রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

বিতর্কের মধ্যেও তিনি কিন্তু নড়ছেন না অবস্থান থেকে
UB | ২৬ নভেম্বর ২০২৪ ১৩ : ২৮Uddalak Bhattacharya
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। কেউ সাধুবাদ দিয়েছে, কেউ তীব্র কটাক্ষ করেছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া ঊষসী করের বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনার কেন্দ্রে থেকেছে শেষ কয়েকদিন। সোশ্যাল মিডিয়ায় একাধিক কটাক্ষের জবাবও দিয়েছেন ঊষসী। সদ্য বিবাহিত এক দম্পতি এই বিষয়টি নিয়ে এত আলোচনা ও এত কটাক্ষের পরে কী বলছেন? তাঁরা কী এখনও নিজেদের অবস্থানেই আছেন, নাকি সমালোচনার ঢেউ তাঁদের মত পাল্টে দিয়েছে, সেই ঊষসী মুখ খুললেন আজকাল ডট ইনের কাছে।
ফোনে কথা বলার সময়ে প্রথমেই ঊষসী বললেন, তিনি যা করেছেন, তা নিয়ে তাঁর একেবারেই কোনও আফশোস নেই। বরং তিনি এখনও নিজের অবস্থানে অনড়। তিনি বললেন, 'আমি যা করেছি, তা নিয়ে আমার মোটেই কোনও আফশোস বা অপরাধবোধ নেই। কেনই বা হবে, কারণ, আমি এটি বিশ্বাস করে করেছি। আমি দেখেছি, আমার বাবা কী পরিশ্রম করে আজকে নিজের এই অবস্থানে পৌঁছেছেন। কী ভাবে তাঁকে উপার্জনের জন্য লড়াই করতে হয়েছে। সেখানে আমার আগাগোড়াই, মানে একেবারে ছোটবেলা থেকেই মনে হয়েছে, এ ভাবে গয়নার জন্য বাবার উপার্জিত অর্থ নষ্ট করা একেবারেই ঠিক কাজ নয়। সেই কারণেই আমি বলেছি, বাবার অর্থে গয়না পরে আমি বিয়ে করব না। আর এই যুক্তিতে এখনও অনড়।' তবে ঊষসী বলছেন, তিনি বুঝতেই পারছেন না, কেন এমন একটি বিষয় নিয়ে এত আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে এত আলোচনা যে হতে পারে, সেটা তিনি কখনই মনে করেননি। একজন মানুষ নিজের পছন্দ অনুসারে বিবাহ করবে, সেটা নিয়ে এত আলোচনার কী আছে। জীবনের যার-যে ভাললাগার মুহূর্ত, সেটাই তো লোকে ফেসবুকে পোস্ট করে। তাঁর জীবনে এটা একটা বড় মুহূর্ত। বিবাহের সেই বিশেষ মুহূর্ত তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন, তাতে যে লোকের এত অসুবিধা হবে, তিনি বুঝতে পারেননি।
তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, ধর্মীয় রীতিনীতির উল্টো স্রোতে হেঁটে তিনি যে নিজের মতের প্রতিষ্ঠা করেছেন ঊষসী, সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে এত আলোচনা হচ্ছে। পাশাপাশি ঊষসী এটাও উল্লেখ করেছেন, বিবাহের সঙ্গে সোনার যোগ প্রতিষ্ঠা করার ফলে অনেক পিতা বা পরিবারকে বিপুল মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছে। তিনি বলছেন, 'আমি একটি প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়াই। আমি জানি, কন্যার পিতাকে মেয়ের বিবাহের জন্য ঠিক কতটা আর্থিক চাপের মধ্যে থাকতে হয়। গয়না দেওয়ার জন্য কী বিপুল পরিমাণ অর্থ তাঁদের স্বল্প অর্জিত অর্থ থেকে খরচ করতে হয়। এমনও ঘটনা এ দেশে দেখা গিয়েছে, যথেষ্ট পরিমাণ পণ ও গয়না না দেওয়ায় এ দেশে মেয়েকে পুড়িয়েও মারা হয়েছে। এই সমস্তরকম ঘটনার উল্টোদিকে দাঁড়িয়ে আমার অবস্থান আসলে এর প্রতিবাদ।'
তবে, ঊষসী এ কথাও বলেছেন, 'আমি সোনার গয়না পরা বা সোনার গয়না পরে বিয়ে করাকে কখনই অশ্লীল বলিনি। অশ্লীল বলেছি, বাবা-মায়ের অর্থে গয়না চড়িয়ে বিয়ে করাকে। আসলে আমার বাবার লড়াই আমি দেখেছি, সেখানে দেখেছি কী ভাবে তিলতিল করে অর্থ জমিয়েছেন। সেই টাকা পুরোটাই আমার বিয়ের পিছনে খরচ করে ফেলে নিঃস্ব হওয়াকে কখনই আমি সমর্থন করতে পারিনি। আর যাঁরা আমাকে যুক্তি দিচ্ছেন, সোনার গয়না আসলে এক ধরণের বিনিয়োগ, তাঁরা কার্যত এই প্রথাকে জাস্টিফাই করার জন্য যুক্তি খুঁজছেন। সোনার গয়না কখনই ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে কোনও বিনিয়োগ নয়, সোনায় বিনিয়োগ করতে হলে সোনার কয়েন বা সোনার বার কিনে রাখা উচিত, গয়না কখনই নয়। কারণ, সোনার গয়না কিনতে গেলে দিতে হয় বিপুল পরিমাণ মেকিং চার্জ।'
গত ১৭ নভেম্বর বিয়ে হয়েছে ঊষসীর। তারপর থেকে তাঁর বিবাহ বাসর বারংবার একাধিক কারণে আলোচনায় এসেছে। তিনি বলছেন, তাঁর নিজের বাড়ি ও তাঁর সঙ্গীর বাড়ির সকলে তাঁকে মানসিক সাহায্য সবসময় দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তগুলিতে ক্ষেত্রে সবসময় তাঁরা পাশে থেকেছেন। তাঁর শ্বশুরের উদ্যোগেই বিবাহ বাসরের পাশাপাশি আয়োজিত হয়েছিল রক্তদান। এত ঝড়ের পরেও তাঁরা ঊষসীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাননি। তাই বিয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হওয়া বিতর্কের পরেও ঊষসী কর বলছেন, 'যা করেছি, বেশ করেছি।'
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?