রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ নভেম্বর ২০২৪ ১৮ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত আজকাল-এর চিত্র সাংবাদিক সুপ্রিয় নাগ। ১১ নভেম্বর, সোমবার প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। অন্যান্য দিনের মতো সোমবারও তিনি পেশাগত কাজে বেরিয়েছিলেন। ছবিও তোলেন। ঘনিষ্ঠসূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক।
সোমবার দুপুরে সঙ্গী কয়েকজন চিত্রসাংবাদিক তাঁকে তাঁর শোভাবাজারের বেনেটোলার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। কিছুক্ষণ পরে তাঁর কাকু তাঁকে সিঁড়ির নীচে পড়ে থাকতে দেখেন। দ্রুত চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। স্ত্রী, এক ছেলে ও পুত্রবধূ রয়েছেন প্রয়াত সুপ্রিয়র।
সুপ্রিয় নাগের জন্ম, ২ জুন, ১৯৫৮। খাস কলকাতায় বেড়ে ওঠা, পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে। ক্যামেরা, লেন্স-এর জীবন। ক্যামেরা আঁকড়ে ধরেই হেঁটেছেন কলকাতার অলি-গলি। মুহূর্তে বন্দি করেছেন মুহূর্তকে। চিত্র শিল্পী হিসেবে বিশেষ সুখ্যাতি ছিল বিনোদন জগতের দুনিয়ায়। টলিউড-বলিউডের বহু শিল্পীদের ছবি ফ্রেম বন্দি হয়েছে তাঁর লেন্সে। তাঁর তোলা বিভিন্ন অভিনেতা–অভিনেত্রীর পোর্ট্রেট দারুণ জনপ্রিয় হয়। দিনের পর দিন, খবরের কাগজে বেরিয়েছে সেসব। দীর্ঘ কয়েক দশক ধরে আজকাল পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন সুপ্রিয় নাগ।
আজকাল-এর আগে বেশ কয়েক বছর তিনি চাকরি করেছেন সি কে বিড়লা গ্রুপের বিড়লা টেকনিক্যাল সার্ভিসেসে। তাঁর তোলা ছবি যে শুধু প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের তা নয়, ঝুলিতে এসেছে পুরস্কারও। বহুবার তাঁর তোলা ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। দু’বার বিএফজেএ অ্যাওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্র ও সংস্কৃতি–জগতের সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়। মিষ্টভাষী, সদালাপী সুপ্রিয়র টালিগঞ্জের স্টুডিওপাড়ার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। পেশায় নতুন আসা সাংবাদিক ও চিত্রসাংবাদিকদেরও তিনি হয়ে উঠেছিলেন বন্ধু। হাসিমুখে তাঁদের শিখিয়ে দিতেন ফোটোগ্রাফির খুঁটিনাটি। সম্প্রতি স্কটিশ চার্চ কলেজে তাঁর একটি চিত্রপ্রদর্শনী সাড়া ফেলেছিল। সুপ্রিয় নাগের প্রয়াণে শোকার্ত সাংবাদিক, চিত্রসাংবাদিক মহল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?