বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

veteran theatre artist rudraprasad sengupta and actor deepankar dey remember late theatre personality manoj mitra

বিনোদন | মনোজ মিত্রকে মানুষ কতদিন মনে রাখবে? উত্তর খুঁজলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দীপঙ্কর দে

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১২ নভেম্বর ২০২৪ ১৫ : ৩১Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ। মঙ্গলবার সকাল ৮.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন শিল্পী। বেশ সঙ্কটজনক ছিল তাঁর অবস্থা। তারপরই এদিন এল দুঃসংবাদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই নাট্য ব্যক্তিত্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতেও অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারই তাঁর বুকে পেসমেকার বসেছিল। 

 

তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘গণশত্রু’ এবং ‘ঘরে বাইরে’-তেও অভিনয় করেন তিনি। তা ছাড়াও মূলধারার একাধিক সিনেমায় পরিচিত মুখ ছিলেন মনোজ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা থিয়েটারের জগতের পাশাপাশি টলিপাড়াতেও। মনোজ মিত্রের প্রয়াণের খবরে মন ভাল নেই কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তর। আজকাল ডট ইন-এর কাছে এই প্রবীণ সিপিএম নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, অভিজ্ঞতা ভাগ করে নিলেন রুদ্রপ্রসাদ। 

 

 

“স্কটিশ চার্চ কলেজে আমার সহপাঠী ছিল মনোজ। ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম আমি, ও ছিল দর্শনের। কলেজে যেহেতু ছাত্র রাজনীতি করতাম তাই মনোজের সঙ্গে আলাপ ছিল, দারুণ বন্ধুত্ব ছিল না। ও কিন্তু পড়াশোনায় খুব চৌখস ছিল। পাশাপাশি সেই সময় থেকেই নাটক নিয়ে ওর মাতামাতি শুরু। ও কিন্তু ততদিনে বেশ নাম করে গিয়েছে। ‘সুন্দরম’ তৈরি করল, লেখালিখি...এরপর থিয়েটারের দুনিয়ায় যখন এলাম তখন ওর সঙ্গে আমার বন্ধুত্ব হল। মেধাবী, জ্ঞানী এবং গুণী একজন মানুষ ছিল মনোজ। একই ভাবে অত্যন্ত রসিক। স্বল্পবাক ছিল, ফলে আমার সঙ্গে আড্ডা চলাকালীন আমিই বেশি বলতাম আর ও শুনত।”

 

একটা ঘটনা বলি, খুব বলতে ইচ্ছে করছে। তখনও ও অতটা অসুস্থ হয়নি। কোথাও থেকে একসঙ্গে ফিরছিলাম গাড়িতে। আগে ওকে বাড়ি ছেড়ে দিলাম, যাওয়ার আগে ঠাট্টা করে বলেছিলাম, এবার গিয়ে বৌয়ের আদর খাও। শুনে এক চিলতে হেসে ধীর স্বরে মনোজ উত্তর দিয়েছিল, ‘গত ১০ বছর ধরে ও শয্যাশায়ী।’ শুনে মনে হল, কে যেন আমাকে একটা ধাক্কা দিল! সেদিন নতুন করে মনোজ মিত্রকে চিনলাম। ঘরের মধ্যে প্রিয়জন ১০ বছর ধরে শুয়ে রয়েছেন অসুস্থতায়, সেসব শোক-দুঃখ সামলে একটা মানুষ সমানতালে লেখালিখি করে চলেছে, নাটক করছে, নির্দেশনা দিচ্ছে...আড্ডায় ওর মজার কথা শুনলে বোঝার এতটুকুও উপায় ছিল না এত বড় দুঃখ ও বহন করে নিয়ে চলেছে। সেদিন ওকে প্রণাম জানিয়েছিলাম মনে মনে।” কথাশেষে আক্ষেপের সুরে কেটে, কেটে স্বগতোক্তি করার মতো বলে উঠলেন, “যেমন দারুণ প্রতিভাধর ততটাই একজন ভাল মানুষ ছিল আমার মনোজ। যতদিন বাংলা থিয়েটার বেঁচে থাকবে, বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে মনোজ মিত্র-ও বেঁচে থাকবে...”

 

 


মনোজ মিত্রের মৃত্যুর খবরে মন ভাল নেই বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দত্তেরও।  প্রয়াত অভিনেতার সঙ্গে ‘বাঞ্ছারামের বাগান’-এ তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে বাংলা ছবির ইতিহাসে। আজকাল ডট ইন-কে দীপঙ্কর দে বললেন, “একেবারে মন ভাল নেই। কত স্মৃতি মনোজবাবুর সঙ্গে। ওঁর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি। কী দাপুটে অভিনেতা ছিলেন, বাপরে বাপ! যেমন মঞ্চে, তেমন-ই বড়পর্দায়। আমি মনোজবাবুর সবক’টি নাটক দেখেছি। ওঁর সঙ্গে আড্ডা মারলে বোঝা যেত জ্ঞানের পরিধির বিস্তৃতি। আন্তর্জাতিক ছবি থেকে নাটক, সাহিত্য ওঁর নখদর্পণে ছিল।  ‘বাঞ্ছারামের বাগান’-এর আউটডোরে ভীষণ সুন্দর সময় কাটিয়েছিলাম। সামান্য কথা, ঘটনাও ওঁর বলার ভঙ্গিমায় এত সুন্দর হয়ে উঠত, যাঁরা শুনেছেন তাঁরা বুঝবেন। এমনিতে স্বল্পবাক ছিলেন তবে মনের মতো সঙ্গী পেলে জমিয়ে আড্ডা মারতেন। আর অসম্ভব রসবোধ ছিল!  সামান্য থেমে দীপঙ্কর দের সংযোজন, “ ‘বাঞ্ছারামের বাগান’ ছবির শুটিং শেষে আমাকে আলাদা করে মনোজবাবু জানিয়েছিলেন, আমার কাজ ওঁর ভাল লেগেছে। সেটাও একরকম প্রাপ্তি ছিল আমার কাছে। কালের নিয়মে উনি চলে গেলেন বটে, কিন্তু বাংলায় অভিনয়, শিল্পচর্চা এবং থিয়েটার যতদিন বেঁচে থাকবে, মনোজ মিত্র বহাল তবিয়তে থাকবেন।”




বিশেষ খবর

নানান খবর

Indian Navyday Day 2024 #IndianNavyDay #NavyDay #IndianNavy #Navy #IndianArmedForces

নানান খবর

'অভিনয় থেকে অবসর নিচ্ছি না, তবে...' পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন বিক্রান্ত! শুনে ভুরু কুঁচকালো নেটপাড়া ...

নিখোঁজ কৌতুকাভিনেতা সুনীল পাল? বাড়ি কেনার পর কতটা বদলে গিয়েছেন অনন্যা? ...

ধুলো উড়িয়ে আসছে দস্যুদল, ভবানী পাঠকের সঙ্গে নয়া পোস্টারে হাজির শ্রাবন্তী! কবে মুক্তি পাচ্ছে 'দেবী চৌধুরানী'...

দেবকে আনফলো করলেন রুক্মিণী? মনোমালিন্যের নেপথ্যে কী কারণ? ...

আদৌ অস্কার মনোনয়ন পেয়েছেন? বিস্ফোরক 'কাবুলিওয়ালা'র পরিচালক! 'হিংসুটে বাঙালি' কটাক্ষ ইমন-বিক্রম ঘো...

‘জওয়ান’-এর বিখ্যাত ‘বাপ-বেটা’ সংলাপ এবার ‘মুফাসা’র মুখে? ফাঁস করলেন শাহরুখ!...

'আইএফএফআই'-এর পর চেন্নাইয়ে 'অঙ্ক কি কঠিন', জায়গা নেই কলকাতা চলচ্চিত্র উৎসবে! কী জানালেন সৌরভ পালোধি?...

‘বিগ বস’-এর ঘরে এবার অনুরাগ কাশ্যপ! কোন পরিকল্পনা এঁটে শো-এ ঢুকছেন তিনি?...

ভয়ে আয়নায় নিজেকে দেখা বন্ধ করে দিয়েছিলেন অরিজিতা মুখোপাধ্যায়! কী ঘটেছিল অভিনেত্রীর জীবনে?...

মহারাজের থেকে চিরকালের জন্য দূরে চলে গেল পূজারিণী? সত্যিই আলাদা হল দু'জনের পথ? ফের কঠিন পরিস্থিতি 'উড়ান'-...

'সেরা প্রযোজক নয়, দেবদা আমার জন্য সেরা পরিচালক!' কেন একথা বললেন 'খাদান'-এর অভিনেত্রী ইধিকা পাল...

'রাঙামতি তিরন্দাজ'-এর ফ্লোর থেকে সোজা হাসপাতালে মাধুরিমা! কেমন আছেন? কী জানালেন অভিনেত্রী ...

সংসার চালানোর জন্য রুদালির কাজও করেছেন চাঙ্কি পাণ্ডে? শুনলে হেসে গড়িয়ে পড়বেন ...

Exclusive: সন্তোষ দত্তকে ‘সরি’ বলেছিলেন সত্যজিৎ! কেন? ‘জটায়ু’র শতবর্ষে প্রথমবার সেকথা জানালেন সন্দীপ রায়...

ফাঁকা বাড়িতে প্রাক্তন স্ত্রীর কাছাকাছি অনির্বাণ! এবার কী করবে রাই? তোলপাড় কাণ্ড 'মিঠিঝোরা'য়...



সোশ্যাল মিডিয়া



11 24