বুধবার ২০ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ নভেম্বর ২০২৪ ১৪ : ৪৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: যাত্রা শেষ হওয়ার আগেই ডিউটি শেষ হওয়ায় বিমান চালাতে অস্বীকার করলেন চালকরা। যাত্রীদের গন্তব্যে যেতে হল বাসে করে। বিমানযাত্রার শেষটুকু কাটল বাসেই। প্যারিস থেকে নয়াদিল্লি গামী একটি বিমানকে দৃশ্যমানতার অভাবের কারণে ঘুরিয়ে দেওয়া। সেটি সেই সময়ে এসে পৌঁছয় জয়পুর বিমানবন্দরে। সেখানে দীর্ঘক্ষণ আটকে থাকেন যাত্রীরা। বিমান চালকেরাও যাত্রাপথের ছাড়পত্রের অপেক্ষা করতে থাকেন। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সেই ছাড়পত্র মেলে না, ততক্ষণে শেষ হয়ে গিয়েছে এই বিমানের চালকদের ডিউটির সময়। দেরি অত্যাধিক হওয়ায় তাঁরা বিমান চালাতে অস্বীকার করেন। তারপর অগত্যা, বাসে করে যাত্রীদের জয়পুর থেকে দিল্লি পাঠায় বিমান সংস্থা। বিমানযাত্রার এহেন বিপত্তির নজির আগে কখনও দেখা গিয়েছে কী না, সন্দেহ।
জানা গিয়েছে, প্যারিস থেকে নতুন দিল্লি আসছিল বিমানটি। জয়পুরে এসে প্রবল কুয়াশার মধ্যে পড়ে সেটি। দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে চলে যায়। ওদিকে, দূষণের মাত্রা বেশি থাকায় দিল্লিতেও ছিল অত্যাধিক ধোঁয়াশা। স্বাভাবিক কারণে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বলা হয়, বিমানটি ওই সময়ে গন্তব্যে পৌঁছতে পারবে না। তাই দীর্ঘক্ষণ আটকে পড়ে সেটি। জয়পুরের বিমানবন্দরেই অপেক্ষা করে। জয়পুর থেকে এবার যাত্রীরা যাবেন কীভাবে? তাঁরা আবেদন করেন অন্য একটি বিমানের জন্য। কিন্তু সেটা দিতে রাজি হননি বিমান কর্তৃপক্ষ। তার বদলে করে দেওয়া হয়েছে বাসের ব্যবস্থা।
ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে। রবিবার রাত ১০টা নাগাদ যাত্রীদের নিয়ে প্যারিস থেকে রওনা দিয়েছিল বিমানটি। সোমবার সকালে সেটির পৌঁছনোর কথা ছিল রাজধানী দিল্লিতে। তার আগেই বাধা সৃষ্টি করে খারাপ আবহাওয়া।
ভুক্তভোগী এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিষয়টি। তিনি জানিয়েছেন, বিমানের মধ্যে তাঁরা পাঁচ ঘণ্টা আটকে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং দু'মাসের সন্তান। তাঁরা অপেক্ষা করেছিলেন, হয়ত বিমান কর্তৃপক্ষ অন্য বিমানের ব্যবস্থা করে দেবেন। সেটা না দেওয়ায় ক্ষুব্ধ তাঁরা। জানিয়েছেন, এটা একপ্রকার হয়রানি। তিনি নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, দিল্লির খারাপ আবহাওয়া নতুন কোনও বিষয় নয়, তাই প্রায়শই বিমান সঠিক সময়ে বিমানবন্দরে নামতে পারে না। এর জন্য অতি অবশ্যই অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু সেটা না করে তাদের বাসে করে দিল্লি পাঠানো হয়েছে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ঝাড়খণ্ডে ফিরছেন হেমন্তই? নাকি বাজিমাত হিমন্তের কৌশলে? দু' দফার ভোট শেষে সমীক্ষা বলছে বড় কথা...
আগামী পাঁচ বছর মহারাষ্ট্র কার? ফিরছেন উদ্ধব? হাইভোল্টেজ ভোট শেষে বড় ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়...
দিল্লির মতোই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, রাজস্থানের জেলায় জেলায় আতঙ্ক, বড় সিদ্ধান্ত পড়ুয়াদের জন্য...
সিনেমাই এবার বাস্তবে, হারিয়ে যাওয়া বাবাকে কীভাবে খুঁজে পেলেন মেয়েরা শুনলে চমকে উঠবেন...
ভারতের সবথেকে ধীরগতির ট্রেন কোনটি, এই ট্রেনে চড়েছেন আপনিও...
লেভেল ক্রসিং ভেঙে ট্রেনে ধাক্কা, উল্টে গেল ট্রাক, দুর্ঘটনার কবলে রেল...
মিরাকল! দু'ঘণ্টা বন্ধ হৃদস্পন্দন, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন যুবক, অবাক করা কাণ্ড এইমস ভুবনেশ্বরে ...
ঢকঢক করে 'মদ' পান, মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়লেন মেঝেতে, মর্মান্তিক পরিণতি বৃদ্ধের ...
কিছুতেই কমছে না দূষণ, অগত্যা কৃত্রিম বৃষ্টি চাইছে দিল্লি সরকার, চাওয়া হল মোদির অনুমতি ...
রেলে লোয়ার বার্থ বুকিং করার নিয়ম বদল, কীভাবে এর সুবিধা নেবেন ...
ক্লাস ওয়ানে ভর্তির ফি সাড়ে চার লক্ষ টাকা! মেয়ের স্কুলের ফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবা বললেন, 'সম্ভব নয়'...
সব শ্রেণির অনলাইন পাঠ নয়, দিল্লির সিদ্ধান্তে আদালতের প্রশ্ন, ‘পড়ুয়াদের ফুসফুস কি আলাদা?’...
অশান্ত মণিপুরকে নিয়ন্ত্রণে আনতে আরও ৫০ কোম্পানি জওয়ান পাঠাচ্ছে শাহি মন্ত্রক ...
মঙ্গলবার তিনি উঠবেন আন্তর্জাতিক মঞ্চে! কী ভাবে সিনেমার সঙ্গে জড়িয়ে গেলেন এই ৮০ বছরের মহিলা...
ঝোলে মাংস নেই, মেজাজ হারিয়ে চড়-থাপ্পড, বিজেপি নেতার ফিস্টের ‘মটন ওয়ার’-এ তুলকালাম...