সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ২১ নভেম্বর ২০২৪ ২১ : ২৯Sampurna Chakraborty
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব - ২ (শ্রীমন্ত, দীপক)
শ্রীভূমি ফুটবল ক্লাব - ১ (শফিক আলি গায়েন)
আজকাল ওয়েবডেস্ক: লড়াই করে জয় বোধহয় একেই বলে। যজ্ঞের আগুন থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি বোধহয় এমনই রঙিন হয়। 'এলেন, দেখলেন আর জয় করলেন', এই প্রবাদ বোধহয় এমন মুহূর্তের জন্যই উচ্চারিত হয়। বৃহস্পতিবার কিছুটা সেই আলেকজান্ডারের মতোই ইতিহাস তৈরি করল বাংলা ফুটবলের নবজাতক ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। চ্যাম্পিয়ন হয়ে তারা পৌঁছে গেল কলকাতার প্রিমিয়ার ডিভিশনে। ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারাল। জয়ী দলের হয়ে গোল করেন শ্রীমন্ত কিস্কু এবং দীপক ছেত্রী। পথ চলা শুরু করে প্রথম বছরই চ্যাম্পিয়ন। এই নজির অন্য কোনও দলের নেই। চলতি বছরের ১৫ এপ্রিল আত্মপ্রকাশ ঘটে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। দীপক মণ্ডলের তত্ত্বাবধানে মে মাস থেকে শুরু হয় অনুশীলন। কয়েক মাসের মধ্যেই এল বিরাট সাফল্য।
ক্লাবের জন্মলগ্নেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্রতিষ্ঠাতা এবং ক্লাব সচিব দেবদূত রায়চৌধুরী। এদিন সেটা বাস্তবায়িত হল। দেবদূত রায়চৌধুরী বলেন, 'চমক মনে হলেও, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা ময়দানের ফুটবলে পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ার ডিভিশনের ছাড়পত্র সংগ্রহ করা। আমি আজ ড্রেসিংরুমে ঢুকেই ফুটবলারদের বলেছি, আমাদের কাজ এখনও শেষ হয়নি। জিততেই হবে। এই পর্যায়ে সপ্তাহে ৫-৬ দিন প্র্যাকটিস অনেকেই করে না। কিন্তু আমরা করেছি। তারই ফল মিলল।' সামনে আরও কঠিন লড়াই। খেলতে হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের বিরুদ্ধে। প্রিমিয়ার ডিভিশনেও একই ধারাবাহিকতা বজায় রাখা লক্ষ্য। দেবদূত বললেন, 'আমরা কলকাতা লিগ জেতার চেষ্টা করব। আমাদের স্বপ্ন বড়। এই প্রথম কোনও ক্লাব আত্মপ্রকাশের বছরই চ্যাম্পিয়ন হল। প্রিমিয়ার ডিভিশনেও ভাল করার বিষয়ে আশাবাদী। কলকাতার তিন বড় ক্লাব একশো দেড়শো বছর ধরে আছে। একদিন আমরাও সেই জায়গায় পৌঁছব। বিগ থ্রির সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমরা ভাগ্যবান। ওদের যোগ্য সমান জানিয়েই বলছি, আমরাও নিজেদের সেরাটাই দেব।'
এদিন বর্তমানের উচ্ছ্বাসে কোথাও মিশে ছিল বিয়োগ বেদনাও। এই জয় ভাইস প্রেসিডেন্ট মৌ রায়চৌধুরী মহাশয়াকে উৎসর্গ করা হয়। ক্লাবের শুভাকাঙ্খী থেকে কর্তৃপক্ষের বিশ্বাস, তাঁর আশির্বাদ সব সময় ক্লাবের সঙ্গে থাকবে। দীর্ঘদিনের পথ চলার সঙ্গী ছিলেন মৌ রায়চৌধুরী। খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ ছিল আগাগোড়াই। সম্পাদনায় প্রকাশিত হত খেলা কেন্দ্রিক পত্রিকা। আজ তিনি থাকলে হয়তো আরও একটু বেশি রঙিন হত আজকের জয়। তবু আজকে মাঠের প্রতিটি উচ্ছ্বাসে তিনি যেন না থেকেও সদা বিদ্যমান। সেই কারণেই এদিনের জয় উৎসর্গ করা হল তাঁর উজ্জ্বল স্মৃতির প্রতি। তিনি যে আছেন, জাগ্রত স্মৃতিতে, সে কথাই মনে পড়ল প্রতিটি মুহূর্তে।
পাশাপাশি, কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন গোলকিপিং কোচ প্রশান্ত দে। এদিন, প্রথম থেকেই কোচের পাশে তাঁর চেয়ারে জার্সি, গ্লাভস রেখে পুরো ম্যাচ খেলা হয়। যেন তিনি পাখির চোখে নজর রাখছেন খেলোয়াড়দের দিকে। খেলা শেষে তাঁর নামের চেয়ার মাঠের মাঝেও রাখা ছিল। তাতে ছিল সেই জার্সি এবং গ্লাভস। দেওয়া হয় মেডেল। তার চারপাশেই চলে চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশন। বাঁধনহারা উচ্ছ্বাসে মাতেন ফুটবলাররা।
তবে এদিনের খেলা ছিল একপেশে। ম্যাচের অধিকাংশ সময় দশের বিরুদ্ধে দশের লড়াই। শেষদিকে লাল কার্ড দেখলেন বেশ কয়েকজন। তারমধ্যে পাঁচটি শ্রীভূমির, একটি ইউনাইটেডের। শ্রীভূমির তিনজন প্লেয়ার এবং দু'জন কোচিং স্টাফ লাল কার্ড দেখেন। সেই ফুটবলারদের তালিকায় রয়েছেন ফারুক, সুব্রত বিশ্বাস এবং প্রদীপ মোহনরাজ। তবে ম্যাচে আগাগোড়া দাপুটে ফুটবল খেলেই জিতল ইউকেএসসি। গোলের ব্যবধান আরও বাড়লেও অবাক হওয়ার কিছু থাকত না।
কলকাতা মাঠ এরকম জমজমাট পরিবেশে কবে প্রথম ডিভিশনের খেলা দেখেছে, তা ক্রীড়া ঐতিহাসিকরাও বলতে পারবেন না। গ্যালারি ছিল প্রায় ভর্তি। কলকাতা লিগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচ। দু'দলই প্রিমিয়ার লিগের যোগ্যতা অর্জন করে ফেললেও চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ছিল। তাই ব্যারাকপুর স্টেডিয়ামের গ্যালারি ভরিয়েছিলেন সমর্থকরা। ছিলেন ক্লাবের শীর্ষ আধিকারিকরা। ছিলেন শ্রীভূমির সভাপতি এবং দমকল মন্ত্রী সুজিত বসু।
ম্যাচের শুরুতে ইউকেএসসির প্রয়াত গোলকিপার কোচ প্রশান্ত দের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয়। খেলার শুরু থেকেই দুই উইং দিয়ে আক্রমণ তৈরি হয়। প্রথমার্ধে কয়েকটা বিক্ষিপ্ত আক্রমণে যাওয়ার চেষ্টা করে শ্রীভূমিও। কিন্তু লাভ হয়নি। ম্যাচের ২৮ মিনিটে দ্বিতীয় হলুদ, অর্থাৎ লাল কার্ড দেখেন শ্রীভূমির ফারুক। দশজনের প্রতিপক্ষকে পেয়ে ম্যাচে আরও জাঁকিয়ে বসে দীপক মণ্ডলের দল। প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের শেষদিকে ইউকেএসসির হয়ে ১-০ করেন শ্রীমন্ত কিস্কু।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ইউকেএসসি। ম্যাচের ৫২ মিনিট সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইউকেএসসির সুজয় খাড়া। তবে তার প্রভাব খেলায় পড়েনি। ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। সে সুযোগ হারালেও তিন মিনিটের মধ্যে তিন পয়েন্ট নিশ্চিত হয়। মাঝমাঠ থেকে বল পেয়ে একক দক্ষতায় বিপক্ষ গোলকিপারকে কাটিয়ে ম্যাচের ৬১ মিনিটে ২-০ করেন দীপক ছেত্রী।
শেষ পাঁচ মিনিট ঘটনাবহুল। চাপ সৃষ্টি করার চেষ্টা করে প্রতিপক্ষ। বিপক্ষের বক্সে ইউকেএসসির ফুটবলারের হাতে বল লাগায় পেনাল্টি পায় শ্রীভূমি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান শফিক আলি গায়েন।
যতই একপেশে দেখতে লাগুক, খেলায় লড়াই ছিল সমানে সমানে। শ্রীভূমিকে দেখে মনে হয়নি, এক ইঞ্চি জমিও বিনাযুদ্ধে ছেড়ে দিতে রাজি দল। তবু, এমন হাইভোল্টেজ লড়াইয়ে যে সামান্য এগিয়ে থাকে, সেই হয় সেরার সেরা। আগমনী শীতের বিকেলে সেই কারণেই বাংলা ফুটবলের ইতিহাসে নিজের নাম পাকা করে নিল নবজাতক ক্লাব।
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও