রবিবার ১২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৯ নভেম্বর ২০২৪ ১৪ : ০৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সামিকে অস্ট্রেলিয়া পাঠাও, ভারতকে বাঁচাও। বঙ্গপেসারের কোচ বদরুদ্দিন সিদ্দিকি এই বার্তাই দিলেন। ভারতের নির্বাচকদের কানে কি পৌঁছল সামির কোচের এহেন বার্তা?
রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটে সামির। ৪৩.২ ওভার হাত ঘুরিয়ে এই পেসার সাতটি উইকেট তুলে নেন। কোথাও মনে হয়নি সামি একবছর মাঠের বাইরে ছিলেন। বদরুদ্দিন বলছেন, ''সামিকে দেখে কোনও সময়ের জন্যই মনে হয়নি, ও একবছর ক্রিকেট থেকে দূরে ছিল। সামি নিজে খুব সৎ। যতক্ষণ ও খেলার মতো ফিট হয়নি, ততক্ষণ দলে ঢোকার চেষ্টাও করেনি। হয়তো আগেও দলে ঢুকতে পারত। কিন্তু সামি সেটা করতে চায়নি। তিলে তিলে ও নিজের সুনাম গড়ে তুলেছে। বড় বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন কিছু সামি করবে না, যার জন্য ওর ভাবমূর্তি নষ্ট হবে। বড় বোলারকে সব জায়গায় নিজেকে প্রমাণ করতে হয়।''
অস্ট্রেলিয়ার মাটিতে বড় পরীক্ষা টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে চারটিতেই জিততে হবে। ড্র করতে হবে একটি টেস্ট। নিঃসন্দেহে কঠিন কাজ। স্যর ডনের দেশে বদরুদ্দিন চাইছেন তাঁর শিষ্যকে। বলছেন, ''সামিকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া খুব দরকার। ওখানকার উইকেটের জন্য অভিজ্ঞ বোলারেরও খুব প্রয়োজন। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স রয়েছে, পিচে ঘাসও হয়তো থাকবে। অভিজ্ঞতার দাম রয়েছে। অভিজ্ঞ বোলার জানে কোথায় বল ফেললে উইকেট তুলে নিতে পারবে, কোথায় বল করলে ব্যাটসম্যানকে সমস্যায় ফেলবে। সামির অভিজ্ঞতা কাজে লাগবে।''
সামি কি আদৌ বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলবেন? পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির যে দল ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছে সামির নাম। ২৩ নভেম্বর থেকে শুরু টুর্নামেন্ট। প্রথম দিনই পাঞ্জাবের বিরুদ্ধে নামবে বাংলা। ফলে এটা নিশ্চিত প্রথম টেস্টে সামিকে পাওয়া যাচ্ছে না।
বোর্ডের মেডিক্যাল দল এবং নির্বাচকরা চাইছেন, আরও কয়েকটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলুক তারকা পেসার। শুধুমাত্র একটি রঞ্জি ট্রফির ম্যাচের ভিত্তিতে সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ডের নির্বাচক মণ্ডলী। কিন্তু তাতে দেরি হয়ে যাবে না তো? বদরুদ্দিন বলছেন, ''একটা-দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে সামিকে পাঠালে অনেক দেরি হয়ে যাবে।
চার ম্যাচ জিতলে তবেই তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা পৌঁছতে পারব। ফলে আমাদের দলে অভিজ্ঞ বোলারের দরকার। বুমরাহ তো রয়েইছে। সিরাজও রয়েছে। কিন্তু ওদের সঙ্গে সামিকেও দরকার। তিন বোলার একসঙ্গে খেললে ভারতের কাজটা সহজ হয়ে যাবে। সামির মতো অভিজ্ঞ বোলার নতুন বলেও উইকেট নিতে জানে, পুরনো বলেও উইকেট নিতে পারবে। ফলে অধিনায়কের হাতে বিকল্প বাড়বে।''
ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর, মুস্তাক আলির পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে তারকা পেসারের অস্ট্রেলিয়া সফরের ভাগ্য। এটাই বোধগম্য হচ্ছে না বদরুদ্দিনের। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালের পরে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেললেন সামি। একটু ভোঁতা হয়নি তাঁর ইনসুইং, আউটসুইং। বদরুদ্দিন বলছেন, ''দেশের মাটিতে বহু বোলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিন্তু বিদেশের মাটিতে দরকার অভিজ্ঞতার। বুমরাহ-সামির মতো বোলার খেললে, ওদের থেকেও বাকিরা শিখতে পারবে। পরবর্তীকালে যা কাজে লাগবে।''
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। পারথের প্রাণবন্ত পিচ অপেক্ষা করে রয়েছে বিরাট কোহলিদের জন্য। তার পর আরও পরীক্ষায় বসতে হবে ভারতকে। অস্ট্রেলিয়া সিরিজের উপরে নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য। গৌতম গম্ভীরের ভবিষ্যৎও তো ঝুলছে ট্র্যাপিজের দড়িতে। এই পরিস্থিতিতে বুমরাহ-সিরাজের সঙ্গে সামিকে জুড়ে দিলে ভারতীয় ক্রিকেটের 'থ্রি মাস্কেটিয়ার্স' অজি-ভূমি আগুন জ্বালাতে পারবেন বল হাতে। বদরুদ্দিনের আশঙ্কা একটাই সামিকে নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে যেন দেরি না হয়ে যায়! স্যর ডনের দেশে ভারতকে বাঁচাতে হলে সামিকে দ্রুততার সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে ওঠাতেই হবে। শুভ কাজে বিলম্ব কেন!
#MohamamadShami#BorderGavaskarTrophy#IndiavsAustralia#IndvsAus
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'১৫ দিনে দল তৈরি করা যায় না', বেঙ্গালুরুকে হারিয়ে বললেন মহমেডান কোচ চের্নিশভ ...
'অজুহাত না দিয়ে রেজাল্ট পাওয়ার চেষ্টা কর', ব্রুজোঁকে পরামর্শ মোলিনার ...
'দুটো পেনাল্টি আমাদের দেওয়া হয়নি', ডার্বি হেরে অস্কারের নিশানায় রেফারি ...
'এই ইস্টবেঙ্গল এখন আর ভয় জাগায় না, চরিত্র বদলে গিয়েছে', ক্লেটনদের হার দেখে হতাশ অতনু ...
গুয়াহাটি ডার্বিতে ১০ জনের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান, জঘন্য রেফারিংয়ে পেনাল্টি থেকে বঞ্চিত লাল-হলুদ...
জাতীয় দলে ফিরলেন সামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার ...
আইএসএলে অঘটন মহমেডানের, বেঙ্গালুরুকে হারিয়ে ডার্বির আগেই মোহনবাগানের সুবিধা করে দিল কলকাতার প্রধান...
লড়লেন একা চ্যাপম্যান, নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল শ্রীলঙ্কা ...
সিডনিতে মাইলফলক ছুঁতে না পেরে হতাশ স্মিথ, কী বললেন? ...
ভাঙলেন ব্যাট, একটুর জন্য গুরুতর আহত হওয়ার হাত থেকে বাঁচলেন ওয়ার্নার...
ইনস্টাগ্রামে রহস্যময় ছবি পোস্ট, ভক্তদের চিন্তায় ফেলে দিলেন জাদেজা...
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, নাম লেখালেন এই তালিকায়...
ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...
বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...
দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...
পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...