শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জঞ্জালের স্তূপ উপচে পড়েছে পুকুরে, দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা, চরম দুর্দশা

Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ঘন বসতিপূর্ণ এলাকায় জঞ্জালের স্তূপ উপচে পড়েছে রাস্তায়। জঞ্জালে বুজেছে রাস্তা সংলগ্ন পুকুরের অধিকাংশ। ফেলা হচ্ছে মরা জীবজন্তু। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে হুগলি চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের জোড়া ঘাট লেন এলাকায়। অভিযোগ, একাধিকবার জানানোর পরেও নির্বিকার কাউন্সিলর। শুধু ওই ওয়ার্ড ছাড়া শহরের অন্য কোথাও এই সমস্যা নেই, জানিয়েছেন পুরপ্রধান। 

 

চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্রে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত এই ওয়ার্ড। জোড়া ঘাটের অপরপ্রান্তে জোড়াঘাট লেন সোজা গিয়ে পৌঁছেছে চুঁচুড়া জেলা হাসপাতালে। গোটা রাস্তা অপরিষ্কার, একাধিক জায়গা নোংরা হয়ে রয়েছে। ওই রাস্তা সংলগ্ন এলাকায় বাস করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেন দে, রাজ্যের প্রাক্তন উপসচিব, সরকারি উচ্চপদস্থ আমলা সহ বহু বিশিষ্ট মানুষ। জোড়াঘাট সংলগ্ল এলাকায় রয়েছে একাধিক সরকারি অফিস। সেই অফিসগুলির সামনেও একাধিক জায়গায় নোংরা হয়ে রয়েছে। 

 

স্থানীয় প্রীতি তালুকদার জানিয়েছেন, ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার করার কোনও বালাই নেই। কোনও মাসে একবার, কোনও মাসে আবার সেটাও হয় না। মাঝে মাঝেই মরা কুকুর বেড়াল এখানে ফেলে দেওয়া হয়। গোটা এলাকা দুর্গন্ধে ছেয়ে যায়। বাড়ির একদম পাশে তাই দরজা জানালা বন্ধ করেও ঘরে টেকা যায় না। মাঝে মাঝে জঞ্জালে আগুন লাগিয়ে দেওয়া হয়। তখন নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। কাউন্সিলরকে বলে কোনও লাভ হয় না। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। তাঁরা বলেছেন পরিষ্কারের প্রসঙ্গ তুললেই কাউন্সিলর কর্মীদের স্ট্রাইক ইত্যাদি নানা অজুহাত দিয়ে এড়িয়ে যান। 

 

রাজ্য সরকারের প্রাক্তন উপসচিব স্থানীয় বাসিন্দা অজিত বসু বলেছেন, তাঁর বাড়ির সামনে একটি পুকুর ছিল। দীর্ঘদিন ধরে সেই পুকুরের গা ঘেঁষে জঞ্জাল ফেলা হচ্ছে। জঞ্জালের সেই স্তূপ উপচে পুকুরে পড়ছে। সম্প্রতি আবার গাছ কেটে ডালপালাও সেখানে ফেলা হয়েছে। এভাবে চলতে থাকায় বর্তমানে পুকুরের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। তিনি বলেছেন, এটা ইচ্ছাকৃত কিনা তিনি জানেন না। নোংরা আগাছায় পরিপূর্ণ পুকুর এখন আর দৃশ্যমান নয়। তবে ওই পুকুরের উপর এলাকার নিকাশি অনেকটাই নির্ভরশীল। পুকুর বুজে গেলে এলাকায় নিকাশি নিয়ে চরম সংকট দেখা দেবে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সমীর সরকার কোনও কথা বলতে চাননি। 

 

হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেছেন, পুরসভার অন্য কোনও ওয়ার্ডে এই সমস্যা নেই। ওই ওয়ার্ড সমস্যার কারণ কাউন্সিলর, তিনি নিজের কাজটা ঠিক করে করেন না। পুরসভা তো এভাবে কোনও ওয়ার্ডে গিয়ে সাফাই করতে পারে না, এটা সম্ভবও নয়। ওটা কাউন্সিলরদের কাজ। সাফ সাফাই নিয়ে ওই ওয়ার্ড থেকে আগেও অনেক অভিযোগ এসেছে। পুকুরের বিষয়টিও তিনি দেখছেন।

ছবি পার্থ রাহা।


#Hooghly# Westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...

টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...

অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...

হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...

'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...

এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...

দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...

ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...

তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...

অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...

গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...



সোশ্যাল মিডিয়া



11 24