রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৬ নভেম্বর ২০২৪ ১১ : ৩০Krishanu Mazumder
কৃশানু মজুমদার: অবিকল একই দেখতে, তবুও এক নয়! চট্টগ্রামের মহম্মদ আরমানকে দেখে ভ্রম হতেই পারে। মনে হতে পারে বাংলাদেশে কীভাবে এসে পড়লেন ভারতের 'কিং কোহলি'!
পদ্মা পাড়ের দেশে মহম্মদ আরমান এখন ট্রেন্ডিং। তাঁর ভিডিও ভাইরাল হচ্ছে। সাংবাদিকদের ফোন আসছে মুহুর্মুহু। ভক্তদের মেসেজে ভর্তি হচ্ছে মোবাইলের ইনবক্স। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য শুরু হয়ে যাচ্ছে হুড়োহুড়ি। ২২ বছরের তরুণ জনপ্রিয়তার স্বাদ পেতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।
বন্ধুমহলে আরমান কোহলি নামেই তিনি পরিচিত। কিংবদন্তি কোহলি ব্যাট করতে নামলে ১০৪ ডিগ্রি জ্বর উঠে যায় তাঁর। ভারতীয় তারকা আউট হয়ে ফিরে গেলে অসুস্থ হয়ে পড়েন। স্যর ডনের দেশে প্রিয় ক্রিকেটারের ব্যাট গর্জে উঠুক, মনে প্রাণে চান আরমান। শুরু করে দিয়েছেন প্রার্থনা।
এহেন আরমান কোহলি আজকাল ডিজিটালকে বললেন, ''কোহলির প্রত্যাবর্তন ঘটবে অস্ট্রেলিয়ার মাটিতেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস আমাকে প্রেরণা জোগায়। বিরাট কোহলি কিং। ওঁর সমালোচনা যাঁরা করেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন।''
প্রিয় তারকার জন্মদিনের পর থেকেই সেনসেক্স বাড়ছে আরমান কোহলির। বেড়ে গিয়েছে তাঁর ব্যস্ততা। আরমান কোহলিকে নিয়ে খবর হচ্ছে সে দেশের সংবাদমাধ্যমে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত হচ্ছেন। তিনি বলছেন, ''চট্টগ্রাম থেকে এতবার আগে কখনও ঢাকা আসিনি। ৫ নভেম্বর আমার কিংয়ের জন্মদিন ছিল। তার পর থেকেই আমি জনপ্রিয়। ঢাকায় বিরাট কোহলির ফ্যান ক্লাব রয়েছে। গত পাঁচ বছর ধরে কোহলির জন্মদিন উদযাপন করছে ওরা। এই প্রথমবার আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমাকে সামনে পেয়ে ভক্তদের সে কী উত্তেজনা! যেন আসল বিরাট কোহলিই এসে গিয়েছে।''
কিন্তু কীভাবে তাঁর উপরে এসে পড়ল সার্চলাইট? কীভাবে হয়ে উঠলেন বাংলাদেশের 'বিরাট কোহলি'? আরমান জানাচ্ছেন, গত ৫ আগস্ট তাঁর একটা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তখন বাংলাদেশ অশান্ত। এক ভক্তের কাঁধে চেপে স্লোগান দিতে দেখা গিয়েছিল আরমানকে। সেই ভিডিও নিয়ে প্রতিবেশী দেশ ভারতেই বেশি চর্চা হয়। নিজের দেশে তখনও ছাপ ফেলেনি ভিডিওটি। কিন্তু চলতি মাসের ৫ তারিখের পর থেকে আরমান কোহলির জনপ্রিয়তার পারদ চড়তে থাকে বহুগুণে।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন চট্টগ্রামের খুলসির বাসিন্দা। দুই ভাই, দুই বোনের মধ্যে আরমানই বড়। একসময়ে ইসপাহানি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তিও হয়েছিলেন। কিন্তু ক্রিকেট নিয়ে বেশিদূর এগোতে পারেননি। নিজে না খেললেও ক্রিকেটই তাঁর ধ্যান জ্ঞান। বিরাট কোহলি তাঁর আরাধ্য দেবতা। আরমানের হাঁটা-চলা, তারকা ভারতীয় ব্যাটারের মতো শূন্যে ঘুসি ছোড়া দেখে মনে হবে, এ যে সত্যিই বিরাট কোহলি।
কিন্তু বিরাট ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে না তো আরমানের আসল সত্তা? আরমান এসব নিয়ে ভাবেনই না। ভারতের সুপারস্টার ক্রিকেটারকে নিয়ে মাতামাতি করায় দেশে অনেকেই তাঁকে ভর্ৎসনা করেছেন। অনেকের উপহাসের পাত্র হয়েছেন। সবসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বন্ধু রাফসান। খুড়তুতো ভাই রাহাত ফেসবুকে খুলে দিয়েছিলেন তাঁর নামে পেজ।
বছর দুয়েক আগে চট্টগ্রামের স্টেডিয়ামে বসে কোহলির সেঞ্চুরি দেখেছেন। একবার বিরাটের সঙ্গে তাঁর দৃষ্টি বিনিময়ও হয়। আরমানের হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচারে 'কিং কোহলি'র সঙ্গে তাঁর ছবি জ্বলজ্বল করছে। আরমান বলছেন, ''এক বন্ধু এডিট করে এই ছবিটা করে দিয়েছে।''
ভারতের তারকার আরও কাছে পৌঁছতে চান আরমান। স্বপ্নের তারকার খেলা দেখতে আইপিএলের সময় আসতেও পারেন ভারতে। সেই চেষ্টা করছেন তিনি। ভারত-বাংলাদেশ ম্যাচ হলে উভয় সঙ্কটে পড়েন? কোহলির মতো কভার ড্রাইভে প্রশ্নটা বাউন্ডারির বাইরে পাঠান আরমান। বলেন, ''দেশ আগে। চাইব কিং কোহলি ডাবল হান্ড্রেড করুক কিন্তু ম্যাচ জিতুক বাংলাদেশ।''
নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন বাংলাদেশের কোহলি। ব্যবসায় নামবেন। খুলতে চান ক্রীড়া সরঞ্জামের দোকান। নাম রাখবেন 'বিরাট শপ'। ভারতের কিংবদন্তি ক্রিকেটারকে আনতে চান সেই দোকানে। বিরাট স্বপ্নের জাল এখন থেকেই বুনতে শুরু করে দিয়েছেন আরমান কোহলি। থুড়ি 'বাঙালি কোহলি'।
নানান খবর
নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও