সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ নভেম্বর ২০২৪ ২৩ : ৪১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুরের চক্রব্যূহ ভেঙে দুর্দান্ত গোল করেন লিস্টন কোলাসো। মনে করিয়ে দেন লিওনেল মেসিকে। কাতার বিশ্বকাপে ঠিক এমনই একটি গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা। চলতি আইএসএলে প্রথম গোল পেলেন গোয়ার ফুটবলার। কিন্তু তাঁর কাছে এটা সেরা গোল নয়। এগিয়ে রাখলেন গতবছরের একটি গোলকে। লিস্টন বলেন, 'মুম্বইয়ের বিরুদ্ধে গোল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা ট্রফি জিতেছিলাম। ফাইনালের গোলটা খুবই মূল্যবান। এই গোলটাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এই মরশুমে আমার প্রথম গোল। সব গোলই আমার কাছে গুরুত্বপূর্ণ।'
গোলের পর অভিনব সেলিব্রেশন দেখা যায়। দু'হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশের পর বলকে জড়িয়ে ধরে চুম্বন করেন। এই সেলিব্রেশনের রহস্য কী? লিস্টন বলেন, 'গোলটা আমার মনোবল বাড়াবে। একই ছন্দ ধরে রাখতে চাই। আমি এতদিন গোল করতে পারছিলাম না। গোল মিস করছিলাম। সেই জন্য এমন সেলিব্রেশন।' লিস্টনের সঙ্গে জুটি বেঁধে এদিন বাগানে ফুল ফোটান মনবীর সিং। দুটো গোলের ক্ষেত্রে তাঁর অ্যাসিস্ট। ম্যাচের সেরা মনবীর। সহযোদ্ধার গোলের প্রশংসা করলেন। একইসঙ্গে জানালেন, ফুটবলারদের মধ্যে রসায়নই সাফল্যের চাবিকাঠি। মনবীর বলেন, 'টপ ক্লাস গোল। আমি জানতাম লিস্টন গোল করবেই, এবং এই ছন্দ ধরে রাখবে। আমাদের দলের মধ্যে বন্ডিং খুব ভাল। মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও। আমরা নিজেদের মধ্যে হাসিঠাট্টা করি। বিদেশিরাও আমাদের সঙ্গে মিশে গিয়েছে। সেটাই আমাদের খেলায় প্রতিফলন হয়। আমাদের দলে একাধিক স্কোরার রয়েছে। প্রত্যেক ম্যাচে আলাদা ফুটবলার গোল করে। এটাই সবচেয়ে ভাল দিক।'
এদিন গোল পান টম অ্যালড্রেডও। তবে গোলের থেকেও ক্লিনশিট রাখাকে গুরুত্ব দিচ্ছেন বাগানের ডিফেন্ডার। অ্যালড্রেড বলেন, 'গোল পেলে সব ফুটবলারেরই ভাল লাগে। তবে আমার কাজ গোল আটকানো। আমরা পরপর বেশ কয়েকটা ম্যাচে ক্লিনশিট রাখতে পারছি। এটাই আমাকে বেশি তৃপ্তি দিচ্ছে।' কোনও বিশেষ ফুটবলারের প্রশংসা করা নাপসন্দ মোলিনার। সবসময় টিমগেমকে গুরুত্ব দেন। এদিন লিস্টনের গোল প্রসঙ্গ উঠতেই মোলিনা বলেন, 'আমি নির্দিষ্ট কোনও প্লেয়ারকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। সাফল্য গোটা দলের। লিস্টন ভাল গোল করেছে। ও ভাল প্লেয়ার। গোল করার অপেক্ষায় ছিল।' ঘরের মাঠে জামশেদপুর বধে লিগ টেবিলের একনম্বরে মোহনবাগান। এই জায়গাটা ধরে রাখা যে অত্যন্ত কঠিন, মেনে নিলেন বাগান কোচ। মোলিনা বলেন, 'একনম্বর জায়গাটা ধরে রাখা খুব কঠিন। চ্যাম্পিয়নশিপ জেতা সহজ নয়। তবে আমরা এই জায়গায় পৌঁছতে পেরে খুশি। আমাদের কাজ এখনও শেষ হয়নি। এইভাবেই চালিয়ে যেতে হবে।' রবিবার ফুটবলারদের ছুটি দিয়েছেন মোলিনা। সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে চেন্নাই ম্যাচের প্রস্তুতি।
#Liston Colaco#Jose Molina#Mohun Bagan#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নিলাম চলাকালীন হঠাৎই বেঙ্গালুরুর টেবিলে আকাশ অম্বানি! তারপরেই মুম্বই ইন্ডিয়ান্স কিনল এই প্রাক্তন আরসিবিয়ানকে...
মাত্র ৭ রানে অল আউট, টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড এই দেশের ...
পারথে টেস্ট চলাকালীন আকায় কোহলির ছবি ভাইরাল? কী বার্তা এল পরিবারের তরফে?...
ইনিংসে দশ উইকেট থেকে আইপিএলে বিশাল অঙ্ক, চেন্নাইয়ে হরিয়ানার উঠতি পেসার...
'আমার মুখের কথা ফলে যায়', নিলামে পন্থের দাম আকাশ ছুঁতেই উর্বশীর পোস্ট...
চমক ভেঙ্কটেশ, আইপিএলের প্রথম দিনের নিলামে কাদের নিল কেকেআর?...
'এই দর আমার প্রাপ্য', আইপিএলের সবচেয়ে দামি স্পিনার হওয়ার পর দাবি চাহালের ...
টাকা নয়ছয় করার জন্য ছেড়েছিলে? ভেঙ্কটেশকে ফিরিয়েও সমালোচনায় জেরবার কেকেআর...
দলে নিলেও মাঠে সর্বস্ব দেব না ওদের হয়ে, প্রীতি জিন্টার পাঞ্জাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার...
পাঁচ ঘণ্টার নিলামের পর খাতা খোলে রাজস্থান, কাকে নেয় দ্রাবিড়ের দল?...
একসময়ের তীব্র প্রতিদ্বন্দ্বী মারেই এবার জোকারের কোচ, শুরু হতে চলেছে নতুন এক যুগলবন্দি ...
আইপিএলের প্রতিটি আসরে খরচ হয়েছে কত টাকা? দেখে নিন একনজরে...
একটা ইনিংস বদলে দিল সব, 'রোহিত ফিরলেও রাহুলকে বসানো অন্যায় হবে', বলছেন গিলি...
জয়ে ফিরল মোহনবাগান, ঘরের মাঠে জামশেদপুর বধে টেবিলের মগডালে...
সামির মঞ্চে উজ্জ্বল শাহবাজ, সেঞ্চুরি করে জেতালেন বাংলাকে ...