মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ নভেম্বর ২০২৪ ১৪ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বরাবরই পর্দায় পারফরম্যান্সের তারিফ কুড়িয়েছেন অজয় দেবগণ। সম্প্রতি যেমন ‘সিংহম এগেইন’ ছবিতে অজয়কে আরও একবার তাঁর জনপ্রিয় চরিত্র ‘সিংহম’ হিসাবে দেখে উত্তাল দর্শক। ‘সিংহম’ ছাড়াও বিভিন্ন সময়ে অজয় অভিনীত নানা চরিত্র বেশ জনপ্রিয় হয়েছে দর্শকের মধ্যে। তবে শুধুই ছবির জন্য নয়, ছবি ছাড়াও আরও একাধিক বিষয়ে নেটদুনিয়ার শিরোনামে জায়গা করে নেন এই বলি-তারকা। বিশেষ করে তাঁর একাধিক পণ্যের বিজ্ঞাপনের জন্য।
গুটখার বিজ্ঞাপনে কাজ করার জন্য সমাজমাধ্যমের পাতায় নেটাগরিকদের নিন্দায় মুখে পড়ার পাশাপাশি অজয় দেবগণকে নিয়ে চলে কটাক্ষ। তৈরি হয় এন্তার মিম। অজয়ের বলা সংলাপ “বলো, জুবান কেশরী” বিষয়টি মিম দুনিয়ায় হটকেক। নানা ব্যাঙ্গাত্মক, মজাদার মিম তৈরি করা হয়েছে অজয়কে নিয়ে, গুটখা সংস্থার বিজ্ঞাপনে ওই নির্দিষ্ট সংলাপটি বলার সুবাদে। এই প্রসঙ্গে এত বছরে এই প্রথমবার মুখ খুললেন অজয়। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অজয়কে জিজ্ঞেস করা হয় তাঁকে নিয়ে 'কেশরী' মিম তৈরির বিষয়ে। একগাল হেসে অজয়ের জবাব, “ঠিক আছে। আমার কোনও সমস্যা নেই ওইসব মিম বিয়ে। আমাকে নিয়ে বানানো সেসব মিম আমার উপর প্রভাব ফেলতে পারে না।”
সেই সাক্ষাৎকারে অজয়ের পাশে বসেছিলেন তাঁর বন্ধু তথা ‘সিংহম এগেইন’-এর পরিচালক রোহিত শেঠি। তিনি অবশ্য বললেন, “বলো জুবান কেশরী-মার্কা সব মিম তৈরি করা হয়েছিল অজয়কে অপমান করার উদ্দেশ্যেই। কিন্তু এখন যেহেতু নেটপাড়ায় মিম খুব জনপ্রিয়, তাই সেসব মিম নিয়ে লোকজন ব্যঙ্গ করার বদলে হালকা চালে হাসাহাসি করে।”
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে এই গুটখা বিজ্ঞাপনে কাজ করার দরুণ আইনি জটিলতায় ফেঁসেছিলেন অজয়। পাশাপাশি ফেঁসেছিলেন তাঁর সঙ্গে এই একই বিজ্ঞাপনে কাজ করা অন্য দুই তারকা -শাহরুখ খান এবং অক্ষয় কুমার। তাঁদের আইনি নোটিস পাঠানো হল কেন্দ্রের ক্রেতা সুরক্ষা দফতরের তরফে। একটি অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চকে তারকাদের এই নোটিস পাঠানোর কথা জানানো হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে গুটখার ২০২৩-এর আগস্ট মাসে এলাহাবাদ হাই কোর্টে একটি আবেদন জমা দিয়েছিলেন এক আইনজীবী।
অন্যদিকে, গত বছরই একটি গুটখা সংস্থাকে নোটিস পাঠিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। 'বিগ বি'র অভিযোগ ছিল, তাঁর সঙ্গে সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও নাকি তাঁর অভিনীত বিজ্ঞাপন দেখানো হচ্ছে।
নানান খবর
নানান খবর

ধারাবাহিকের শুটিং ফ্লোরে মনের মানুষ খুঁজে পেলেন সায়ক চক্রবর্তী! কোন নায়িকার প্রেমে পড়লেন অভিনেতা?

সূরজ পাঞ্চোলি নন, প্রভাসকে নিজের ছেলের জায়গাটা দিতে চান জারিনা ওয়াহাব! আচমকা কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

খুনের হুমকি পেলেন টাইগার শ্রফ! মুম্বই পুলিশের তদন্তে উঠে এল কোন অপরাধীর নাম?

ভরপুর অ্যাকশন আর রোম্যান্সের ঝড়! কেমন হল রোহন-প্রিয়াঙ্কা-অনিন্দ্য'র 'ব্রহ্মার্জুন'-এর টিজার?

Exclusive: 'দুটো মানুষ একটা চুমু খাচ্ছে তাতে এত অসুবিধার কী আছে?'-ট্রোলিং নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা

সৌরভের 'বিগ বস'-এ এবার বলিউড যোগ! কোথায় ঘরবন্দি হবেন তারকারা?

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই?

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা বন্ধ করেছিলেন শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!