শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | আমরা কি এজেন্ট দিয়ে দেব? হাড়োয়ায় বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

Riya Patra | ১৩ নভেম্বর ২০২৪ ১৩ : ২৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে বুধবার হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকে হাড়োয়ার বিভিন্ন বুথে ঘুরে দেখা গেল, বিজেপির পোলিং এজেন্টই নেই। যদিও পদ্ম শিবিরের অভিযোগ, তৃণমূলের হুমকির ভয়ে তাদের বোলিং এজেন্টরা বুথে বসতে পারেননি। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের জবাব, আমরা কি ওদের এজেন্ট দিয়ে দেব? 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের হাজি নুরুল ইসলাম প্রায় ৮১ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দল তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে। তিনি বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে সংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় রীতি মেনে সাংসদ হিসেবে শপথগ্রহণের আগে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তাঁর ফেলে যাওয়া হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তাই উপনির্বাচন হচ্ছে। প্রার্থী হয়েছেন হাজি নুরুলের ছেলে শেখ রবিউল ইসলাম। তাঁর সঙ্গে লড়াই হচ্ছে আইএসএফ, বিজেপি ও কংগ্রেস প্রার্থীর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়ায় মূল লড়াই আবর্তিত হচ্ছে তৃণমূল বনাম আইএসএফের মধ্যে। অবশ্য বিজেপি প্রার্থী বিমল দাসও লড়াইয়ে রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের মোট ভোটার দু'লক্ষ ৬৯ হাজার ১০৩ জন। মোট বুথ ২৭৯টি। ভোট পরিচালনার জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে আরও তিন কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হয়েছে। ভোটের আগে থেকেই প্রত্যেক বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহলদারি চলছে।

কিন্তু বুধবার সকালে হাড়োয়ার আমিনপুর, শাসন, ফলতি বেলিয়াঘাটা, চাঁপাতলা ও খাসবালন্দা-সহ বিভিন্ন গ্রামের ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখা গেল, অধিকাংশ বুথে বিজেপি প্রার্থীর কোনও পোলিং এজেন্টই নেই। বুথের বাইরে নেই পোলিং টেন্টও। ভোট প্রচারের সময় থেকে হাড়োয়ায় বিজেপি জয়ের দাবি করেছে। কিন্তু বুথে কেন পোলিং এজেন্ট দিতে পারলেন না সে ব্যাপারে বিজেপি প্রার্থী বিমল দাসের অভিযোগ, 'মঙ্গলবার রাত থেকে পাড়ায় পাড়ায় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। তাই আমাদের পোলিং এজেন্টরা অনেকেই বুথে বসতে পারেননি।' 

যদিও তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের পাল্টা জবাব, 'হাড়োয়ার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। উন্নয়নের সঙ্গে রয়েছে। আমাদের দলের কেউ কোনও বিরোধী দলের পোলিং এজেন্টকে হুমকি দেয়নি। যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, বিজেপি তাহলে নির্বাচন কমিশনকে সেটা জানাক। নাকি আমরা ওদের এজেন্ট দিয়ে দেব? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের ভালোবাসায় আমরা এগিয়ে যাব।'


#Bypoll 2024#Bypoll#Bypoll west bengal# TMC#BJP#Election



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রয়াত লাল পাহাড়ির দেশে যা’‌র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বহরমপুরের বাজারে হানা টাস্কফোর্সের ...

পদ্ম শিবিরের হাতছাড়া হতে চলেছে মাদারিহাট, ঘাসফুলের জয় শুধু সময়ের অপেক্ষা...

দুই 'লাল' মিলেও লাল হল না নৈহাটি, সবুজ ঝড়ে উড়ে গেল লিবারেশন...

হাড়োয়া ও নৈহাটিতে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল, সবুজ আবিরে শাসকদলের উচ্ছ্বাস শুরু...

'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...

কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...

সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...

অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...

হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24