বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার

দেবস্মিতা | ২২ নভেম্বর ২০২৪ ২০ : ৪৭Debosmita Mondal


বাপি মণ্ডল: রাত পোহালেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। গণনা হবে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। ছয় বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হলেও গোটা বাংলার নজর আটকে রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটির ফলাফলের দিকে। বাংলায় প্রথমবার বামেরা নকশালদের সঙ্গে জোট করে সেখানে ভোটের ময়দানে লড়াই করেছে। তাই, নৈহাটির ফলাফল কী হয়, সেদিকেই গোটা বাংলার নজর থাকছে।

 

 

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের ছয়‌ জন বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। তার মধ্যে পাঁচ জন তৃণমূলের বিধায়ক রয়েছেন। রয়েছেন বিজেপিরও এক বিধায়ক। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে ছ'জনকেই বিধায়ক পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি বিধায়কশূন্য ওই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করে। গত ১৩ নভেম্বর ছিল ছয় কেন্দ্রের ভোটগ্রহণ। তার মধ্যে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি কেন্দ্র রয়েছে। 

 

 

নৈহাটি বিধানসভা কেন্দ্রে পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী সনৎ দে উপনির্বাচনে ব্যাপক প্রচার করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল বামেদের একদা দুর্ভেদ্য ঘাঁটি নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই নৈহাটির রাজনৈতিক ব্যাটন বামেদের দখলে ছিল। বাম সরকারের দাপুটে মন্ত্রী রঞ্জিত কুন্ডু নৈহাটি থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই বামেরা তাদের খাসতালুকে এবার উপযুক্ত প্রার্থীই খুঁজে পায়নি। তারা আসনটি সিপিআই (এমএল) লিবারেশনকে ছেড়ে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বামেদের সঙ্গে নকশালদের জোট থাকলেও বাংলায় এতদিন তা অধরা মাধুরী হয়েছিল। উপনির্বাচন থেকে লিবারেশন রাজ্যে প্রথমবার বাম জোটের অন্তর্ভুক্ত হল। লিবারেশনের প্রার্থী হয়েছেন দেবজ্যোতি মজুমদার। 'কংশাল' ছুঁৎমার্গ ছেড়ে বাম কর্মী-সমর্থকেরা লিবারেশন প্রার্থীর হয়ে এবার বিস্তর ঘাম ঝরিয়েছেন। বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা আলাদা করে লড়াই করেছেন। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল ১৫ হাজারেরও বেশি। স্বাভাবিকভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে জয়ের ব্যাপারে তৃণমূল বেশ আশাবাদী হয়ে উঠেছে। কিন্তু বাম ভোট কি অতি বাম লিবারেশনের প্রার্থীর পক্ষে গিয়েছে? শনিবার ইভিএম খুললেই তা জানা যাবে। ওয়াকিবহাল মহলের মতে, বাম জোটের প্রার্থী হিসেবে লড়াই করলেও লিবারেশন উপনির্বাচনে তেমন দাগ কাটতে পারবেন না। পদ্ম শিবিরও উপ নির্বাচনে দাগ কাটতে পারবে না।

 

 

নৈহাটি স্টেডিয়ামে ভোট গণনা হবে। মোট ১ লক্ষ ৯৩ হাজার ভোটার রয়েছেন। তার মধ্যে ভোট দিয়েছেন এক লক্ষ ২২ হাজার। ২১টি টেবিলে ভোট গণনা হবে। মোট ১০ রাউন্ড গণনা হবে। 

 

 

হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে হাড়োয়া পীর গোরাচাঁদ উচ্চ বিদ্যালয়ে। মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে। সেখানে ২০টি গণনা টেবিল করা হয়েছে। মোট ২৪০ জন গণনা কর্মী থাকছেন। 

 

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, 'ভোটগ্রহণ থেকে গণনার দিন পর্যন্ত স্ট্রংরুমে সমস্ত ইভিএম ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর ইভিএমের ভোট গণনা হবে। পর্যবেক্ষকরা চাইলে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখবেন। গণনা কেন্দ্রের ভিতরে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।'


By PollBy election 2024

নানান খবর

নানান খবর

৫০ বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল বিরল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের

বেসরকারি স্কুলে লাগামহীন বেতন, নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার, বিধানসভায় জানালেন ব্রাত্য

আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, মিড ডে মিলের রান্নার সময় প্রেসার কুকার ফেটে ভয়াবহ দুর্ঘটনা

ফরাসি শাসন মুক্তির ৭৫তম বর্ষ, চন্দননগরে পথচলা শুরু হল হেরিটেজ রিসার্চ সেন্টারের

তিন গুণ বেশি পার্কিং ফি নেওয়া হচ্ছে এই রেল স্টেশনে, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে বিষাক্ত গ্যাসে মৃত মুর্শিদাবাদে চার পরিযায়ী শ্রমিক

সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন

রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী 

ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !

চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪


সোশ্যাল মিডিয়া