বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | পর্যটকদের জন্য সুখবর, দিঘায় হোটেলে গুণতে হবে না বাড়তি কড়ি, বড়দিনের আগেই পদক্ষেপ প্রশাসনের

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৩ নভেম্বর ২০২৪ ১৪ : ৩৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: সামনেই বড়দিনের ছুটি। মন্দারমনির হোটেলগুলি নিয়ে টানাপড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলোতে পর্যটকদের ভিড় দিঘায় আছড়ে পড়তে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। দিঘায় ঘুরতে এসে হোটেল ভাড়ায় নিতে গিয়ে পর্যটকদের যাতে বাড়তি টাকা গুণতে না হয় সে জন্য ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এর পাশাপাশি পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে। 

সামনে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থেকে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি পর্যন্ত দিঘাতে পর্যটকদের সমাগমের কথা মাথায় রেখে দিঘা জুড়ে বাড়তি নজরদারির জন্য প্রায় ৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। সমুদ্রস্নানে থাকা পর্যটকেরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য নামানো হচ্ছে সাতটি স্পিডবোট। সারাক্ষণ নজরদারি চালানো হবে। ফি-বছর ভিড়ের চাপে অনেকবার দুর্ঘটনার কবলে পড়েছেন পর্যটকেরা। সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে অনেক পর্যটকের। তা এড়াতেই এ বার বোটে নজরদারি। এই সময় বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া খেয়ালখুশি মতো বাড়িয়ে দেন। সে কথা মাথায় রেখে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে। হোটেলগুলিকে ঘরের ভাড়ার তালিকা রিসেপশনে পর্যটকদের জ্ঞাতার্থে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাখতে হবে কমপ্লেন বক্স। পাশাপাশি পুলিশ প্রশাসনের হেল্পলাইনেও অভিযোগ জানাতে পারবেন পর্যটকেরা। এর পরেও কেউ বাড়তি ভাড়া চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। গোটা ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য একটি এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিসিটিভির ফুটেজে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানা সারাক্ষণ নজরদারি চালাবে। দিঘায় বেড়াতে এসে পর্যটকেরা সর্বস্বান্ত হওয়ার খবর অনেকবারই পাওয়া গেছে। বেড়াতে এসে যাতে কোনভাবে সমস্যা তৈরি না হয় এই ব্যবস্থা বলে জানা গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

দীঘা হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিপ্রদাস চক্রবর্তী বলেন, "প্রশাসনের এমন উদ্যোগ ভাল। তবে, দিঘা জুড়ে এখন আর কেউই তেমন বাড়তি ভাড়া নেয় না। ভিড়ের সময় কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকলে অভিযোগ পেলেই অ্যাসোসিয়েশনও ব্যবস্থা নেবে। এ বার মন্দারমনির অধিকাংশ হোটেলগুলি নিয়ে আইনি জটিলতার কারণে দিঘায় ব্যাপক বুকিং হচ্ছে। এ বার নজরকারা ভিড় হতে পারে দিঘাতে।"

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "ভিড়ের মধ্যে পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। ২৫ ডিসেম্বর থেকে চালু করা হবে ব্যবস্থা।"


#Christmas Celebration# Digha# Digha Administration#Digha Sankarpur Development Authority



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সোমবার সন্দেশখালি যাচ্ছেন মমতা, সরকারি কর্মসূচি ছাড়াও উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের...

ছোট সরাল থেকে খুন্তে হাঁস, পরিযায়ী থেকে স্থানীয়, দূর থেকে শোনা যাচ্ছে রসিক বিলে পাখিদের তরজা ...

দুপাশে খাড়া পাহাড়, মাঝখানে গা ছমছমে সরু পথ, উত্তরবঙ্গের এই গিরিখাত নিয়ে আগ্রহ বাড়ছে পর্যটকদের ...

খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...

স্ত্রীকে খুশি করতে ‘ভালবাসা’ চুরি, মাঝরাস্তায় ভেঙে গেল প্লাস্টিকের ‘লাভ’, তারপর? ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...



সোশ্যাল মিডিয়া



11 24