রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | আমরা কি এজেন্ট দিয়ে দেব? হাড়োয়ায় বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

Riya Patra | ১৩ নভেম্বর ২০২৪ ১৩ : ২৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে বুধবার হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে হাড়োয়ার বিভিন্ন বুথে ঘুরে দেখা গেল, বিজেপির পোলিং এজেন্টই নেই। যদিও পদ্ম শিবিরের অভিযোগ, তৃণমূলের হুমকির ভয়ে তাদের বোলিং এজেন্টরা বুথে বসতে পারেননি। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের জবাব, আমরা কি ওদের এজেন্ট দিয়ে দেব? 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের হাজি নুরুল ইসলাম প্রায় ৮১ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দল তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে। তিনি বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে সংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় রীতি মেনে সাংসদ হিসেবে শপথগ্রহণের আগে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তাঁর ফেলে যাওয়া হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তাই উপনির্বাচন হচ্ছে। প্রার্থী হয়েছেন হাজি নুরুলের ছেলে শেখ রবিউল ইসলাম। তাঁর সঙ্গে লড়াই হচ্ছে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস প্রার্থীর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়ায় মূল লড়াই আবর্তিত হচ্ছে তৃণমূল বনাম আইএসএফের মধ্যে। অবশ্য বিজেপি প্রার্থী বিমল দাসও লড়াইয়ে রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের মোট ভোটার দু'লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। মোট বুথ ২৭৯টি। ভোট পরিচালনার জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে আরও তিন কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হয়েছে। ভোটের আগে থেকেই প্রত্যেক বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহলদারি চলছে।

কিন্তু বুধবার সকালে হাড়োয়ার আমিনপুর, শাসন, ফলতি বেলিয়াঘাটা, চাঁপাতলা ও খাসবালন্দা-সহ বিভিন্ন গ্রামের ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখা গেল, অধিকাংশ বুথে বিজেপি প্রার্থীর কোনও পোলিং এজেন্টই নেই। বুথের বাইরে নেই পোলিং টেন্টও। ভোট প্রচারের সময় থেকে হাড়োয়ায় বিজেপি জয়ের দাবি করেছে। কিন্তু বুথে কেন পোলিং এজেন্ট দিতে পারলেন না সে ব্যাপারে বিজেপি প্রার্থী বিমল দাসের অভিযোগ, 'মঙ্গলবার রাত থেকে পাড়ায় পাড়ায় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। তাই আমাদের পোলিং এজেন্টরা অনেকেই বুথে বসতে পারেননি।' 

যদিও তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের পাল্টা জবাব, 'হাড়োয়ার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। উন্নয়নের সঙ্গে রয়েছে। আমাদের দলের কেউ কোনও বিরোধী দলের পোলিং এজেন্টকে হুমকি দেয়নি। যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, বিজেপি তাহলে নির্বাচন কমিশনকে সেটা জানাক। নাকি আমরা ওদের এজেন্ট দিয়ে দেব? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে যাব।'


#Bypoll 2024#Bypoll#Bypoll west bengal# TMC#BJP#Election



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24