বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ নভেম্বর ২০২৪ ১৩ : ৪৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্যে মানবপাচার চক্রে বিপুল টাকা লেনদেন হয়েছে। ওই আর্থিক লেনদেনের তদন্তে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর তিন জায়গায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ঘিরে ফের সীমান্ত শহরে কৌতুহল ছড়িয়ে পড়েছে।
এদিন সকালে ইডির তিন তদন্তকারী দল একসঙ্গে বনগাঁ শহরে ঢোকে। তারপর তারা শহরের তিন প্রান্তে ছড়িয়ে পড়ে। তদন্তকারীদের প্রথম দলটি বনগাঁর ভাসানপোঁতার বাসিন্দা জামালউদ্দিন শেখের বাড়িতে প্রবেশ করে। অন্য একটি দল তখন পেট্রাপোলের বাসিন্দা ইয়াকুব শেখের বাড়িতে তল্লাশি শুরু করে। ইয়াকুব পেট্রাপোল সীমান্তে বিদেশি মুদ্রা বিনিময়ের দোকান চালান। বনগাঁর পূর্বপাড়ার বাসিন্দা ট্যাক্সিচালক পিন্টু হালদারের বাড়িতেও ইডির আরও একটি তদন্তকারী দল তল্লাশি শুরু করেছে।
তিন প্রান্তে তিন ব্যক্তির বাড়ির ভিতরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, বাইরে তাঁদের নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। ওই তিন বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। বাইরের কাউকে ভিতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে কোন ঘটনার তদন্তে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ইডি আধিকারিকরা তা অবশ্য এখনও জানাননি। সূত্রের খবর, ঝাড়খণ্ডে মানবপাচার সংক্রান্ত একটি মামলার বিপুল আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। ওই চক্রে বনগাঁর নাম উঠে এসেছে। আদালতের নির্দেশে ওই মামলার তদন্তভার ইডির ওপর পড়েছে। জানা গিয়েছে, তারই সূত্র ধরে এদিন সকালে ইডির তিনটি দল বনগাঁর তিন জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে ইডি বনগাঁয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল। তখন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছিল। যদিও আদালতের নির্দেশে শঙ্কর পরে জামিন পেয়েছেন।
#Bongaon# North 24 Pargana# ED
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণ, গুরুতর আহত যুবক, মাথায় হাত পরিবারের ...
আগুনে পুড়ে ছাই কারখানা, প্রায় ২০০০ কর্মীর কাজ চলে যাওয়ার আশঙ্কা ...
ফুল তোলাকে কেন্দ্র করে বিবাদ, মুর্শিদাবাদে পিটিয়ে খুন যুবককে ...
নবাবের শহর মুর্শিদাবাদে একমাত্র শীতকালেই পাওয়া যায় এই 'ধুকি' পিঠা, এ স্বাদের ভাগ হবে না...
কোথায় পাখি? সাঁতরাগাছির ঝিল জুড়ে শুধুই কচুরিপানা, হতাশ পাখিপ্রেমীরা...
বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...
আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...
'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...
আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...
ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...
পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...
বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ ...
মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...
তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...
ঝাল অথচ ঝাল নয়! 'চিলি রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...