মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগের আইপিএলে তেমন চমকপ্রদ পারফরম্যান্স নেই। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পান না। কিন্তু রবিবার আইপিএলের মেগা নিলামে তরতর করে দর উঠল যুজবেন্দ্র চাহালের। ১৮ কোটি দিয়ে ভারতীয় স্পিনারকে কিনেছে পাঞ্জাব কিংস। তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায় চারটে ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় ছিল গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। কিন্তু শেষপর্যন্ত তাঁকে নেই পাঞ্জাব। চাহাল জানান, নিলাম চলাকালীন তিনি নার্ভাস ছিলেন। একইসঙ্গে উদগ্রীবও ছিলেন। তবে দাবি করেন, এই দর তাঁর প্রাপ্য। চাহাল বলেন, 'আমি খুবই নার্ভাস ছিলাম। গত তিনটে আইপিএল মিলে আমি এই টাকা পেয়েছিলাম। আমার মনে হয়, আমার এই অঙ্ক প্রাপ্য। আমি খুবই উত্তেজিত।'
পাঞ্জাবে শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে খেলতে হবে তাঁকে। ভারতীয় স্পিনার জানান, দু'জনের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। তাঁদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। চাহাল বলেন, 'শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল। তাই ওদের সঙ্গে খেলতে উদগ্রীব। রিকি পন্টিং স্যারের থেকেও অনেক কিছু শিখতে পারব। অন্তত আমি এবার বাড়ির কাছাকাছি থাকতে পারব। এর আগে জয়পুর ছিল, এবার চণ্ডীগড় হল।' আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি চাহাল। ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ তে সবচেয়ে বেশি উইকেটও তাঁর। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ভারতীয় স্পিনার। আরসিবির হয়ে সর্বোচ্চ উইকেট নেন চাহাল। ১১৩ ম্যাচে ১৩৯ উইকেট পান। আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তাঁরই। ১৬০ ম্যাচে তাঁর সংগ্রহ ২০৫ উইকেট। গতবছর নবম স্থানে শেষ করে পাঞ্জাব। ২০১৪ সালের পর প্লে অফে যায়নি তাঁরা। এবার যথেষ্ট ভাল দল গড়ছে পাঞ্জাব। নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালের মতো তারকাকে। কোচের দায়িত্বে রিকি পন্টিং। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে পাঞ্জাব কিংস।
নানান খবর

নানান খবর

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

মোহনবাগানে রবসন! নেইমারের বিরুদ্ধে খেলা তারকার ঠিকানা হতে চলেছে কলকাতা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া