রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

barrackpore tmc leader mysterious death issue

রাজ্য | বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর

Rajat Bose | ১৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং। তার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করে আনা হয়েছে। মঙ্গলবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন। পাশাপাশি এদিন তিনি উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তেরও আশ্বাস দিয়েছেন। 

গত শনিবার বাড়ির মধ্যে থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ প্রয়াত তৃণমূল নেতার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে তিনি দু’‌জনের বিরুদ্ধে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা লিখে গিয়েছেন। মঙ্গলবার সাংসদ পার্থ ভৌমিক উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ এলাকায় প্রয়াত সত্যজিৎবাবুর বাড়িতে গিয়েছিলেন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তাঁর সঙ্গে ছিলেন। প্রয়াত সত্যজিৎবাবুর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় পার্থ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘‌সত্যজিৎবাবুর মৃত্যুরহস্যের তদন্তের জন্য আমি পুলিশকে বলেছি। যথাসময়ে পুলিশ ব্যবস্থা নেবে।’‌ 

তারপরই পার্থ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দাগেন। পার্থ বলেন, ‘‌আমার কাছে খবর আছে, বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করেছেন। তাঁকে হত্যা করার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। বিষয়টি তাঁকে দেখতে বলেছি। রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন। তাই, বদলা নিতে তিনি তাঁকে খুনের চেষ্টা করছেন। সোমনাথের যদি কোথাও কিছু হয়, তার জন্য অর্জুন সিং দায়ী থাকবেন।’‌ জগদ্দলের বিধায়ক সোমনাথ বলেন, ‘‌ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই। আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ প্রকাশ্যে এনেছি। প্রমাণ করে দিয়েছি, তাঁর মদতে ব্যারাকপুরে বহু খুন হয়েছে। তাই, আমাকে তিনি পথের কাঁটা মনে করছেন। আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে অবশ্য আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশের কাছে কোনও নিরাপত্তার দাবি করিনি।’‌ 

পার্থ ও সোমনাথের অভিযোগ সম্পর্কে পাল্টা বলেছেন বিজেপি নেতা অর্জুনও। তিনি বলেন, ‘‌রাজ্যের সরকার তৃণমূলের। মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী তৃণমূলের। আমি যদি সুপারি কিলার ভাড়া করে এনে থাকি, পুলিশ তাদের ধরছে না কেন? আসলে তৃণমূলের ভিতরেই চূড়ান্ত গোষ্ঠীসংঘর্ষ চলছে। নিজেরাই নিজেদের নেতা–কর্মীদের খুনের চেষ্টা করছে। মুখ বাঁচাতে এখন ওরা আমাকে নিশানা করছে।’‌ সোমনাথ শ্যাম সম্পর্কে অর্জুনের মন্তব্য, ‘‌সোমনাথকে আমি শত্রু মনে করতে যাব কেন? তিনি আমার কোনও লেভেলেই পড়েন না। ওঁকে শত্রু মনে করার মতো সময়ও আমার নেই। আসলে সোমনাথের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হবে। তার আগে তিনি রাজ্য পুলিশ দিয়ে নিজের নিরাপত্তা বলয় সাজিয়ে নিতে চাইছেন। তাই, আমার বিরুদ্ধে হাওয়ায় মিথ্যা অভিযোগ ভাসিয়ে দিয়ে তিনি সে সব সুবিধা নিতে চাইছেন।’‌ 

 

 

 


#Aajkaalonline#barrackporemunicipality#arjunsingh



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24