শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

uksc beat sreebhumi

খেলা | কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

Rajat Bose | ২১ নভেম্বর ২০২৪ ২০ : ৫৮Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ইউকেএসসি ইউকেএসসি’‌। গ্যালারিতে তখন শব্দব্রক্ষ্ম। মাঠে দাপিয়ে বেড়াচ্ছে একদল দামাল ছেলে। জিততেই হবে। প্রতিজ্ঞা করে নেমেছিল দলটা। একচ্ছত্র আধিপত্য রেখে দল যখন ২–১ ব্যবধানে শ্রীভূমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মত্ত। তখন হয়ত মনে পড়ে যাচ্ছিল সেই কঠিন দিনগুলোর কথা। এই তো সেদিনের কথা।


ধুমধাম করে কলকাতা ফুটবলে আত্মপ্রকাশ। প্রথম বছরেই কলকাতা ফুটবলে প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে প্রবেশ। অথচ জার্নিটা তো সহজ ছিল না। শুরুর দিকে হার, কয়েকটা ম্যাচে ড্র, এগিয়ে গিয়েও গোল খেয়ে যাওয়া। সময়টা ভাল যাচ্ছিল না। আর ঠিক এই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানো। লড়াই করে সুপার সিক্সে জায়গা করে নেওয়া। তারপর শুধু জয় আর জয়। সুপার সিক্সের পাঁচ ম্যাচে চার জয়। একটি ড্র। অপ্রতিরোধ্য ছিল ইউকেএসসি।


তাই তো ম্যাচ শেষে কোচ দীপক মণ্ডল বলে গেলেন সেই লড়াইয়ের কথা। ‘‌একসময় বেশ কঠিন চ্যালেঞ্জ ছিল। ঠিক সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানো।’‌ আর এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোচ। বলেছেন, ‘‌এরকম ম্যানেজমেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার। সব সময় ফুটবলারদের পাশে থাকা। সুবিধা অসুবিধা বুঝে নেওয়া। এরকম একটা ম্যানেজমেন্ট পাশে থাকলে যে কোনও দল ঘুরে দাঁড়াবেই।’‌


মাঠে এদিন কলেজ পড়ুয়া থেকে অতি উৎসাহী সমর্থকদের ভিড়। একটা করে আক্রমণ হয়েছে, আর গ্যালারিতে শব্দব্রক্ষ্ম ‘‌ইউকেএসসি ইউকেএসসি’‌। প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে এরকম ভিড় কবে হয়েছে তা জানতে হয়ত পরিসংখ্যানবিদের সাহায্য নিতে হবে। 


গ্যালারিতে টিম ম্যানেজমেন্টের সদস্যদের উপস্থিতি। দলকে ক্রমাগত উৎসাহ দেওয়া। জয়ের পর মাঠেই সেলিব্রেশন। কিন্তু ভুলছেন না সামনে আরও কঠিন লড়াই। সেটাই শোনা গেল কোচের গলায়, ‘‌আগামী বছর আরও কঠিন লড়াই। লড়তে হবে বড় দলের বিরুদ্ধে। কিন্তু এই ছেলেদের উপর বিশ্বাস রাখা যায়। ওরা পেরেছে। আগামীতেও পারবে।’‌


একটা কথা ফুটবলে প্রায়শই বলা হয়। যে কোনও লম্বা লিগে চ্যাম্পিয়ন হতে গেলে ধীরে ধীরে পিক করতে হয়। ঠিক সেটাই করেছে ইউকেএসসি। শুরুতে একটু আটকে গেলেও কঠোর অনুশীলন, অনুশাসনের মাধ্যমে এই দলটা যখন পিক করল তখন আর আটকানো যায়নি। তাই তো আধিকারিকরা খুশিতে ডগমগ। পাশাপাশি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলে দিচ্ছেন, ‘‌আরও বড় হতে হবে।’‌ 


নিষ্ঠা, পরিশ্রম যাদের মজ্জায় মজ্জায়। জীবনে তারাই হয় সফল। আবির্ভাবেই প্রিমিয়ারে পৌঁছে সেটাই দেখিয়ে দিল ইউকেএসসি। 


একটা দৃশ্য খুব ভাল লাগল। মাঠ থেকে ফুটবলাররা যখন বেরিয়ে যাচ্ছেন। পেছন পেছন ছুটছিল মত্ত জনতা। যেন চিরকালীন স্বপ্নের সুলুক সন্ধানে। সেই স্বপ্নই তো কলকাতা ফুটবলে এনে দিল ইউকেএসসি। 



#Aajkaalonline#uksc#beatsreebhumi



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পার্থে তৈরি হল ইতিহাস, ৭৭ বছরে যা দেখেনি ক্রিকেট বিশ্ব  ...

নীতীশ ও রানার অভিষেক, পার্থ টেস্টের শুরুতেই চাপে ভারত...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...

প্রথম টেস্টেই থাকছেন রোহিত শর্মা? পারথ টেস্ট শুরুর আগের দিনেই নয়া আপডেট, খুশির হাওয়া ভারতীয় দলে...

পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...

মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...

কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...

টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...

ফেয়ারওয়েল ম্যাচে কোর্টে নেমেই আবেগে ভাসলেন নাদাল, কান্নায় ভিজল চোখ...

ওরা পারে, আমরা পারি না, ইন্দোনেশিয়ার সৌদি-জয় দেখিয়ে দিল গুরপ্রীতরা আইএসএলেই সুন্দর!...

নিউজিল্যান্ড সিরিজের ভরাডুবি ভুলে, নিজেদের প্রতি বিশ্বাস রাখার বার্তা রোহিতের ডেপুটির...

ভারতীয় দলের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফির আগে খোঁচা অজি তারকার...

আরসিবির অধিনায়ক কে হবে? তরুণ ক্রিকেটারের নাম প্রস্তাব উথাপ্পার, শুনলে চমকে যাবেন...



সোশ্যাল মিডিয়া



11 24