানাতে লিখিত অভিযোগ দায়ের করব।' ডোমকল থানার এক আধিকারিক জানান, ইতিমধ্যে তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


Murshidabadwestbengalaccident

নানান খবর

নানান খবর

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?‌

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

সোশ্যাল মিডিয়া