মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৪ ১৫ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চলন্ত লিফটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। এরপরেই পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে থানায় তলব করে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেবেলা পানিহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গৃহশিক্ষিকার কাছে পড়তে এসেছিল। চারতলা ওই আবাসনের দ্বিতীয় তলে এক শিক্ষিকার কাছে সে প্রাইভেট টিউশন পড়ে। ওই আবাসনের চতুর্থ তলায় এক প্রৌঢ় তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। অভিযোগ, ওই বালিকা যখন লিফটে উঠেছিল, প্রৌঢ় লিফটে দোতলার পরিবর্তে তিনতলার সুইচ টিপে দেন।
এরপর তিনি ওই বালিকাকে চারতলা পর্যন্ত নিয়ে যান। আবাসনের বিভিন্ন তলায় ঘুরিয়ে ওই বালিকাকে তিনি দীর্ঘক্ষণ লিফটে আটকে রাখেন। অভিযোগ, লিফটে থাকাকালে ওই প্রৌঢ় বালিকার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে ওই বালিকা অভিভাবকদের কাছে প্রৌঢ়ের 'কীর্তি'র কথা বলে দেয়। পরিবারের লোকেরা রাতেই খড়দা থানায় প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে আসে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তার না করে ওই প্রৌঢ়কে মৌখিক সতর্ক করে পুলিশ তখনকার মত ছেড়ে দেয়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই আবাসনের সামনে জড়ো হন। প্রৌঢ়ের ফ্ল্যাটের সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। নির্যাতিতা বালিকার মা বলেন, 'ফাঁকা লিফটে আমার মেয়েকে ওই প্রৌঢ় শ্লীলতাহানি করেছে। থানায় আমরা ওই প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।'
আবাসনের বাসিন্দা প্রবীর রায় বলেন, 'ওই প্রৌঢ়ের বিরুদ্ধে আগেও মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। বাইরে থেকে আবাসনে কাজ করতে আসা পরিচারিকাদের সঙ্গেও তিনি অশালীন আচরণ করেন। আগেও আমরা তাঁকে সতর্ক করেছি। কিন্তু তিনি নিজেকে শুধরে নেননি।' অভিযুক্ত প্রৌঢ় বলেন, 'আমি ওই বালিকার সঙ্গে খারাপ কিছু করিনি। বাচ্চা মেয়েটির গাল টিপে কেবল আদর করেছিলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।' বিষয়টি নিয়ে বাসিন্দারা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত প্রৌঢ়কে পুলিশ থানায় তলব করে।
#Local News#WB News#Sodepur News
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...
রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...
গাইঘাটায় সিভিল ইঞ্জিনিয়ারের ব্যাগে ৫০টি সোনার বিস্কুট, তাজ্জব বিএসএফের আধিকারিকরা ...
গাঁজার খরিদ্দারে কলকাতার উচ্চবিত্তরা! মুর্শিদাবাদে ধৃত দুই পাচারকারী, উদ্ধার বিপুল গাঁজা ...
রেল স্টেশন নাকি পাঁচতারা হোটেল! বিধাননগর রোড স্টেশনে গেলেই নতুন চমক...
ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...
না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...
পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...
বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...
পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়...
বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ, চালু হল পেনশন প্রকল্প...
দাউ দাউ করে জ্বলে উঠল বিয়েবাড়ির প্যান্ডেল, মুহূর্তে ছাই সব...
ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা...
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...