বুধবার ২৭ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিতর্কের মধ্যেও তিনি কিন্তু নড়ছেন না অবস্থান থেকে

কলকাতা | দৃপ্ত ঘোষণা, 'মা -বাবাকে নিঃস্ব করে গয়না কিনে বিয়ে করব না, তাই ইমিটেশন', ঊষসী এখনও বলছেন, বেশ করেছি

UB | ২৬ নভেম্বর ২০২৪ ১৩ : ২৮Uddalak Bhattacharya


আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। কেউ সাধুবাদ দিয়েছে, কেউ তীব্র কটাক্ষ করেছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া ঊষসী করের বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনার কেন্দ্রে থেকেছে শেষ কয়েকদিন। সোশ্যাল মিডিয়ায় একাধিক কটাক্ষের জবাবও দিয়েছেন ঊষসী। সদ্য বিবাহিত এক দম্পতি এই বিষয়টি নিয়ে এত আলোচনা ও এত কটাক্ষের পরে কী বলছেন? তাঁরা কী এখনও নিজেদের অবস্থানেই আছেন, নাকি সমালোচনার ঢেউ তাঁদের মত পাল্টে দিয়েছে, সেই ঊষসী মুখ খুললেন আজকাল ডট ইনের কাছে।

ফোনে কথা বলার সময়ে প্রথমেই ঊষসী বললেন, তিনি যা করেছেন, তা নিয়ে তাঁর একেবারেই কোনও আফশোস নেই। বরং তিনি এখনও নিজের অবস্থানে অনড়। তিনি বললেন, 'আমি যা করেছি, তা নিয়ে আমার মোটেই কোনও আফশোস বা অপরাধবোধ নেই। কেনই বা হবে, কারণ, আমি এটি বিশ্বাস করে করেছি। আমি দেখেছি, আমার বাবা কী পরিশ্রম করে আজকে নিজের এই অবস্থানে পৌঁছেছেন। কী ভাবে তাঁকে উপার্জনের জন্য লড়াই করতে হয়েছে। সেখানে আমার আগাগোড়াই, মানে একেবারে ছোটবেলা থেকেই মনে হয়েছে, এ ভাবে গয়নার জন্য বাবার উপার্জিত অর্থ নষ্ট করা একেবারেই ঠিক কাজ নয়। সেই কারণেই আমি বলেছি, বাবার অর্থে গয়না পরে আমি বিয়ে করব না। আর এই যুক্তিতে এখনও অনড়।' তবে ঊষসী বলছেন, তিনি বুঝতেই পারছেন না, কেন এমন একটি বিষয় নিয়ে এত আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে এত আলোচনা যে হতে পারে, সেটা তিনি কখনই মনে করেননি। একজন মানুষ নিজের পছন্দ অনুসারে বিবাহ করবে, সেটা নিয়ে এত আলোচনার কী আছে। জীবনের যার-যে ভাললাগার মুহূর্ত, সেটাই তো লোকে ফেসবুকে পোস্ট করে। তাঁর জীবনে এটা একটা বড় মুহূর্ত। বিবাহের সেই বিশেষ মুহূর্ত তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন, তাতে যে লোকের এত অসুবিধা হবে, তিনি বুঝতে পারেননি। 

তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, ধর্মীয় রীতিনীতির উল্টো স্রোতে হেঁটে তিনি যে নিজের মতের প্রতিষ্ঠা করেছেন ঊষসী, সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে এত আলোচনা হচ্ছে। পাশাপাশি ঊষসী এটাও উল্লেখ করেছেন, বিবাহের সঙ্গে সোনার যোগ প্রতিষ্ঠা করার ফলে অনেক পিতা বা পরিবারকে বিপুল মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছে। তিনি বলছেন, 'আমি একটি প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়াই। আমি জানি, কন্যার পিতাকে মেয়ের বিবাহের জন্য ঠিক কতটা আর্থিক চাপের মধ্যে থাকতে হয়। গয়না দেওয়ার জন্য কী বিপুল পরিমাণ অর্থ তাঁদের স্বল্প অর্জিত অর্থ থেকে খরচ করতে হয়। এমনও ঘটনা এ দেশে দেখা গিয়েছে, যথেষ্ট পরিমাণ পণ ও গয়না না দেওয়ায় এ দেশে মেয়েকে পুড়িয়েও মারা হয়েছে। এই সমস্তরকম ঘটনার উল্টোদিকে দাঁড়িয়ে আমার অবস্থান আসলে এর প্রতিবাদ।'

তবে, ঊষসী এ কথাও বলেছেন, 'আমি সোনার গয়না পরা বা সোনার গয়না পরে বিয়ে করাকে কখনই অশ্লীল বলিনি। অশ্লীল বলেছি, বাবা-মায়ের অর্থে গয়না চড়িয়ে বিয়ে করাকে। আসলে আমার বাবার লড়াই আমি দেখেছি, সেখানে দেখেছি কী ভাবে তিলতিল করে অর্থ জমিয়েছেন। সেই টাকা পুরোটাই আমার বিয়ের পিছনে খরচ করে ফেলে নিঃস্ব হওয়াকে কখনই আমি সমর্থন করতে পারিনি। আর যাঁরা আমাকে যুক্তি দিচ্ছেন, সোনার গয়না আসলে এক ধরণের বিনিয়োগ, তাঁরা কার্যত এই প্রথাকে জাস্টিফাই করার জন্য যুক্তি খুঁজছেন। সোনার গয়না কখনই ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে কোনও বিনিয়োগ নয়, সোনায় বিনিয়োগ করতে হলে সোনার কয়েন বা সোনার বার কিনে রাখা উচিত, গয়না কখনই নয়। কারণ, সোনার গয়না কিনতে গেলে দিতে হয় বিপুল পরিমাণ মেকিং চার্জ।'

গত ১৭ নভেম্বর বিয়ে হয়েছে ঊষসীর। তারপর থেকে তাঁর বিবাহ বাসর বারংবার একাধিক কারণে আলোচনায় এসেছে। তিনি বলছেন, তাঁর নিজের বাড়ি ও তাঁর সঙ্গীর বাড়ির সকলে তাঁকে মানসিক সাহায্য সবসময় দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তগুলিতে ক্ষেত্রে সবসময় তাঁরা পাশে থেকেছেন। তাঁর শ্বশুরের উদ্যোগেই বিবাহ বাসরের পাশাপাশি আয়োজিত হয়েছিল রক্তদান। এত ঝড়ের পরেও তাঁরা ঊষসীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাননি। তাই বিয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হওয়া বিতর্কের পরেও ঊষসী কর বলছেন, 'যা করেছি, বেশ করেছি।' 

 


#viral#viralnews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফেসবুকে গোপন চিঠির অ্যাপে রোমাঞ্চের হাতছানি! সর্বনাশ ভিতরে ভিতরে, বিশেষজ্ঞ দিলেন চমকে দেওয়া তথ্য...

কুন্তলের পর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন শান্তনুও, জেলমুক্তি ঘটবে?‌ ...

মঙ্গলবার সকালে হঠাৎই তৎপর ইডি, কলকাতা এবং শহরতলিতে চলল ম্যারাথন অভিযান...

খিদে পেলেই কানে কামড় দেয়, তাক লাগিয়ে দেবে অ্যাপ ক্যাব চালকের এই ছোট্ট পোষ্যের কাহিনী...

চাবি রইল ব্যাঙ্ক কর্মীদের কাছে, অথচ খুলে গেল ভল্ট, মহেশতলার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অদ্ভুত চুরি...

চিড়িয়াখানায় উলটপুরাণ, মানুষ থাকবে খাঁচায়, বাইরে উড়ে বেড়াবে ঝাঁকে ঝাঁকে পাখি...

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলায় জোর তৃণমূলের, তৈরি হল তিনটি পৃথক কমিটি...

কবে পর্যন্ত করা যাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট? সময়সীমা বেঁধে দিল কেন্দ্র...

৮৫৭ দিন পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়, যেতে পারবেন না কলকাতার বাইরে...

বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ছক, নেট কানেকশন তো হলই না, উল্টে আলমারি ফাঁকা করে চম্পট দিল দুই দুষ্কৃতী...

কলকাতার বিজয়গড় এলাকায় কারখানায় আগুন

চপার দিয়ে কোপানো হল এক ব্যক্তিকে, ভরসন্ধ্যায় রক্তারক্তি কাণ্ড জোড়াবাগানে...

কলকাতা মেডিক্যাল কলেজে আগুন আতঙ্ক, মেন বিল্ডিং-এর দোতলায় আগুন ...

দূষণ বাড়ছে হাওড়া-কলকাতায়, গভীর উদ্বেগ বাতাসের একিউআই নিয়ে, এবার কি পরতে হবে মাস্ক? ...

ফের তৈরি নিম্নচাপ, ভাসতে চলেছে বাংলা? কী বলছে হাওয়া অফিস...

এখনই নয় সাংগঠনিক রদবদল, বড় সিদ্ধান্তের আগে আরও কিছুটা সময় চাইছেন মমতা...

Exclusive: বাবা আবাসনের নিরাপত্তারক্ষী, বড় হয়ে ডাক্তার হতে চায় মেয়ে...

শীতের পথে বাঁধা সৃষ্টি করবে নিম্নচাপ!‌ জানুন হাওয়া অফিস কী বলছে...

সাতসকালে মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটায় সমস্যায় যাত্রীরা, ঘণ্টাখানেক পর পরিষেবা হল স্বাভাবিক...



সোশ্যাল মিডিয়া



11 24