শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: ঘন বসতিপূর্ণ এলাকায় জঞ্জালের স্তূপ উপচে পড়েছে রাস্তায়। জঞ্জালে বুজেছে রাস্তা সংলগ্ন পুকুরের অধিকাংশ। ফেলা হচ্ছে মরা জীবজন্তু। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে হুগলি চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের জোড়া ঘাট লেন এলাকায়। অভিযোগ, একাধিকবার জানানোর পরেও নির্বিকার কাউন্সিলর। শুধু ওই ওয়ার্ড ছাড়া শহরের অন্য কোথাও এই সমস্যা নেই, জানিয়েছেন পুরপ্রধান।
চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত এই ওয়ার্ড। জোড়া ঘাটের অপরপ্রান্তে জোড়াঘাট লেন সোজা গিয়ে পৌঁছেছে চুঁচুড়া জেলা হাসপাতালে। গোটা রাস্তা অপরিষ্কার, একাধিক জায়গা নোংরা হয়ে রয়েছে। ওই রাস্তা সংলগ্ন এলাকায় বাস করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে, রাজ্যের প্রাক্তন উপসচিব, সরকারি উচ্চপদস্থ আমলা সহ বহু বিশিষ্ট মানুষ। জোড়াঘাট সংলগ্ল এলাকায় রয়েছে একাধিক সরকারি অফিস। সেই অফিসগুলির সামনেও একাধিক জায়গায় নোংরা হয়ে রয়েছে।
স্থানীয় প্রীতি তালুকদার জানিয়েছেন, ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার করার কোনও বালাই নেই। কোনও মাসে একবার, কোনও মাসে আবার সেটাও হয় না। মাঝে মাঝেই মরা কুকুর বেড়াল এখানে ফেলে দেওয়া হয়। গোটা এলাকা দুর্গন্ধে ছেয়ে যায়। বাড়ির একদম পাশে তাই দরজা জানালা বন্ধ করেও ঘরে টেকা যায় না। মাঝে মাঝে জঞ্জালে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। কাউন্সিলরকে বলে কোনও লাভ হয় না। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। তাঁরা বলেছেন পরিষ্কারের প্রসঙ্গ তুললেই কাউন্সিলর কর্মীদের স্ট্রাইক ইত্যাদি নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান।
রাজ্য সরকারের প্রাক্তন উপসচিব স্থানীয় বাসিন্দা অজিত বসু বলেছেন, তাঁর বাড়ির সামনে একটি পুকুর ছিল। দীর্ঘদিন ধরে সেই পুকুরের গা ঘেঁষে জঞ্জাল ফেলা হচ্ছে। জঞ্জালের সেই স্তূপ উপচে পুকুরে পড়ছে। সম্প্রতি আবার গাছ কেটে ডালপালাও সেখানে ফেলা হয়েছে। এভাবে চলতে থাকায় বর্তমানে পুকুরের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। তিনি বলেছেন, এটা ইচ্ছাকৃত কিনা তিনি জানেন না। নোংরা আগাছায় পরিপূর্ণ পুকুর এখন আর দৃশ্যমান নয়। তবে ওই পুকুরের উপর এলাকার নিকাশি অনেকটাই নির্ভরশীল। পুকুর বুজে গেলে এলাকায় নিকাশি নিয়ে চরম সংকট দেখা দেবে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সমীর সরকার কোনও কথা বলতে চাননি।
হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন, পুরসভার অন্য কোনও ওয়ার্ডে এই সমস্যা নেই। ওই ওয়ার্ড সমস্যার কারণ কাউন্সিলর, তিনি নিজের কাজটা ঠিক করে করেন না। পুরসভা তো এভাবে কোনও ওয়ার্ডে গিয়ে সাফাই করতে পারে না, এটা সম্ভবও নয়। ওটা কাউন্সিলরদের কাজ। সাফ সাফাই নিয়ে ওই ওয়ার্ড থেকে আগেও অনেক অভিযোগ এসেছে। পুকুরের বিষয়টিও তিনি দেখছেন।
ছবি পার্থ রাহা।
#Hooghly# Westbengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ডানকুনিতে চলল গুলি, রক্তাক্ত কাণ্ড ভরসন্ধ্যায়...
শেয়ালের উৎপাতে ছাড়া পেল অপহৃত! ভেস্তে গেল মুক্তিপণ আদায়ের ছক...
বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল...
বাজি কারখানায় বিস্ফোরণ, গ্রেপ্তার কারখানার মালিক ...
টানা তিনদিন বন্ধ ব্যাঙ্ক, বিপুল সমস্যা এড়াতে এখনই জেনে নিন তারিখগুলি...
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...
দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্যভেদ, খুনের কারণ জানলে চমকে উঠবেন...
ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...
সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...