বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

ipl date announced

খেলা | আগামী তিন বছরের আইপিএল শুরুর দিন ঘোষিত, ফাইনাল কবে জানুন 

Rajat Bose | ২২ নভেম্বর ২০২৪ ১০ : ৫৯Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৫ সালে আইপিএল শুরু হবে ১৪ মার্চ। মেগা নিলামের দু’‌দিন আগেই একথা জানা গেল। তবে সবটাই সূত্রের খবর। জানিয়ে দেওয়া হল ফাইনালের দিনও। শুধু আগামী বছরের নয়, ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের দিন জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর আইপিএলের ফাইনাল হবে ২৫ মে।


জানানো হয়েছে, আগামী বছর আইপিএল শুরু হবে ১৪ মার্চ। ফাইনাল ২৫ মে। আর ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ। ফাইনাল ৩১ মে। ২০২৭ সালে আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। ফাইনাল ৩০ মে। সূত্রের খবর, আইপিএল শুরু ও ফাইনালের দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই।


প্রসঙ্গত, আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। জানা গেছে, নিলামে উঠতে চলেছেন ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবোয়ের ক্রিকেটাররা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হয়ে যাবে আইপিএল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। 


সূত্রের খবর, বোর্ডের তরফে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোকে ইমেল করে এই তারিখ জানিয়েছে বোর্ড। এর আগে কখনও তিন বছরের আইপিএলের দিন একসঙ্গে ঘোষণা করা হয়নি। আগামী মাসেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসবেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে আর মাত্র কয়েক দিন রয়েছেন তিনি। তার আগে আগামী তিন বছরের আইপিএলের দিন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ।


এদিকে, ২০২৭ অবধি ফাইনালগুলি রবিবার দেখে রাখা হয়েছে। আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজগুলিও সেই ভাবে রাখা যাবে। কোনও ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সেই কারণে বোর্ডের এমন সিদ্ধান্ত বলে অনেকের মত। এদিকে, এবারের মেগা নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা যাবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। সেকারণেই সম্ভবত এভাবে আগামী তিন বছরের আইপিএলের দিন ঘোষণা করে দেওয়া। 


এদিকে, জানা গেছে ২০২৫ ও ২০২৬ আইপিএলে হবে ৭৪ ম্যাচ। ২০২৭ আইপিএলে হবে ৯৪ ম্যাচ। 

 


#Aajkaalonline#ipl#dateannounced#iplauction



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...

বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...

অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...

'গতি হারিয়েছে, তবুও মেসির থেকে ভাল রোনাল্ডো', 'এলএম ১০' -কে কটাক্ষ আর্জেন্টাইন প্রাক্তনের ...

সন্তোষের শেষ চারে বাংলা, ওড়িশাকে হারালেন নরহরিরা ...

'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...

বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...

মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...

'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...

সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?‌...

দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...

কেমন আছেন কাম্বলি?‌ জানুন চিকিৎসক কী বলছেন

'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...

অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...

পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...



সোশ্যাল মিডিয়া



11 24