সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

uksc enters premier division

খেলা | আবির্ভাবেই বাজিমাত, এক ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ারে ইউকেএসসি

Rajat Bose | ১৫ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ দল হিসেবে আত্মপ্রকাশের পর যাত্রা শুরু হয়েছিল কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ডিভিশনে। আর প্রথম বছরেই বাজিমাত করল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এক ম্যাচ বাকি থাকতেই চলে গেল প্রিমিয়ার ডিভিশনে। আগামী বছর মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করবে ইউকেএসসি।


খেলা বাকি রয়েছে এখনও একটি। শ্রীভূমির বিরুদ্ধে। শেষ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ারে যাওয়া এখন পাখির চোখ ইউকেএসসির। তাই তো খেলা শেষে কোচ দীপক মণ্ডল বলে গেলেন, ‘‌এখনও একটা ম্যাচ বাকি। সেটাও জেতার চেষ্টা করব।’‌ পুরো কৃতিত্ব ফুটবলারদের দিয়ে কোচের সংযোজন, ‘‌ফুটবলাররা আছে বলেই কোচরা আছে। ছেলেরাই এই কৃতিত্বের দাবিদার।’‌


শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে সিটি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নেমেছিল ইউকেএসসি। শুরু থেকেই গোলের চেষ্টা করছিল দু’‌দল। ২৫ মিনিটের মাথায় ডান দিক থেকে আসা সেন্টারে অনবদ্য হেডে সিটির জালে বল জড়ান ইউকেএসসির সোমনাথ দে। তিনিই ম্যাচের সেরা। অনবদ্য খেললেন এদিন রক্ষণে। উঠে এসে গোলও করে গেলেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে সিটি পেনাল্টিতে সমতা ফেরায়।


দ্বিতীয়ার্ধে একেবারে আক্রমণের বন্যা বইয়ে দেয় ইউকেএসসি। তার ফলও মেলে হাতেনাতে। দ্বিতীয়ার্ধ শুরুর ১২ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন রাহুল ভিপি। এই ছেলেটি এবার ইউকেএসসি দলের বড় ভরসা। নিয়মিত গোল করে গিয়েছেন। এদিনও করলেন অনবদ্য গোল। বক্সের ডান প্রান্তে বল ধরে বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শট রাখলেন গোলে। সিটি গোলকিপার যার নাগাল পাননি। এরপর আরও গোল করতে পারত ইউকেএসসি। একটি শট গোলপোস্টে লেগে ফেরে। না হলে তিন পয়েন্ট নিয়েই ফিরত তারা। খেলা শেষের দশ মিনিট আগে সিটি আর একটি গোল করে সমতা ফেরায়। কিন্তু তাতে ইউকেএসসির প্রিমিয়ারে যাওয়া আটকায়নি। তবে এদিন ইউকেএসসি ডিফেন্ডার জয় ভট্টাচার্য গুরুতর চোট পান। জানা গেছে, তাঁর চোয়ালে চিড় ধরেছে। 


দলকে সমর্থন করতে প্রতি ম্যাচের মতো এদিনও গ্যালারিতে হাজির ছিলেন বহু ইউকেএসসি সমর্থক। তারা সারাক্ষণ প্রিয় দলকে সমর্থন করে গেলেন। ছিলেন টিম ম্যানেজমেন্টের শীর্ষ আধিকারিকরা। খেলা শেষে সবাই মাতলেন আনন্দে।


আগামী বছর আরও বড় লড়াই। বুক চিতিয়ে সেই লড়াই জয়ের বার্তা দিয়ে রাখল ইউকেএসসি। 


Aajkaalonlineukscenterspremierdivision

নানান খবর

নানান খবর

২৪ ক্যারাট সোনায় মোড়া আই ফোন, উপহার কে পেলেন জানুন 

গিলেসপির বকেয়া বেতনের অভিযোগ উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

টিম ইন্ডিয়া থেকে ছাঁটাই হওয়ার পর প্রথম মুখ খুললেন নায়ার, কী বললেন তিনি জানুন 

ঠিক যেন যুবরাজ! এক ম্যাচ খেলেই মনে করিয়ে দিলেন দেশের ক্যান্সারজয়ী তারকাকে

মেগা নিলামে কোটিপতি, অথচ চলতি মরশুমের আইপিএলে একটি ম্যাচও খেলেননি, তাঁরা কারা?

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

সোশ্যাল মিডিয়া