শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ১৬ : ১৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: টেনিসকে গুডবাই জানানোর প্রস্তুতি নিচ্ছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপ ফাইনালের পর কোর্টকে চিরতরে বিদায় জানাবেন। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে শেষবার রাফার হাতে ব়্যাকেট দেখে আবেগতাড়িত হয়ে পড়বে বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। তাঁর বিদায় যন্ত্রণা দেবে ভক্তদের। এমনকি স্প্যানিয়ার্ডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরাও কষ্ট পাচ্ছেন। কোর্টে নাদালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রজার ফেডেরার। একসময় সেরার লড়াইকে একে অপরকে ছাপিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালান দুই কিংবদন্তি। কিন্তু রাফার বিদায়বেলায় আবেগ চেপে রাখতে পারলেন না সুইস তারকা। নাদালের সঙ্গে সমস্ত অভিজ্ঞতা তুলে ধরলেন নিজের এক্স হ্যান্ডেলে। সেখানে টেনিস কোর্টে প্রথমবার মুখোমুখি হওয়া থেকে দুই তারকার বিভিন্ন সাক্ষাতের উল্লেখে করা আছে।
রজার ফেডেরার লেখেন, 'ভামোস রাফায়েল নাদাল। তুমি টেনিস থেকে গ্র্যাজুয়েট হওয়ার প্রস্তুতি নিচ্ছ। আমি আবেগতাড়িত হয়ে পড়ার আগে কিছু জিনিস তোমাকে বলতে চাই। আমি যত না তোমাকে হারিয়েছি, তার থেকে অনেক বেশি তুমি আমাকে হারিয়েছ। তুমি আমাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করেছ, যা অন্যান্যরা করতে পারেনি। ক্লে কোর্টে মনে হতো আমি তোমার বাগানে ঢুকে পড়েছি। আমাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছ তুমি। তুমি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছ। এমনকী যার ফলস্বরূপ আমি নিজের ব়্যাকেটের সাইজ বদলে ফেলতে বাধ্য হই। আমি কুসংস্কারে বিশ্বাসী নই। কিন্তু তুমি আমাকে ভাবতে বাধ্য করেছ। তুমি ম্যাচের আগে যা যা করতে, নিজের জলের বোতলগুলো সামনে জড়ো করা, চুল বেঁধে নেওয়া, অন্তর্বাস ঠিক করে নেওয়া, গোপনে আমি সবকিছুই পছন্দ করতাম। কারণ তুমি অনন্য ছিলে। তোমার জন্য খেলাটা আমি আরও উপভোগ করেছি।'
২০০৪ সালে কেরিয়ারে প্রথমবার শীর্ষস্থান দখল করেন ফেডেরার। ক্লাউড নাইনে ছিলেন। কিন্তু তাঁকে বাস্তবের মাটিতে টেনে নামান স্প্যানিশ তারকা। সেই অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। একইসঙ্গে তুলে ধরেন নাদালের সঙ্গে কোর্টের শেষ স্মৃতি। ফেডেরার বলেন, '২০০৪ অস্ট্রেলিয়ান ওপেনের পর আমি প্রথমবার একনম্বর স্থান দখল করি। আমার মনে হয়েছিল আমি সবার ওপরে। তাই ছিলামও। কিন্তু দু'মাস পরে মায়ামিতে কোর্টে লাল হাত কাটা টি-শার্ট পরে, হাতের পেশি দেখিয়ে তুমি প্রবেশ করলে, এবং আমাকে অনায়াসে হারালে। তোমার সম্পর্কে যা শুনছিলাম, সত্যি প্রমাণিত হল। আমরা দু'জনেই তখন কেরিয়ার শুরু করছিলাম। ২০ বছর পরে বলতে বাধ্য হচ্ছি, তোমার সাফল্যকে কুর্নিশ জানাতেই হবে। ১৪ বার ফরাসি ওপেন জয়। তুমি স্পেনকে গর্বিত করেছ। গোটা টেনিস বিশ্বকে গর্বিত করেছ। আমি একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর কথা ভাবি। একসঙ্গে খেলার দিনগুলো। কেপ টাউনে ৫০,০০০ ফ্যানের সামনে খেলা। ২০১৬ সালে মালোরকায় রাফা নাদাল অ্যাকাডেমির উন্মোচনে আমাকে আমন্ত্রণ জানার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। বিশ্বের বাচ্চাদের কাছে তুমি আদর্শ। আমাদের ছেলেমেয়েরা তোমার অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের সুযোগ পাওয়ায় আমি এবং আমার স্ত্রী মিরকা খুশি। ওরা ওখান থেকে অনেক কিছু শিখেছে। অবশ্য আমি সসময় একটা ভয়ে থাকতাম। ভাবতাম আমার বাচ্চারাও হয়তো বাঁ হাতি হয়ে যাবে। ২০২২ লন্ডন লেভার কাপের উল্লেখ করতেই হবে। আমার শেষ ম্যাচ। সেখানে আমি তোমাকে পাশে পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, ডাবলস পার্টনার হিসেবে। সেদিন তোমার সঙ্গে কোর্ট ভাগ করে নেওয়া, তারপর চোখের জলে ভেসে যাওয়া আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্তগুলোর মধ্যে জায়গা পাবে। জানি তোমার মহাকাব্যিক কেরিয়ারের শেষপর্বে তুমি ফোকাস করছ। শেষ হলে আমরা কথা বলব। বর্তমানে আমি তোমার পরিবার এবং দলকে অভিনন্দন জানাতে চাই। যারা তোমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমি তোমাকে জানাতে চাই, তোমার পুরোনো বন্ধু সবসময় তোমার পাশে আছে। এরপর তুমি যা করবে, তাতেও পাশে পাবে। একজন ফ্যান হিসেবে তোমার ভাল চাই।' রাফাকে লেখা এই লম্বা চিঠিতে একরাশ আবেগ ঢেলে দিয়েছেন রজার ফেডেরার। কোর্টে সবসময় তুল্যমূল্য লড়াই হয়েছে দু'জনের মধ্যে। কিন্তু অন্তরালে এত গাঢ় বন্ধুত্ব, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা লুকিয়ে ছিল, সেটা জানা গেল রাফার বিদায়বেলায়।
#Rafael Nadal#Roger Federer#Retirement#World Tennis
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ইংল্যান্ড সিরিজে পাওয়া যাবে রাহুলকে? ভারতীয় তারকাকে নিয়ে বড়সড় ইউ টার্ন মারল বোর্ড...
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অবসর নিয়ে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা ক্রিকেটার...
সিডনিতে মাইলফলক ছুঁতে না পেরে হতাশ স্মিথ, কী বললেন? ...
ভাঙলেন ব্যাট, একটুর জন্য গুরুতর আহত হওয়ার হাত থেকে বাঁচলেন ওয়ার্নার...
ইনস্টাগ্রামে রহস্যময় ছবি পোস্ট, ভক্তদের চিন্তায় ফেলে দিলেন জাদেজা...
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, নাম লেখালেন এই তালিকায়...
ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...
বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...
দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...
পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...
ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...
দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...
দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...
'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...
সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...