শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | অস্ট্রেলিয়াতেই তৈরি হবে ভবিষ্যতের রোডম্যাপ, ভাগ্য লিখন বিরাট-রোহিতেরও?

Sampurna Chakraborty | ২০ নভেম্বর ২০২৪ ১৪ : ৪১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ নির্দিষ্ট করা হবে। লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেট নিয়েও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই কারণেই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর‌ সিরিজ চলাকালীন থেকে যাচ্ছেন অজিত আগরকর। গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনায় বসবেন বোর্ডের প্রধান নির্বাচক। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে তেমনই জানানো হয়েছে। দাবি করা হয়েছে, আগরকরকে পুরো সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ায় থাকার নির্দেশ দিয়েছে বোর্ড। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গম্ভীরের সঙ্গে বসে আগামী দিনের ব্লুপ্রিন্ট তৈরি করতে বলা হয়েছে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভারতের ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন করা হয়। ছ'ঘণ্টার ম্যারাথন বৈঠক চলে। দুই পক্ষের মধ্যে সংযোগ স্থাপন করতে এবং হাত মিলিয়ে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। বোর্ডের এক কর্তা জানান, 'আগরকর এবং গম্ভীর দু'জনেই জানেন, ভারতের মাটিতে এমন জঘন্য পারফরম্যান্সে সমালোচনার ঝড় বইবে। যা যুক্তিসঙ্গত। অস্ট্রেলিয়া সফর লম্বা হওয়ায় দু'জন একসঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট করতে পারবে। সফর শেষের পর ভারতীয় ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে আলোচনা করতে পারবে। শক্তিশালী ব্যাকআপ তৈরি করতে দু'জনেরই অন্তত দেড় বছর লাগবে। এই পদ্ধতি বা প্রক্রিয়ায় একই মেরুতে থাকতে হবে দু'জনকে।' 

রিপোর্ট অনুযায়ী, এই বৈঠকে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। চারজনের বয়স‌ই তিরিশের কোটার শেষদিকে। আর খুব বেশি বছর খেলা চালিয়ে যেতে পারবে না। বোর্ড মনে করছে, এখন থেকেই চার তারকার পরিবর্ত খোঁজা শুরু করে দেওয়া উচিত। এই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা বলেন, 'সিনিয়র প্লেয়াররা এখনও দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে এই নিয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচক এবং কোচের প্ল্যান ওদের জানানো হবে। তাঁদের পরিকল্পনা জানতে চাওয়া হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হওয়ার আগেই সিনিয়র ক্রিকেটারদের কেরিয়ার প্ল্যান জানতে চাওয়া হবে। দু'বছর পর একদিনের বিশ্বকাপ রয়েছে। সেটাও মাথায় রাখা হবে।' অস্ট্রেলিয়ার মাটিতেই ভাগ্য লিখন হতে পারে ভারতীয় দলের দুই মহারথীর। 


Gautam GambhirAjit AgarkarVirat KohliRohit SharmaTeam India

নানান খবর

নানান খবর

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

সোশ্যাল মিডিয়া