সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | 'এই দর আমার প্রাপ্য', আইপিএলের সবচেয়ে দামি স্পিনার হওয়ার পর দাবি চাহালের

Sampurna Chakraborty | ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ১১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আগের আইপিএলে তেমন চমকপ্রদ পারফরম্যান্স নেই। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পান না। কিন্তু রবিবার আইপিএলের মেগা নিলামে তরতর করে দর উঠল যুজবেন্দ্র চাহালের। ১৮ কোটি দিয়ে ভারতীয় স্পিনারকে কিনেছে পাঞ্জাব কিংস। তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায় চারটে ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় ছিল গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস।‌ ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। কিন্তু শেষপর্যন্ত তাঁকে নেই পাঞ্জাব। চাহাল জানান, নিলাম চলাকালীন তিনি নার্ভাস ছিলেন। একইসঙ্গে উদগ্রীবও ছিলেন। তবে দাবি করেন, এই দর তাঁর প্রাপ্য। চাহাল বলেন, 'আমি খুবই নার্ভাস ছিলাম। গত তিনটে আইপিএল মিলে আমি এই টাকা পেয়েছিলাম। আমার মনে হয়, আমার এই অঙ্ক প্রাপ্য। আমি খুবই উত্তেজিত।'

পাঞ্জাবে শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে খেলতে হবে তাঁকে। ভারতীয় স্পিনার জানান, দু'জনের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। তাঁদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। চাহাল বলেন, 'শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল। তাই ওদের সঙ্গে খেলতে উদগ্রীব। রিকি পন্টিং স্যারের থেকেও অনেক কিছু শিখতে পারব। অন্তত আমি এবার বাড়ির কাছাকাছি থাকতে পারব। এর আগে জয়পুর ছিল, এবার চণ্ডীগড় হল।' আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি চাহাল। ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ তে সবচেয়ে বেশি উইকেটও তাঁর। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ভারতীয় স্পিনার। আরসিবির হয়ে সর্বোচ্চ উইকেট নেন চাহাল। ১১৩ ম্যাচে ১৩৯ উইকেট পান। আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তাঁরই। ১৬০ ম্যাচে তাঁর সংগ্রহ ২০৫ উইকেট। গতবছর নবম স্থানে শেষ করে পাঞ্জাব। ২০১৪ সালের পর প্লে অফে যায়নি তাঁরা। এবার যথেষ্ট ভাল দল গড়ছে পাঞ্জাব। নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালের মতো তারকাকে। কোচের দায়িত্বে রিকি পন্টিং। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে পাঞ্জাব কিংস। 


#Yuzvendra Chahal#Punjab Kings#IPLAuction2025



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

চমক ভেঙ্কটেশ, আইপিএলের প্রথম দিনের নিলামে কাদের নিল কেকেআর?...

টাকা নয়ছয় করার জন্য ছেড়েছিলে? ভেঙ্কটেশকে ফিরিয়েও সমালোচনায় জেরবার কেকেআর...

দলে নিলেও মাঠে সর্বস্ব দেব না ওদের হয়ে, প্রীতি জিন্টার পাঞ্জাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার...

পাঁচ ঘণ্টার নিলামের পর খাতা খোলে রাজস্থান, কাকে নেয় দ্রাবিড়ের দল?...

স্টার্কের পরিবর্ত খুঁজে নিল কেকেআর, বেগুনী জার্সিতে ইডেন মাতাবেন প্রোটিয়া স্পিডস্টার...

অভিনব সেলিব্রেশনের রহস্য ফাঁস, মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালের গোলকেই সেরা বাছলেন লিস্টন...

একসময়ের তীব্র প্রতিদ্বন্দ্বী মারেই এবার জোকারের কোচ, শুরু হতে চলেছে নতুন এক যুগলবন্দি ...

আইপিএলের প্রতিটি আসরে খরচ হয়েছে কত টাকা? দেখে নিন একনজরে...

একটা ইনিংস বদলে দিল সব, 'রোহিত ফিরলেও রাহুলকে বসানো অন্যায় হবে', বলছেন গিলি...

জয়ে ফিরল মোহনবাগান, ঘরের মাঠে জামশেদপুর বধে টেবিলের মগডালে...

'মনে করো দেশের জন্য গুলি খাচ্ছো', গম্ভীরের মন্ত্রেই অভিষেকে নজর কাড়লেন নীতিশ...

পছন্দের শহরে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু হাবাসের ...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি ...

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিলামের আগেই নির্বাসিত হতে পারে ভারতীয় অলরাউন্ডার ...

অস্ট্রেলিয়ার জার্সিতে বাগান প্র্যাকটিসে ম্যাকলারেন, চোট-আঘাত নিয়ে ভাবছেন না মোলিনা...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24