শনিবার ২৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ নভেম্বর ২০২৪ ১১ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভবঘুরে মহিলাকে তুলে আছাড়। তারপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অবশেষে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ওই যুবককে পাকড়াও করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার পীর গোরাচাঁদ বাজার চত্বরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারা বিবি নামে বছর চল্লিশের এক ভবঘুরে মহিলা গোরাচাঁদ বাজার সংলগ্ন একটি দরগার কাছে থাকতেন। তাঁর আত্মীয়-পরিজন বলে তেমন কেউ নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মহিলার এক জোড়া রুপোর কানের দুল ছিল। মিলন শেখ নামে স্থানীয় এক যুবকের কাছে তিনি তা রাখতে দিয়েছিলেন। শনিবার ওই দুল ফেরত চাইতেই মিলন তাঁকে বেধড়ক মারধর করে। দরগার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মিলন ওই মহিলাকে তুলে আছাড় মারছে। তারপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি আঘাত করছে। অন্য এক মহিলা ঠেকাতে গেলে মিলন বাঁশ নিয়ে তাঁর দিকেও তেড়ে যায় মিলন। সিসিটিভির ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা দেখে গোরাচাঁদ বাজারের ব্যবসায়ীরা পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ সিসিটিভির ওই ফুটেজ দেখে মিলনকে চিহ্নিত করে। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
আক্রান্ত আনোয়ারা বিবি বলেন, 'পরিবারের লোকেরা আমাকে কেউ দেখেন না। আমি ভিক্ষা করে খাই। আমার এক জোড়া কানের দুল ছিল। আমি মিলনের কাছে তো রাখতে দিয়েছিলাম। ওই দুল ফেরত চাইতেই আমাকে মিলন মারধর করেছে।'
স্থানীয় বাসিন্দা মিজানুর মোল্লা বলেন, 'দরগা একটি পবিত্র জায়গা। এখানে বহু অসহায় মানুষ আশ্রয় নেন। সেখানে ঢুকে মিলন শেখ নামে ওই যুবক যেভাবে অসহায়ক মহিলাকে মারধর করেছে, আমরা তাতে উদ্বিগ্ন। আমরা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।'
পীর গোরাচাঁদ দরগা ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, 'অসহায় এক মহিলাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। সামাজিক মাধ্যমে ওই ছবি দেখে আমরা শিউরে উঠেছি। আমরা পুলিশের কাছে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।' পুলিশ ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
#North 24 Pargana# Crime News# West Bengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার, ফাঁকা বাড়িতে গৃহবধূর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ...
প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় তিনটি বাঙ্কারের সন্ধান পেল বিএসএফ, ভিতরে উঁকি দিতেই চক্ষু স্থির ...
আর জি কর মামলার শাস্তি ঠিক হল না: সাংসদ কল্যাণ ব্যানার্জি ...
চুঁচুড়ায় উৎসবের মেজাজ, বাড়ি ফিরলেন খো-খো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের খেলোয়াড় সুমন ...
ফের হামলা আসানসোলে, এবার দিনেদুপুরে বন্দুক নিয়ে হামলা এক ব্যবসায়ীর বাড়িতে ...
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...
হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...
কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...
কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...
শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...