রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ভিনরাজ্যে মানবপাচার চক্রে বিপুল টাকা লেনদেন, বনগাঁর তিন জায়গায় ইডির তল্লাশি

Pallabi Ghosh | ১২ নভেম্বর ২০২৪ ১৩ : ৪৯Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্যে মানবপাচার চক্রে বিপুল টাকা লেনদেন হয়েছে। ওই আর্থিক লেনদেনের তদন্তে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর তিন জায়গায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঘিরে ফের সীমান্ত শহরে কৌতুহল ছড়িয়ে পড়েছে। 

 

এদিন সকালে ইডির তিন তদন্তকারী দল একসঙ্গে বনগাঁ শহরে ঢোকে। তারপর তারা শহরের তিন প্রান্তে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের প্রথম দলটি বনগাঁর ভাসানপোঁতার বাসিন্দা জামালউদ্দিন শেখের বাড়িতে প্রবেশ করে। অন্য একটি দল তখন পেট্রাপোলের বাসিন্দা ইয়াকুব শেখের বাড়িতে তল্লাশি শুরু করে। ইয়াকুব পেট্রাপোল সীমান্তে বিদেশি মুদ্রা বিনিময়ের দোকান চালান। বনগাঁর পূর্বপাড়ার বাসিন্দা ট্যাক্সিচালক পিন্টু হালদারের বাড়িতেও ইডির আরও একটি তদন্তকারী দল তল্লাশি শুরু করেছে। 

 

তিন প্রান্তে তিন ব্যক্তির বাড়ির ভিতরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, বাইরে তাঁদের নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। ওই তিন বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। বাইরের কাউকে ভিতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কোন ঘটনার তদন্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ইডি আধিকারিকরা তা অবশ্য এখনও জানাননি। সূত্রের খবর, ঝাড়খণ্ডে মানবপাচার সংক্রান্ত একটি মামলার বিপুল আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। ওই চক্রে বনগাঁর নাম উঠে এসেছে। আদালতের নির্দেশে ওই মামলার তদন্তভার ইডির ওপর পড়েছে। জানা গিয়েছে, তারই সূত্র ধরে এদিন সকালে ইডির তিনটি দল বনগাঁর তিন জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে। 

 

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি বনগাঁয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল। তখন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল। যদিও আদালতের নির্দেশে শঙ্কর পরে জামিন পেয়েছেন। ‌


#Bongaon# North 24 Pargana# ED



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কোথায় শীত! বড়দিনের আগে দক্ষিণবঙ্গে ফিরবে কি হাড়কাঁপানো ঠান্ডা? রইল আপডেট ...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24