মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ২০ : ১৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল গার্গী রায়চৌধুরী- রজতাভ দত্ত অভিনীত মজার ছবি 'বলরাম কান্ড'র পোস্টার। পরিচালনায় সপ্তাশ্ব বসু। বৃহস্পতিবার কলকাতার একটি বিলাসবহুল রেস্তরাঁয় আয়োজন করা হয়েছিল এই পোস্টার লঞ্চ অনুষ্ঠান।
'বলরাম কান্ড'র কেন্দ্রে রয়েছেন তরঙ্গিনী মুখোপাধ্যায় (গার্গী রায় চৌধুরী) এবং কিশোর সান্যাল (রজত দত্ত), যাঁরা বছর ১২ আগেই নিজেদের বিবাহিত জীবনে দাড়ি টেনেছেন। বর্তমানে তাঁদের মেয়ে অবন্তিকা (ঐশ্বর্য সেন) অল্প বয়সেই বিয়ে করার সিদ্ধান্তে বদ্ধপরিকর। এবং সেই সিদ্ধান্ত যে মেয়ের জীবনে দুঃখকে বাড়ি বয়ে আনার সামিল, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সেই বিষয়ে নিশ্চিত 'তরঙ্গিনী' এবং 'কিশোর'। মেয়েকে সেই 'বিপদ'-এর নৌকা থেকে পা রাখার থেকে বাঁচাতে দীর্ঘ ১২ বছর পরে ফের এক হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। আর তারপরেই শুরু হয় দমফাটা মজার সব ঘটনা।
তবে 'বলরাম কান্ড'কে শুধুই দমফাটা হাসির ছবি বলতে নারাজ গার্গী। তাঁর কথায়, "হাসির মোড়কে অনেক গভীর কথা বলা হয়েছে এই ছবি। সম্পর্কের খুব কঠিন, জটিল কথা মজার মাধ্যমে পেশ করা হয়েছে এই ছবিতে। অসম্ভব প্রাণবন্ত একটা গল্প। এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একজন ম্যারেজ কাউন্সিলরের। উপর থেকে ব্যক্তিত্বে গাম্ভীর্য থাকলেও তাঁর রসবোধ কিন্তু তুখোড়। ব্যক্তিগতভাবে, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে।"
একেবারে নিজস্ব ছন্দে রজতাভ দত্ত বললেন, " বেশ কিছু গম্ভীর বিষয়কে মজার কম্বলের তলায় চাপা দিয়ে হাজির করা হয়েছে এই ছবিতে। তার মানে মোটেই এই নয় যে এই ছবি শুধুই হাসাবে। সম্পর্কের সমাজের বেশ কিছু দিকের কথা তুলে ধরা হয়েছে 'বলরাম কান্ড'-এ। যেমন , বাবা-মায়ের এমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমন সন্তানেরও কিন্তু বাবা-মায়ের প্রতি কিছু দায়িত্ব থেকে যায়। আর এই কথাগুলো কিন্তু জ্ঞান হিসাবে একেবারেই পেশ করা হয়নি। মজার মোড়কে হাজির করা হয়েছে। জোর দিয়ে বলছি, এই ছবি বারবার ঘুরে দেখার মতো। আমি নিজে দর্শক হিসাবে কিন্তু অবশ্যই এই ছবি দেখব একাধিকবার। ছবিতে আমার অভিনীত চরিত্রটি কিশোর এক মজার মানুষ। ভুলোমনা অথচ অঙ্কে ওস্তাদ। বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর মনে কষ্টের আঁচড়ের ব্যাথা এখনও রয়ে গিয়েছে, সেই দুঃখবিলাসী নয়। খুব রঙিন, রোম্যান্টিক ব্যাপারটাও আছে তাঁর চরিত্রে। দিনের মধ্যে দু'তিনবার রোদচশমা বদলে ফেলে যখন-তখন, এইরকম আর কি... তবে ছবির একেবারে শেষে গিয়ে বোঝা যায়, জীবন সম্পর্কে তার বোধ কতটা প্রবল। আশেপাশের আর পাঁচজন মানুষের থেকে কতটা আলাদা।"
পরিচালক সপ্তাশ্ব বসু জানিয়েছেন, 'বলরাম কান্ড' পরিবারের সব সদস্য একসঙ্গে বসে দেখতে পারবেন। পরিচালকের দৃঢ় বিশ্বাস, এ ছবিতে মজা উপভোগ করার পাশাপাশি ভাবনার খোরাকও পাবেন দর্শক। বিশেষত, নয়া প্রজন্ম ও তাঁর আগের প্রজন্মের দর্শক।
প্রসঙ্গত, 'বলরাম কান্ড' প্রথম বাংলা ছবি যার সিংহভাগ শুটিং সারা হয়েছে নৈনিতালে। ছবির গল্প লিখেছেন অপালা চৌধুরী ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। ছবির প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলেছে গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস ও প্ল্যাটিনাম পিকচার্স। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, রজতাভ দত্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা ও অর্পিতা রায়।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
‘বহুদিনের সম্পর্ক, কলকাতায় এলে রায়বাড়ি অবশ্যই আসতেন…’ শ্যাম বেনেগালের প্রয়াণে শোকস্তব্ধ সন্দীপ রায় আর কী বললেন?...
'কোনওদিন অভিনয় ছাড়বে না', জিতু কমলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শ্যাম বেনেগাল, পরিচালকের সঙ্গে আলাপের মুহূ...
'প্রশংসা করে বলেছিলেন আমি সাধারণ গায়ক নই, দার্শনিক'-শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় নচিকেতা...
'৯০ ছোঁয়া বয়সেও শুটিং ছেড়ে কখনও যাননি,সতর্ক দৃষ্টি রাখতেন মনিটরে', শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় চঞ্চল ...
ভূস্বর্গে টোটা জমজমাট! কেমন হল সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেষ’ ফেলুদা-অভিযান?...
রামচরণের বাহুলগ্না হতেই কটাক্ষের তির এল কিয়ারার দিকে! 'গেম চেঞ্জার' মুক্তির আগেই বেজায় চটলেন দর্শক...
এক ধাক্কায় সোনাক্ষীকে সমুদ্রের জলে ফেলে দিলেন জাহির! বিয়ের ছ'মাস ঘুরতেই কী হল নব দম্পতির মধ্যে?...
নাম না করেই 'খাদান'কে খোঁচা ঋত্বিক চক্রবর্তীর! পাল্টা জবাবে কী বললেন দেব অনুরাগীরা?...
'নিম ফুলের মধু'তে নতুন নায়ক অনিন্দ্য! কোন চমক আসছে গল্পের নতুন মোড়ে?...
বলি নায়িকাকে সরিয়ে নিজের জায়গা পাকা করলেন অদ্রিজা! 'অনুপমা'য় কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?...
বউ নিয়ে টানাটানি! 'দেবা-গৌরব'-এর সামনে ফাঁস 'আঁখি-ঝিলিক'-এর আসল পরিচয়, কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে...
দেশে বিদেশে সময়টা ভাল যাচ্ছে না কোহলির, এবার পেলেন আইনি নোটিশ, হাতে মাত্র একসপ্তাহ সময়...
হানি সিংকে কষিয়ে চড় মারেন শাহরুখ! সত্যি কি তাই? অবশেষে মুখ খুললেন গায়ক...
শ্রীদেবীর প্রেমে পড়েন বাবা বনি কাপুর, মানতে পারেননি ১০ বছরের অর্জুন! মানসিক অস্থিরতায় কী করেছিলেন অভিনেতা? ...
‘বেলাশেষে’, ‘প্রাক্তন’র পর ফের নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় অপরাজিতা আঢ্য! কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী? ...