সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | 'এই দর আমার প্রাপ্য', আইপিএলের সবচেয়ে দামি স্পিনার হওয়ার পর দাবি চাহালের

Sampurna Chakraborty | ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ১১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আগের আইপিএলে তেমন চমকপ্রদ পারফরম্যান্স নেই। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পান না। কিন্তু রবিবার আইপিএলের মেগা নিলামে তরতর করে দর উঠল যুজবেন্দ্র চাহালের। ১৮ কোটি দিয়ে ভারতীয় স্পিনারকে কিনেছে পাঞ্জাব কিংস। তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায় চারটে ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় ছিল গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস।‌ ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। কিন্তু শেষপর্যন্ত তাঁকে নেই পাঞ্জাব। চাহাল জানান, নিলাম চলাকালীন তিনি নার্ভাস ছিলেন। একইসঙ্গে উদগ্রীবও ছিলেন। তবে দাবি করেন, এই দর তাঁর প্রাপ্য। চাহাল বলেন, 'আমি খুবই নার্ভাস ছিলাম। গত তিনটে আইপিএল মিলে আমি এই টাকা পেয়েছিলাম। আমার মনে হয়, আমার এই অঙ্ক প্রাপ্য। আমি খুবই উত্তেজিত।'

পাঞ্জাবে শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে খেলতে হবে তাঁকে। ভারতীয় স্পিনার জানান, দু'জনের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। তাঁদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। চাহাল বলেন, 'শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল। তাই ওদের সঙ্গে খেলতে উদগ্রীব। রিকি পন্টিং স্যারের থেকেও অনেক কিছু শিখতে পারব। অন্তত আমি এবার বাড়ির কাছাকাছি থাকতে পারব। এর আগে জয়পুর ছিল, এবার চণ্ডীগড় হল।' আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি চাহাল। ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ তে সবচেয়ে বেশি উইকেটও তাঁর। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ভারতীয় স্পিনার। আরসিবির হয়ে সর্বোচ্চ উইকেট নেন চাহাল। ১১৩ ম্যাচে ১৩৯ উইকেট পান। আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তাঁরই। ১৬০ ম্যাচে তাঁর সংগ্রহ ২০৫ উইকেট। গতবছর নবম স্থানে শেষ করে পাঞ্জাব। ২০১৪ সালের পর প্লে অফে যায়নি তাঁরা। এবার যথেষ্ট ভাল দল গড়ছে পাঞ্জাব। নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালের মতো তারকাকে। কোচের দায়িত্বে রিকি পন্টিং। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে পাঞ্জাব কিংস। 


#Yuzvendra Chahal#Punjab Kings#IPLAuction2025



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

শতরানের পর নিজেই এসেছিলেন বিরাট, রোল মডেলের সঙ্গে কথোপকথন ফাঁস করলেন নীতীশ রেড্ডি...

চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করল না কেন? নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ...

পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, চাপ বাড়ল রোহিতদের উপরে ...

রবির কিরণে ঝলসে গেল গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস, ফাইনালে সঞ্জয়ের ছেলেরা, সন্তোষ কি ফিরবে বাংলায়? ...

'রোহিতের এমন আচরণ মোটেও ভাল লাগেনি', দুঃসময়ে যশস্বী একা নন, পাশে পেলেন অজি প্রাক্তনকে ...

'ভেবেছিলাম ক্লেটনের প্রাণটাই বুঝি আজ গেল', হায়দরাবাদ গোলকিপারের বেপরোয়া ট্যাকলে আতঙ্কিত ডগলাস...

জেতা ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল, হায়দরাবাদ ম্যাচের শেষে কী বললেন অস্কার ব্রুজোঁ? ...

তৃতীয় দিনের মেলবোর্নে বিরাট বিতর্ক ফেরালেন কনস্টাস, কোহলিকে ব্যঙ্গ করে ক্ষেপালেন ভারতের সমর্থকদের ...

ঘরের ছেলেকে বিরাট আর্থিক পুরস্কার অন্ধ্র ক্রিকেট সংস্থার, বোর্ড জানাল নীতীশ 'ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়' ...

জুটেছিল আত্মীয়দের গালমন্দ, প্রতারিত হয়েছিলেন বন্ধুর থেকে, বাবার অসম্মানের বদলা ব্যাট হাতে নিলেন নীতীশ রেড্ডি ...

‘একসময় ভয় লাগছিল’, দ্বিতীয় দিনের শেষে বিরাটের ব্যাটিং নিয়ে মুখ খুললেন স্মিথ...

ড্রেসিংরুমে না গিয়েই অস্ট্রেলিয়ান সমর্থকদের সঙ্গে বচসা বিরাটের, বক্সিং ডে টেস্ট ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক...

কোহলিকে ঘিরে এবার ভাগ হয়ে গেল মেলবোর্ন, উত্তাপ বাড়ছে সমর্থকদের মধ্যে...

ইপিএলে শীর্ষেই লিভারপুল, হেরে চাপ বাড়ল চেলসির...

একটা রান আউটই শেষ করে দিল ছন্দ, মেলবোর্ন টেস্টে তীব্র চাপে ভারত ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24