বুধবার ২০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | কাজের চাপ কমাতে ডেটিং করুন, অ্যাপ খুলে দিল কোম্পানি, কোথায় চালু আজব এই নিয়ম

দেবস্মিতা | ১৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৮Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: অফিসে কাজের প্রেশার। তাই পরিবেশে সুসম্পর্ক বজায় রাখতে ডেটিং অ্যাপ চালু করল এক তথ্য প্রযুক্তি সংস্থা। ঘটনাটি দক্ষিণ চিনের। 

 

 

কর্মীরা যাতে কর্মক্ষেত্রে রোম্যান্স খুঁজে পায় তাই এই নয়া উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শেনজেনে অবস্থিত কোম্পানিটির নাম ইনস্টা ৩৬০। এই অ্যাপের মাধ্যমে কর্মচারীরা শুধু নিজেদের মধ্যেই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে ডেটিং অ্যাপের পরিচয় করিয়ে দিলেও মিলবে নগদ পুরস্কার। 

 

 

সেখানকার এক সংবাদমাধ্যম দাবি করেছে, যদি কোম্পানির বাইরের কারও সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয় অ্যাপের মাধ্যমে তাহলে ৬৬ ইউয়ান করে টাকা পাবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭০ টাকা। কোম্পানির নয়া এই উদ্যোগ চালু হয়েছে তিন মাস আগে। 

 

 

ডেটিং অ্যাপের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম চালু করেছে কোম্পানি। যদি একজন কর্মচারী কোম্পানির বাইরের কারও সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এবং তিন মাস সম্পর্ক বজায় রাখে, সেক্ষেত্রে পুরস্কার পাবেন তারা।  কোম্পানির কর্মচারী পাবেন সেক্ষেত্রে এক হাজার ইউয়ান। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা বেশ খানিকটা। প্রায় এগারো হাজার সাতশো টাকা। 

 

 

গত, ১১ নভেম্বরের মধ্যে কোম্পানির ফোরামে প্রায় ৫০০ টি পোস্ট প্রকাশিত হয়েছে। কোম্পানি এই ডেটিং অ্যাপের জন্য এখনও পর্যন্ত প্রায় দশ হাজার ইউয়ান বা প্রায় ১.১৬ লাখ টাকা খরচ করেছে। অফিসের কাজের চাপের পাশাপাশি এরকম সুযোগ করে দেওয়ায় খুশি কর্মীরা। অনেককে মজা করে এও বলতে শোনা গিয়েছে, কোম্পানি নিজের মায়ের চেয়ে বেশি আগলে রাখছে। 

 

 

কোম্পানির নয়া এই স্কিম ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেটাগরিকরা মন্তব্য করেছেন, সংশ্লিষ্ট ওই কোম্পানিতে কোনও ভ্যাকান্সি রয়েছে কি না, একইসঙ্গে কেউ আবার এমনটাও বলেছেন, প্রতি কোম্পানির এটা খেয়াল রাখা উচিত। তাহলে কর্মীরা চাপমুক্ত হন। কিছু বিরূপ মন্তব্যও এসেছে। তাদের অবশ্য দাবি, ভালোবাসাকে এইভাবে টাকা নিয়ে পরিমাপ করা উচিত নয়। 

 

 

প্রসঙ্গত, এই নিয়ম চালু করার পেছনে আরও একটা কারণ উঠে এসেছে। বর্তমানে চিনে বিয়ে এবং জন্মহার দুটোই কমছে।  সাম্প্রতিক সরকারি তথ্য বলছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে মাত্র ৪.৭৪ মিলিয়ন দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যা গত বছর ২০২৩ সালে ছিল ৫.৬৯ মিলিয়ন। কমেছে ১৬ শতাংশেরও বেশি। অন্যদিকে, দেশটির জন্মহারও নিম্নমুখী। ২০২৩ সালে, এটি প্রতি এক হাজার জনে ৬.৩৯ জনে নেমে এসেছে, যা ২০২২ সালে প্রতি হাজারে ৬.৭৭ জন ছিল।


#China company#Dating app



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বসকে বকুনি দেওয়ার লোক এসে গিয়েছে, কোন কোম্পানি চালু করল এই নতুন নিয়ম?...

সাইবার আক্রমণে নতুন হাতিয়ার, সহজেই বোকা হবেন আপনি ...

ক্যান্সারের খরচ জোগাতে লোকের থেকে টাকা তুলেছিলেন, সেই টাকায় কী করলেন যুবক ...

প্রাচীন পৃথিবীর রহস্য উন্মোচিত, অ্যান্টার্কটিকায় কী আবিষ্কার করলেন বিজ্ঞানীরা ...

২০০৫ সালে লটারিতে জিতেছিলেন ২০ কোটি, এমন কী হল যাতে সব হারিয়ে পথে বসলেন মহিলা ...

সমুদ্রের মাঝে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা, হঠাৎই টান পড়ল জালে, জলের তলা থেকে যা বেরোল.......

হড়বড়িয়ে ইলন মাস্কের এক্স ছাড়ছেন ব্যবহারকারীরা, যোগ দিচ্ছেন ‘রাইভাল’ ব্লুস্কাই-এ, সামনে এল ‘সত্যি কারণ’...

'এটা অফিস, ক্লাব নয়', মিটিংয়ে গরহাজির হতেই বসের কড়া পদক্ষেপ, মাথায় হাত কর্মীদের ...

জি ২০ সম্মেলনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

গলা ফোলার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তরুণী, চিকিৎসা করতে গিয়েই অবাক হয়ে গেলেন চিকিৎসক, তারপর যা বললেন......

ইলন মাস্কের স্বপ্নকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে, জানলে অবাক হবেন ...

গুগলকে আরও উন্নত করবে জেমিনি, কতটা সুবিধা হবে ব্যবহারকারীদের ...

পৃথিবীতে সেরা যোদ্ধা ছিল মানুষ, তারপর কী হল

আমেরিকা থেকে ভারত আসতে সময় লাগবে ৩০ মিনিট, আর কী বললেন ইলন মাস্ক ...

বেকারির মালিকের সঙ্গে রোজ আড্ডা, ৫০ বছর পর জানলেন তিনিই মা! ডিএনএ পরীক্ষার পর চমকে গেলেন প্রৌঢ় ...

‘তুমি একটি আবর্জনা, দয়া করে মরো’, গুগুলের জেমিনি এআইয়ের এই মন্তব্যে তোলপাড় গোটা বিশ্ব...



সোশ্যাল মিডিয়া



11 24