সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ নভেম্বর ২০২৪ ১৭ : ২৮Riya Patra
জয়ন্ত ঘোষাল
রাজ্যের রাজনীতিতে গত কয়েকদিন ধরেই জোর চর্চা, শাসক দলে সাংগঠনিক রদবদল নিয়ে। তালিকা একপ্রকার চূড়ান্ত, উপনির্বাচনের পরেই এই রদবদল, এমন আলোচনাও চলছে বিস্তর। তবে এখনই হচ্ছে না তৃণমূল কংগ্রেসে সাংগঠনিক রদবদল। কিন্তু কেন?
কারণ, একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে, ২৬-এর বিধানসভা ভোটের আগে এই রদবদল দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আগামী ভোটগুলির একাধিক বিষয়। আর ঠিক সেই কারণেই এই বড় রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি আরও কিছুটা সময় নিতে চাইছেন। প্রতিটি জেলাস্তরে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তেমনটাই ইচ্ছা তাঁর।
অভিষেক ব্যানার্জি মার্কিন যুক্তরাষ্ট্রে চোখের অস্ত্রোপচার করাতে যাওয়ার আগেই দলের সুপ্রিমোর কাছে একটি তালিকা জমা দিয়ে যান। এই তালিকায় প্রতি জেলার সভাপতি এবং সাংগঠনিক কনভেনারের পদগুলি তিনি চূড়ান্ত করে খসড়া আকারে জমা দেন। ফিরে আসার পর অভিষেক তাঁর জন্মদিনে সাংবাদিকদের বলেন, তিনি বিদেশ যাওয়ার আগেই সাংগঠনিক রদবদলের বিষয়ে তালিকা জমা দিয়ে গেছেন। এটি এখন শীর্ষস্তরে বিচারের বিষয়। এমনকি, তিনি রদবদলের তালিকা নিয়ে আলোচনার মাঝেই সাফ জানিয়ে দেন পার্ফরম্যান্সকে আনুগত্যের চেয়ে বেশি মূল্য দেন। অভিষেক মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সুব্রত বক্সি ক্যামাক স্ট্রিটে তাঁর সঙ্গে বসেছিলেন, তালিকা নিয়ে সবিস্তার আলোচনাও হয় দু’ জনের।
তবে, সম্প্রতি সংবাদমাধ্যমে এই মর্মে বারবার একটি সংবাদ প্রকাশিত হচ্ছে যে, সোমবার বিধানসভার অধিবেশন শুরু হবে। ছটি আসনে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর, রবিবার মমতা ব্যানার্জি অভিষেকের তালিকায় সিলমোহর দেবেন। তার আগে বিষয়টি নিয়ে কথা চলছে দু’ জনের মধ্যে। এমন খবরও প্রকাশিত হয় যে, বৈঠক হয়েছে সুব্রত বক্সি অভিষেকের মধ্যে। যদিও পরে জানা যায়, এই ধরনের কোনও বৈঠকই হয়নি।
এই তালিকা এখনই কেন কার্যকর হচ্ছে না, তা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে রাজনীতির অলিন্দে। অভিষেক রদবদলে মূলত কিছু নাম বাতিল করে কিছু নতুন নাম নিয়ে আসতে চাইছেন। প্রবীণ প্রজন্মের কিছু নেতার পারফরম্যান্সের মূল্যায়ন নিয়ে নেতিবাচক রিপোর্ট এসেছে, তার ভিত্তিতেই তালিকা তৈরি করেছেন তিনি। তবে মমতা এখনই ‘সার্জিক্যাল অপারেশন’-এ যেতে চান না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে, আরও সময় নিয়ে, আলাপ-আলোচনা করতে চাইছেন। রবিবার দলীয় বৈঠক। তাতে থাকবেন অভিষেক। দলীয় সূত্রে খবর, রবিবার মমতা-অভিষেক দু’ জনেই জেলার সাংগঠনিক তালিকা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ সাংগঠনিক পরিবর্তন হতে চলেছে দলের। এর সঙ্গেই বিধানসভার প্রার্থী মনোনয়ন, পুরসভার প্রার্থী বাছাই, এমনকি মন্ত্রিসভার আসন্ন রদবদলের প্রশ্ন জড়িয়ে। তাই এত বড় অপারেশনের জন্য আরও সময় নেওয়া প্রয়োজন বলেই মনে করছেন মমতা।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা